আলিয়া লেখেন, যেদিন আমরা গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবির শ্যুটিং শে করলাম আমার হাত কাঁপছিল। তখন আমার মন কান্নায় ভরে যায়। আলিয়া আরও বলেন, আমি আমার কলাখকুশলীদের বলেছিলাম যে আমি জানি না ছবিটি হিট হবে নাকি ফ্লপ হবে, তবে শ্যুটিং-র অভিজ্ঞতা আমি সব সময় মনে রাখব।