পর্দায় দেখা যাবে সিধু মুসেওয়ালার কাহিনি, পঞ্জাবি সঙ্গীতশিল্পীর জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবি

Published : Nov 01, 2023, 07:51 PM IST
Goldy Brar Sidhu Moosewala

সংক্ষিপ্ত

গত বছর ২৯ মে দুষ্কৃতীদের গুলিতে প্রয়াত হন সিধু মুসেওয়ালা। তাঁর খুনে অভিযুক্ত গোল্ডি ব্রার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগীরা। জেলে বসেই সিধু মুসেওয়ালার খুনের ছক করে সে।

বয়স হয়েছিল মাত্র ২৯। তার মধ্যেই খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন সিধু মুসেওয়ালা। দেশ তথা বিদেশ- সর্বত্র ছিল তাঁর নামের জয় জয় কার। তাঁর সব কয়টি গানে যেন ছিল আলাদা এনার্জি। কিন্তু, সেই সুখ বেশিদিন সইল না। গত বছর ২৯ মে দুষ্কৃতীদের গুলিতে প্রয়াত হন সিধু মুসেওয়ালা। তাঁর খুনে অভিযুক্ত গোল্ডি ব্রার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগীরা। জেলে বসেই সিধু মুসেওয়ালার খুনের ছক করে সে। আর তাঁর ছকেই প্রাণ হারাতে হল সিধু মুসেওয়ালার মতো গায়ককে।

সিধু মুসেওয়ালার খুন সিনেমার গল্পকেও হার মানায়। জেলে বসে গায়ককে খুনের পরিকল্পনা করে এই দুষ্কৃতী। তেমনই খুনের দিন সকালে ছক করে সিধু মুসেওয়ালাকে তাঁর বডি গার্ডদের ছাড়া বাড়ি থেকে বের হতে বাধ্য করে। বারে বারে খবরের উঠে এসেছে সেই কাহিনি। আর এবার তা দেখা যাবে ছবির পর্দায়।

জানা গিয়েছে, সিধু মুসেওয়ালার জীবনের ওপর ভিত্তি করে বই লিখেছেন পাঞ্জাবি লেখক জুপিন্দরজিৎ সিংহ। আর সেই বই অবলম্বনেই তৈরি হচ্ছে ছবি। এবার রূপোলি পর্দায় তুলে ধরা হবে সিধু মুসেওয়ালার জীবন। সিধু মুসেওয়ালার মৃত্যুর এক বছর পর চলতি জুনে প্রকাশিত হয় এই বই। যার ভিত্তিতে সিনেমা তৈরির কথা ভাবছে প্রযোজনা সংস্থা ম্যাচবক্স শর্টস। আবার অনেকে বলছেন তৈরি হতে পারে সিরিজও। এর আগে প্রযোজনা সংস্থা ম্যাচবক্স শর্টস অন্ধাধুন ও স্কুপি-র মতো ছবি ও সিরিজ তৈরি করেছেন। এবার সিধু মুসেওয়ালাকে নিয়ে ছবি বানাবেন তারা। শ্রীরাম রাঘবন বা হংসল মেহতার মতো পরিচালককের সঙ্গে কাজ করতে পারে এই সংস্থা। এমনই কানাঘুষো সর্বত্র। এখন শুধু সময়ের অপেক্ষা। দেখার কবে সিধু মুসেওয়ালার কাহিনি উঠে আসে ছবির পর্দায়।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

 

আরও পড়ুন

Viral Video: স্টেজ থেকে নামতেই অরিজিৎ-কে জড়িয়ে ধরে চুমু, ভক্তের কান্ড দেখে অবাক সকলে

'পর্নস্টার লাগছে' হ্যালোইনের ছবি পোস্ট করে শুনতে হল কটাক্ষ, বিতর্কে ঋতাভরী

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?