৩০০ কোটি টাকা বরাদ্দ হল ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবির জন্য, আসছে বিগ বাজেটের ছবি

শাহরুখ খান ও সলমন খানের মতো দুই সুপার স্টার থাকলে সেই ছবি যে বিস্তর আয় করবে বলে আশা করে। সে কারণেই আশা করছেন যে এই ছবিটি সাফল্য পাবে।

‘টাইগার ভার্সেস পাঠান’ নিয়ে চলছে উন্মাদনা। কিছুদিন ধরে শোনা যাচ্ছে, তৈরি হচ্ছে ‘টাইগার ভার্সেস পাঠান’। এবার প্রকাশ্যে এক এই ছবির নতুন খবর। শোনা যাচ্ছে, ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ছবির জন্য। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাজেট একেবারেই যাথাযথ। ‘পাঠান’ হাজার কোটির বেশি ব্যবসা করেছে। ডিজিটাল মাধ্যমে এখনও আয় করছে। তাই স্পষ্টতই ‘টাইগার ভার্সেস পাঠান’ এই ছবির থেকেও বেশি আয়ের সম্ভাবনা আছে। শাহরুখ খান ও সলমন খানের মতো দুই সুপার স্টার থাকলে সেই ছবি যে বিস্তর আয় করবে বলে আশা করে। সে কারণেই আশা করছেন যে এই ছবিটি সাফল্য পাবে।

এদিকে আবার ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। আদিত্য চোপড়া করছেন ছবির প্রয়োজনা। তেমনই ছবি ঘিরে দর্শক মহলে রয়েছে আলাদা উন্মাদনা। কারণে শাহরুখ ও সলমনের জুটি দেখা যাবে ছবিতে। এমনই আশা সকলের। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে পাঠান। সলমন খান, দীপিকা পাড়ুকোণ, জন আব্রাহামের অভিনয় ভিন্ন মাত্রা এনেছিল। ছবিতে জমিয়ে অ্যাকশন করতে দেখি গিয়েছে শাহরুখকে। সঙ্গে দীপিকাকে দেখা গিয়েছে নানান অ্যাকশন সিকোয়েন্সে। এরই সঙ্গে ছবিতে সকলকে ছাপিয়ে গিয়েছিল জনের অভিনয়। ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন জন। তাঁর অভিনয় নজর কেড়েছে সকলের। এরই সঙ্গে ছবিতে ক্যামিও চরিত্রে দেখা দেয় সলমনকে। শাহরুখ ও সলমনের জুটি নজর কাড়ে সকলের।

Latest Videos

অন্য দিকে, এবছর মুক্তি পাবে টাইগার ৩। টাইগার সিরিজের যে কয়টি ছবি মুক্তি পেয়েছে সব কয়টি পেয়েছে সাফল্য। এবার আসছে টাইগার ৩। এই ছবিতে সলমন খান তো বটেই। থাকছেন ক্যাটরিনা, ইমরান হাসমি। সব মিলিয়ে এই ছবিটি ঘিরেও দর্শকদের আশা রয়েছে তুঙ্গে।

এদিকে, এদিকে ২১ এপ্রিল মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। ঈদে ধামাকা নিয়ে আসছেন ভাইজান। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভীরাম-র কাহিনি নিয়ে তৈরি এই ছবিতে। পরিচালনার দায়িত্বে ফারহাদ শামদি। চিত্রনাট্য লিখেছেন সাজিন নাদিয়াদওয়ালা। এদিকে সদ্য প্রকাশ্যে এসেছে ইয়েনতাম্মা। এই গানে লুঙ্গি পরে বিন্দাস নাচলেন ভাইজান। তবে, তিনি একা নন। সঙ্গে আছন ভেঙ্কাটেশ ও রামচরণ। গানটি গেয়েছেন বিশাল দদলানি ও পায়েল দেব। সে যাই হোক, এখন সকলের নজর যে ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবির দিকে তা বলার অপেক্ষা রাখে না।

 

আরও পড়ুন

জিম নিয়ে বিপাকে শ্রাবন্তী, সোশ্যাল মিডিয়ায় লিখলেন তিনি নির্দোষ, ক্ষমা চাইলেন নায়িকা

পরিবারের লোক তাঁকে ভুল বুঝেছিল, কীভাবে মুম্বই এলেন নিজেই জানান উরফি যাদব

Amitabh Bachchan: ফের স্থগিত হল ‘প্রোজেক্ট কে’-র কাজ, এখনও সাড়েনি পাঁজরের চোট

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia