লাল মিডি ড্রেসে সহ-অভিনেতাদের পাশে করিনা কাপুর খান, উচ্ছ্বসিত অনুরাগীরা

প্রায় আড়াই দশক ধরে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন করিনা কাপুর খান। নতুন প্রজন্মের অভিনেত্রীরাও তাঁকে প্রথমসারির অভিনেত্রীর জায়গা থেকে সরাতে পারেননি। তবে ২ সন্তানের জন্ম দেওয়ার পর থেকে একটু কম ছবিতে অভিনয় করছেন করিনা। তিনি এখন বাছাই করা ছবি করছেন।

Soumya Gangully | Published : Aug 27, 2023 1:44 PM IST
110
বলিউডের রেড হট ডিভা করিনা কাপুর খান, ফের রূপের দ্যুতি দেখালেন এই অভিনেত্রী

'জানে জান' ছবিতে বিজয় ভার্মা ও জয়দীপ আহলাওয়াতের সঙ্গে কাজ করেছেন করিনা কাপুর খান। এবার এই ২ সহ-অভিনেতার সঙ্গে ফটোশ্যুটে দেখা গেল করিনাকে। 

210
করিনা কাপুর খানের পোশাক ও গ্ল্যামারের ঝলক সবসময়ই অনুরাগীদের তাক লাগিয়ে দেয়

লাল রং করিনা কাপুর খানের অন্যতম প্রিয়। তাঁকে প্রায়ই লাল পোশাকে দেখা যায়।

310
স্বামী সইফ আলি খানের মতোই করিনা কাপুর খানও বলিউডের অন্যতম স্টাইলিশ হিসেবে পরিচিত

সইফ আলি খান ও করিনা কাপুর খানের পোশাক, গ্ল্যামার, ব্যক্তিত্ব সবসময় অনুরাগীদের উচ্ছ্বসিত করে তোলে।

410
'জানে জান' ছবির পরিচালক 'কাহানি'-খ্যাত সুজয় ঘোষ, ছবি মুক্তির অপেক্ষায় দর্শকরা

কিগো হিগাশিনোর উপন্যাস ‘ডেভোশন অফ সাসপেক্ট এক্স’ অবলম্বনে তৈরি হচ্ছে সুজয় ঘোষের ছবি 'জানে জান'। 

510
'জানে জান' ছবির মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন করিনা কাপুর খান

করিনা কাপুর খানকে এতদিন বড় পর্দায় দেখেছেন দর্শকরা। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে।

610
করিনা কাপুর খানের গ্ল্যামারে থাবা বসাতে পারেনি বয়স, যত দিন যাচ্ছে দ্যুতি বাড়ছে

রূপের ঝলকে বলিউডের যে কোনও নবাগতাকে টেক্কা দিতে পারেন করিনা কাপুর খান। যে কোনও পোশাকেই তিনি সাবলীল।

710
ক্রাইম থ্রিলার হিসেবে তৈরি হচ্ছে 'জানে জান', জানিয়েছেন পরিচালক সুজয় ঘোষ

‘ডেভোশন অফ সাসপেক্ট এক্স’ অবলম্বনে এর আগেও ছবি তৈরি হয়েছে। বলিউডে প্রথমবার এই উপন্যাস অবলম্বনে ছবি হচ্ছে।

810
২১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে করিনা কাপুর খানের ছবি 'জানে জান'

'জানে জান' ছবিতে কাজ করে খুশি করিনা কাপুর খান। তিনি জানিয়েছেন, এই ছবির সবকিছুই তাঁর ভালো লেগেছে। ছবির গল্প আকর্ষণীয়, পরিচালক ভালো, সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করেও আনন্দ পেয়েছেন।

910
ওটিটি প্ল্যাটফর্মে 'জানে জান' মুক্তির আগেই এই ছবির কিছু ঝলক প্রকাশ করা হয়েছে

'জানে জান' ছবিতে করিনা কাপুর খানকে কোন ভূমিকায় দেখা যাবে, তার আভাস পাওয়া গিয়েছে।

1010
২১ সেপ্টেম্বর করিনা কাপুর খানের জন্মদিন, সেদিনই ওটিটি প্ল্যাটফর্মে তাঁর প্রথম ছবি মুক্তি পাচ্ছে

করিনা কাপুর খানের কাছে এবারের জন্মদিন একটু আলাদা। নতুন ছবিটি দর্শকদের কেমন লাগে, সেটা নিয়ে তাঁর উত্তেজনা থাকবে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos