প্রায় আড়াই দশক ধরে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন করিনা কাপুর খান। নতুন প্রজন্মের অভিনেত্রীরাও তাঁকে প্রথমসারির অভিনেত্রীর জায়গা থেকে সরাতে পারেননি। তবে ২ সন্তানের জন্ম দেওয়ার পর থেকে একটু কম ছবিতে অভিনয় করছেন করিনা। তিনি এখন বাছাই করা ছবি করছেন।
রূপের ঝলকে বলিউডের যে কোনও নবাগতাকে টেক্কা দিতে পারেন করিনা কাপুর খান। যে কোনও পোশাকেই তিনি সাবলীল।
710
ক্রাইম থ্রিলার হিসেবে তৈরি হচ্ছে 'জানে জান', জানিয়েছেন পরিচালক সুজয় ঘোষ
‘ডেভোশন অফ সাসপেক্ট এক্স’ অবলম্বনে এর আগেও ছবি তৈরি হয়েছে। বলিউডে প্রথমবার এই উপন্যাস অবলম্বনে ছবি হচ্ছে।
810
২১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে করিনা কাপুর খানের ছবি 'জানে জান'
'জানে জান' ছবিতে কাজ করে খুশি করিনা কাপুর খান। তিনি জানিয়েছেন, এই ছবির সবকিছুই তাঁর ভালো লেগেছে। ছবির গল্প আকর্ষণীয়, পরিচালক ভালো, সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করেও আনন্দ পেয়েছেন।
910
ওটিটি প্ল্যাটফর্মে 'জানে জান' মুক্তির আগেই এই ছবির কিছু ঝলক প্রকাশ করা হয়েছে
'জানে জান' ছবিতে করিনা কাপুর খানকে কোন ভূমিকায় দেখা যাবে, তার আভাস পাওয়া গিয়েছে।
1010
২১ সেপ্টেম্বর করিনা কাপুর খানের জন্মদিন, সেদিনই ওটিটি প্ল্যাটফর্মে তাঁর প্রথম ছবি মুক্তি পাচ্ছে
করিনা কাপুর খানের কাছে এবারের জন্মদিন একটু আলাদা। নতুন ছবিটি দর্শকদের কেমন লাগে, সেটা নিয়ে তাঁর উত্তেজনা থাকবে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।