একসময় সেন্সারবোর্ডের ছাড়পত্র না পেলেও বর্তমানে OTT -তে দেখা যাবে ছবিগুলো, রইল ১০টি ছবির কথা

ওয়াটার থেকে ব্ল্যাক ফ্রাইডে- রইল ১০টি ছবির কথা। এই ছবিগুলো এক সময় বড় স্ক্রিনে ছিল নিষিদ্ধ। কিন্তু, বর্তমানে যা দেখতে পাবেন OTT প্ল্যাটফর্মে। দেখে নিন এক ঝলকে।

Web Desk - ANB | Published : May 3, 2023 10:00 AM IST / Updated: May 04 2023, 09:27 AM IST
110

ফায়ার (Fire)- ইউটিউব

১৯৯৬ সালে তৈরি হয়েছিল ছবিটি। সমকামিতার ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। যা সে সময় সেন্সারবোর্ডে ছাড়পত্র পায়নি। সে সময় ছবি ঘিরে বিতর্ক হয়েছিল বিস্তর। হয়েছিল নানান দ্বন্দ্ব। তবে, বর্তমানে তা ইউটিউবে মিলবে।

210

ব্ল্যাক ফ্রাইডে (Black Friday)- হটস্টারে

২০০৩ সালে তৈরি হয় ব্ল্যাক ফ্রাইডে। ছবির দায়িত্বে ছিলেন অনুরাগ কাশ্যপ। ১৯৯৫ সালে ঘটে যাওয়া এক বিস্ফোরণের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল ছবিটি। যা মুক্তির জন্য সে সময় সেন্সারবোর্ডে ছাড়পত্র পেতে সমস্যায় পড়ে। ছবি ঘিরে সমালোচনা হয়েছিল বিস্তর। বর্তমানে এটি হটস্টারে দেখা যাচ্ছে।

310

পারজানিয়া (Parzania)- হটস্টার

পারজানিয়া (Parzania) ছবিটিও মুক্তির আগে সেন্সারবোর্ডে আটকে যায়। গুজরাটের দাঙ্গার ওপর ভিত্তি করে তৈরি ছবি। হিন্দু ডানপন্থী গোষ্ঠীর বিরোধীতার মুখে পড়ে ছবিগুলো। কারণ বাস্তব ঘটনার প্রেক্ষিতে তৈরি ছবি। বর্তমানে হটস্টারে উপলব্ধ ছবিটি।

410

ইনশাল্লাহ, ফুটবল (Inshallah, Football)- ইউটিউব

কাশ্মীরে বসবাসকারী একটি ছেলের জীবন নিয়ে তৈরি এই ছবি। তার বাবা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করে। ছেলেটির জীবন নিয়ে তৈরি এই ছবি। ছবি ঘিরে নানা বিতর্ক হয়েছিল সে সময়। তখন মুক্তির আগে সেন্সারবোর্ডে বাধা পায়। বর্তমানে ছবিটি ইউটিউবে পেতে পারেন।

510

কিসস কুরসি কা (Kissa Kursi Ka)- ইউটিউব

১৯৭৮ সালে তৈরি এই ছবি। সে সময় ধর্ম, যৌনতা বা সমকামিতা নিয়ে তৈরি ছবিকে সেন্সার বোর্ডের ছাড়পত্র পেতে কাঠ-খড় পোড়াতে হত। এমনই হয়েছিল এই ছবির ক্ষেত্রেও। ছবিতে ইন্দিরা গান্ধীর জীবন তুলে ধরা হয়েছিল। বর্তমানে ইউটিউবে পেতে পারেন ছবিটি।

610

ওয়াটার (Water) ইউটিউব

জন আব্রাহাম অভিনীত ওয়াটার ছবি নিয়ে বিস্তর জলঘোলা হয়। এটি বেনারসে বসবাসরত একজন বিধবার জীবন নিয়ে তৈরি। সে কীভাবে ভালোবাসা খুঁজছে কা ফুটে ওঠে ছবিতে। যা মুক্তি পেতে সেন্সার বোর্ডের ছাড়পত্র পেতে কাঠ খড় পোড়াতে হত। বর্তমানে তা ইউটিউবে রয়েছে।

710

Loev- নেটফিক্স

সুধাংশু সারিয়া পরিচালিত এই ছবি। সমকামী দাম্পত্য জীবন নিয়ে তৈরি এই ছবি। যা ভারতে বড় পর্দায় মুক্তির ছাড় পত্র পায়নি। বর্তমানে তা নেটফিক্সে রয়েছে।

810

অ্যাংরি ইন্ডিয়ান গডেস ( Angry Indian Goddesses)- নেট ফ্লিক্স

প্যান নলিন পরিচালিক অ্যাংরি ইন্ডিয়ান গডেস ছবিটি মুক্তি পেতে সমস্যায় পড়তে হয়। সেন্সারবোর্ড ছবির ১৬টি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল। বর্তমানে নেটফ্লিক্সে উপলব্ধ অ্যাংরি ইন্ডিয়ান গডেস ছবিটি।

910

গান্ডু (Gandu) নেটফ্লিক্স

রূঢ় ভাষা, নগ্নতা ও ফেলাটিওর কারণে নিষিদ্ধ হয়েছিল ছবিটি। বর্তমানে তা নেটফ্লিক্সে উপলব্ধ। ছবিটি সেন্সার বোর্ডের ছাড়পত্র পায়নি সে সময়। ছবি ঘিরে সেই সময় বিস্তর সমস্যা হয়েছিল। বর্তমানে এই ছবিটি দেখতে নেটফ্লিক্সে ঢুঁ মারতে পারেন।

1010

আনফ্রিডম (Unfreedom)

এই নিষিদ্ধ ছবির তালিকায় আছে আনফ্রিডম। সন্ত্রাসবাদ থিমের ওপর তৈরি এই ছবি। সঙ্গে রয়েছে লেসবিয়ান দম্পতির গল্প। যে কারণে মুক্তির ছাড়পত্র পেতে বাধা পেতে হয়েছিল। বর্তমানে তা ওটিটি প্ল্যাটফর্মে উপলব্ধ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos