Viral Video: স্টেজ থেকে নামতেই অরিজিৎ-কে জড়িয়ে ধরে চুমু, ভক্তের কান্ড দেখে অবাক সকলে

Published : Nov 01, 2023, 07:32 PM IST
arijit singh

সংক্ষিপ্ত

অরিজিৎ-র এক ভক্তের কান্ড দেখে অবাক হলেন সকল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও।

গানের দুনিয়ায় বর্তমানে উজ্জ্বল নক্ষত্রের তালিকার শীর্ষদিকে স্থান পান অরিজিৎ সিং। তাঁর গলার যাদুতে মুগ্ধ হন সকলেই। তাঁদের ভক্তের সংখ্যা বলা এক কথায় কঠিন কাজ। ভক্তরা তাঁকে একবার দেখার জন্য থাকেন পাগল। এবার অরিজিৎ-র এক ভক্তের কান্ড দেখে অবাক হলেন সকল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও।

সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, গান শেষে স্টেজ থেকে নেমে ব্যাক স্টেজের দিকে যাচ্ছেন অরিজিৎ সিং-কে। তাঁর সামনে ও পিছনে রয়েছে বডি গার্ড। আর এই সকলের মাঝেই ব্যারিকেটের ওপর থেকে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে অরিজিৎ সিং-কে জড়িয়ে ধরে চুমু খেলেন এক ব্যক্তি। সেই ভক্তের মুখ সেভাবে দেখা না গেলও দেখে মনে হচ্ছে তাঁর হয় ৪০ থেকে ৪৫-র মধ্যে হবে। সে অরিজিৎ সিং-র জন্য যে পাগল তা বলার অপেক্ষা রাখে না। তবে, এভাবে গায়কে জড়িয়ে ধরে কেউ যে চুমু খেতে পারে, তা আগে থেকে বোঝা বেশ কঠিন ছিল সকলের জন্য। আর এই ব্যক্তির এমন কান্ড দেখে অবাক হয়েছেন সকলে। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

 

 

এদিকে কদিন আগে বিদেশিনীর গলায় অরিজিৎ সিং-র গান শুনে হতবাক হয়েছেন সকলে। নেট দুনিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে এক বিদেশিনীকে দেখা যায় ‘কেশরিয়া’ গান গাইতে। এত সুন্দর ভাবে গানটি গেয়েছেন যা দেখে মুগ্ধ হয়েছেন সকল দর্শক। মহিলার নাম ইভোনা। লন্ডনে থাকেন তিনি। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ৮৭ হাজার ফলোয়ার তাঁর। তাঁর গলায় এই গান ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

 

আরও পড়ুন

Viral Video: বিদেশিনীর গলায় অরিজিৎ সিং-র সুর, মুহূর্তে ভাইরাল হল ‘কেশরিয়া’ গানের ভিডিও

'পর্নস্টার লাগছে' হ্যালোইনের ছবি পোস্ট করে শুনতে হল কটাক্ষ, বিতর্কে ঋতাভরী

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক