২. রণবীর সিং
'গোলিও কি রাসলীলা রাম-লীলা', 'বাজিরাও মাস্তানি', 'পদ্মাবত' এবং 'সিম্বা'র মতো ছবি দিয়ে দর্শকদের মনোরঞ্জন করেছেন রণবীর সিং। ১৫ বছর ধরে ছবি করলেও এখনও কোনো রিমেকে দেখা যায়নি। তবে শোনা যাচ্ছে, তিনি তামিল ছবি Anniyan-এর রিমেকে অভিনয় করতে পারেন।