পহেলগাঁও হামলায় তপ্ত ভারত-পাকিস্তান, অনিশ্চতায় হানিয়া আমিরের বলিউড সফর
পহেলগাঁও হামলার পর দিলজিৎ দোসांঝের 'সরদারজি ৩' থেকে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে বাদ দেওয়ার খবর। হানিয়ার বলিউড অভিষেক কি আটকে গেল?

পাক অভিনেত্রীর বলিউড সফর থমকে!
পহেলগাম আক্রমণের পর দিলজিৎ দোসাঁঝের 'সরদারজি ৩' থেকে পাক অভিনেত্রী হানিয়া আমিরকে বাদ দেওয়ার খবর শোনা যাচ্ছে কানাঘুঁষো। তবে সত্যিই কী বাদ পড়ছেন এই অভিনেত্রী? অফিসিয়াল তথ্য এখনও প্রকাশিত হয়নি বলে জানা গিয়েছে।
পাক অভিনেত্রীকে বয়কট
সোশ্যাল মিডিয়ায় খবর, দিলজিৎ দোসাঁঝের 'সরদারজি ৩' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে যাওয়া হানিয়া আমিরকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে।
দিলজিৎয়ের সঙ্গে সিনেমায় 'না'
২০২৪ সালের অক্টোবরে দিলজিৎ দোসাঁঝ লন্ডন কনসার্টে হানিয়ার স্বাগত জানিয়েছিলেন। তারপর ভারতে আসার কথা ছিলো হানিয়ার। কিন্তু পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় পাক অভিনেত্রীর ভারত সফর এখন অনিশ্চতায়।
পাকিস্তানের 'আলিয়া ভাট' হানিয়া আমির
দিলজিৎ হানিয়ার জন্য 'লাভার' গেয়েছিলেন। 'সরদারজি ৩'-তে দু'জনের একসঙ্গে কাজের খবর ছিল। হানিয়াকে 'পাকিস্তানের আলিয়া ভাট'ও বলা হয়।
হানিয়ার জন্য খারাপ খবর
ফাওয়াদ খানের ছবির পর হানিয়ার জন্যও খারাপ খবর। কিছু দিন আগেই দিলজিৎ দোসাঞ্জের এক কনসার্টে দেখা গিয়েছিল হানিয়াকে। সঙ্গে ছিলেন ভারতীয় র্যাপার বাদশা। শোনা যায়, হানিয়ার সঙ্গে তিনি সম্পর্কে আছেন। যদিও এই নিয়ে আপাতত মুখ খোলেননি তাঁরা।
এই বিষয়ে মুখে কুলুপ হানিয়ার
কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর থেকেই উত্তপ্ত দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি। হানিয়াকে বদলি করা হতে পারে বলে খবর। তবে সেই বিষয়ে যদিও এখনও কোনও স্পষ্ট বার্তা বা নির্দেশিকা পাওয়া যায়নি। এখন দেখার আদেও ভারতে আসতে পারেন কীনা হানিয়া আমির।

