সুস্মিতা সেন থেকে অনীল কাপুর- ৯০ দশকের এই দশ তারকা পা রেখেছেন OTT প্ল্যাটফর্মে, রইল তালিকা

Published : Aug 28, 2023, 09:17 AM ISTUpdated : Aug 28, 2023, 09:19 AM IST

আজ রইল কয়েকজন ৯০ দশকের তারকাদের কথা। ৯০ দশকের এই সকল তারকা পা রেখেছেন OTT প্ল্যাটফর্মে। সঙ্গে দিয়েছেন একের পর এক হিট।

PREV
110

রবিনা টন্ডন

ওটিটি-তে পা রেখেছেন রবিনা টন্ডন। দীর্ঘদিন পর অভিনয় জগতে পা রাখেন রবিনা টন্ডন। ‘অরন্যক’ ওয়েব সিরিজ দিয়ে অভিনয় জগতে পা রেখেছেন রবিনা টন্ডন। থ্রিলার এই সিরিজ মুক্তি পেয়েছে নেট ফ্লিক্সে।

210

মাধুরী দীক্ষিত

দ্য ফ্রেম গ্রেম ছবি দিয়ে ওটিটি-তে ডেবিউ করেন মাধুরী দীক্ষিত। দীর্ঘদিন পর অভিনয় জগতে পা রাখেন মাধুরী দীক্ষিত। এক ভিন্ন ধরনের চরিত্রে দেখা যায় তাঁকে।

310

কাজল

দ্য ট্রায়াল ও দ্য গুড ওয়াইফ সিরিজে দেখা দিয়েছেন কাজল। দীর্ঘদিন পর অভিনয় জগতে পা রাখেন নায়িকা।

410

সুস্মিতা সেন

সদ্য মুক্তি পেয়েছে তালি। এর আগেও আরিয়া সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। বড় পর্দায় এক সময় দাপিয়ে অভিনয় করলেও দীর্ঘদিন ছিলেন অভিনয় থেকে দূরে। ফের তিনি কাজ শুরু করেন।

510

জুঁহি চাওলা

দীর্ঘদিন পর অভিনয় জগতে পা রাখেন জুঁহি চাওলা। ওটিটি-তে ডেবিউ করেন নায়িকা। কাজ করেছে হুস হুস- এ।

610

অনিল কাপুর

বর্তমানে ওটিটি-তে জমিয়ে কাজ করছেন অনিল কাপুর। তাঁর অভিনীত নাইট ম্যানেজার ব্যাপক হিট করেছেন। সদ্য মুক্তি পেয়েছে নাইট ম্যানেজার ২। এই সিরিজটিও সফল হয়েছে।

710

মনোজ বাজপেয়ী

বড় পর্দার সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মেও প্রচুর কাজ করে চলেছেন মনোজ বাজপেয়ী। বন্দা, ডায়াল ১০০-র মতো অসাধারণ ওয়েব সিরিজ উপহার দিয়েছেন দর্শকদের।

810

পঙ্কজ ত্রিপাঠি

বড় পর্দার সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মেও প্রচুর কাজ করে চলেছেন পঙ্কজ ত্রিপাঠি। মির্জাপুর থেকে ক্রাইম জাস্টিসের মতো সিরিজে কাজ করেছেন পঙ্কজ ত্রিপাঠি।

910

ববি দেওল

ববি দেওল অভিনীত আশ্রম ব্যাপক সফল হয়েছিল। এই সিরিজটি মুক্তি পেয়েছিল এমএক্স প্লেয়ার্সে। একেবারে অন্যরকম চরিত্রে দেখা যায় ববিকে।

1010

জুগল হংসরাজ

মহব্বতে ছবিতে জুগল হংসরাজের প্রেমে পড়েনি এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায়। তিনি বর্তমানে জমিয়ে কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মে।

click me!

Recommended Stories