সামনে ছিল প্রথম প্রেম! পরীক্ষার হলেই গান গেয়ে ফেলেছিলেন অরিজিত সিং, কে ছিলেন সেই কন্যা?

সালটা ২০০৫। 'ফেম গুরুকুল'-এর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অরিজিৎ সিং-এর। যার কন্ঠস্বরে মোহিত গোটা বিশ্ব। যাকে ছাড়া বলিউড প্লেব্যাকের কথা এখন ভাবাই যায় না। তাঁর জীবনের গল্প শুনতে কে না চান! জানেন কি কে ছিলেন তাঁর জীবনের প্রথম প্রেম! আজ রইল তাঁর গল্প।

Parna Sengupta | Published : May 1, 2023 3:33 PM IST / Updated: May 01 2023, 09:04 PM IST
19

তাঁর গলার ম্যাজিক পর্দা থেকে মঞ্চে অন্য আবহ তৈরি করে। সঞ্জয় লীলা বনশালির সিনেমার মাধ্যমেই বলিউডে ডেবিউ হয়েছিল অরিজিত সিংয়ের। আজ বলিউডে তিনি স্বপ্রতিষ্ঠিত।

29

ছোট থেকেই অরিজিৎ সিং-এর গানের প্রতি টান ছিল। পড়াশুনাতে খুব একটা নজর ছিল না বিখ্যাত গায়কের। পড়াশুনা করতে খুব একটা ভালও বাসতেন না তিনি।

39

'আশিকী ২' সিনেমার বিখ্যাত গান 'তুম হি হো' গানটিই অরিজিৎ সিং-কে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। আজও সেই বিখ্যাত খান তার কেরিয়ারের মাইলস্টোন হয়ে উঠেছে।

49

‘তুম হি হো’ থেকে শুরু করে ‘কেশরিয়া’- অরিজিতের গাওয়া ভালোবাসার গান বরাবরই হিট। আজ এই গায়কেরই প্রেম জীবনের এমন এক অজানা কাহিনী তুলে ধরা হল, যা এতদিন ছিল পর্দার আড়ালে।

59

কিন্তু একবার অরিজিৎ নিজেই নিজের প্রেম জীবন নিয়ে মুখ খুলেছিলেন। সেই সঙ্গেই কথা বলেছিলেন নিজের জীবনের প্রথম ‘ভালোলাগার মানুষের’ বিষয়ে।

69

অনেকেই ভাবেন, অরিজিতের জীবনে প্রেম হয়তো একবারই এসেছে, আর সেই প্রেম এনেছেন তাঁর স্ত্রী। তবে বাস্তবে কিন্তু এমনটা হয়নি। বা অরিজিতের জীবনের প্রথম প্রেম বলতে হয়ত অনেকেই তাঁর গান সাধনার কথা ভাবেন। কিন্তু বিষয়টা একেবারেই তা নয়।

79

জানলে খুব অবাক হবেন, কিন্তু এটা সত্যি যে ক্লাস ফাইভে পড়াকালীনই মন হারিয়েছিলেন গায়ক। ‘কেশরিয়া’ গায়কের বয়স তখন সবে ১০। অথচ সেই বয়সেই তাঁর মনে বইতে শুরু করে প্রেমের হাওয়া।

89

একবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে কথা বলতে গিয়ে বেশ লজ্জা পেয়েছিলেন এই বঙ্গ তনয়। সেই সঙ্গেই শেয়ার করেছিলেন এক কাহিনীও। তিনি বলেছিলেন তিনি যে স্কুলে পড়তেন সেই স্কুলের এক শিক্ষিকাই ছিলেন তাঁর ছোটবেলার ‘ক্রাশ’।

99

একবার পরীক্ষার সময় অরিজিতের পছন্দের শিক্ষিকা গার্ড হিসেবে এসেছিলেন। তাঁকে দেখেই নাকি গায়কের পরীক্ষা দেওয়া মাথায় উঠেছিল। উত্তর না লিখে, তিনি নাকি পরীক্ষার হলে বসেই ভালোবাসার গান গুনগুন করতে শুরু করেছিলেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos