গুরু নানকের জন্মদিনে সামিল বলিউড, শুভেচ্ছা বার্তায় ভরল নেটদুনিয়া

Published : Nov 12, 2019, 08:18 PM IST
গুরু নানকের জন্মদিনে সামিল বলিউড, শুভেচ্ছা বার্তায় ভরল নেটদুনিয়া

সংক্ষিপ্ত

গুরু নানকের ৫৫দ তম জন্মদিন পালন দেশ জুড়ে শুভেচ্ছাবার্তায় ভরে উঠল নেট দুনিয়া বলিউড তারকারাও সামিল হলেন সেই তালিকায়  তারকারা শেয়ার করলেন গুরু নানকের বাণীও

মঙ্গলবার গুরু নানকের ৫৫০ তম জন্মদিন উপলক্ষ্যে মেতে উঠলেন দেশবাসী। সেই তালিকা থেকে বাদ পড়লেন না বলিউড তারকারাও। মঙ্গলবারদিন সকাল থেকেই ভরে উঠতে লাগল সোশ্যাল মিডিয়ার পাতা। ভক্তদের পরিবারের উদ্দেশে বার্তা দিলেন সকলেই। কেউ শেয়ার করলেন ছবি, কেউ আবার শেয়ার করলেন ভিডিও। 

 

 

গুরু নানকের বাণী সকলের সঙ্গে এদিন শেয়ার করেনিলেন অভিনেতা অমিতাভ বচ্চন। শেয়ার করলেন স্বর্ণ মন্দিরের ছবিও। একইভাবে এদিন সকলকে শুভেচ্ছা দিলেন বিটাউন। 
এদিন একইভাবে গুরু নানকের বাণী শেয়ার করে তার অর্থ বোঝালেন হেমা মালিনি। লিখলেন, ঈশ্বরের নাম করো, নিজেদের কর্তব্য করে যাও সততার সঙ্গে। 

 

 

এদিন একটি ভিডিও শেয়ার করে অক্ষয় কুমারও শুভেচ্ছা জানালেন সকলকে। সেখানে তাঁকে দেখা যায় ৫৫০তম জন্মদিনে গুরু নানককে স্মরণ করে স্থানীয় ভাষাতেই সকলকে শুভেচ্ছা জানালেন অক্ষয় কুমার। সকল ভক্তদের প্রতি ও তাঁদের পরিবারের প্রতি আশির্বাদ কামনা করে প্রার্থনাও করেন তিনি। 

 

 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?