বয়সে দ্বিগুন ফিটনেস ট্রেনারের সঙ্গে বাগদান সারলেন ইরা, প্রাক্তন স্ত্রী-দের নিয়ে অনুষ্ঠানে হাজির আমির
বাবার মতোই শিরোনামে থাকতে পছন্দ করেন ইরা খান।বয়সে দ্বিগুন বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গেই চুঁটিয়ে প্রেম করছেন আমির কন্যা ইরা খান। এবাার দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সারলেন ইরা খান ও নূপুর। এদিন প্রাক্তন স্ত্রীদের নিয়ে নজর কাড়লেন আমির খান।
Web Desk - ANB | Published : Nov 19, 2022 12:04 PM / Updated: Nov 19 2022, 12:38 PM IST
বলিউডের তিন খানের মধ্যে সবদিক থেকেই একটু হটকে মি. পারফেকশনিস্ট আমির খান। ব্যক্তিগত জীবন থেকে পেশাদার জীবন সবেতেই টুইস্ট রাখতে পছন্দ করেন আমির খান। তবে আমিরের থেকে পুরোপুরি বিপরীত স্বভাবের তার মেয়ে ইরা খান ।
বয়সে দ্বিগুন বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গেই প্রেমে মজেছেন আমির কন্যা ইরা খান। একথা সকলেরই জানা। জিম প্রশিক্ষক নূপূর শিখরের সঙ্গে হামেশাই কাপল গোলস দেন ইরা। ঘনিষ্ঠ অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে রাতারাতি লাইমলাইটে থাকেন আমির কন্যা ইরা।
ফিল্মি কায়দায় হামেশাই প্রেম জাহির করেন ইরা ও নূপুর। এবার দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সারলেন ইরা খান ও নূপুর শিখর। যদিও এর আগেই একে অপরকে আংটি পরিয়েছিলেন তবে এবার ঘটা করে এনগেজমেন্ট সারলেন ইরা খান।
গত শুক্রবার মুম্বইতে ইরা ও নূপুরের এনগেজমেন্টের আসর বসেছিল। মেয়ের বাগদানের দিন পুরো খান পরিবারকে একসঙ্গে এক ছাদের নিচে দেখা গেছে। আমির খানকে তার দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও-এর সঙ্গে দেখা গেছে।
হবু জামাইয়ের সঙ্গে ক্যামেরায় পোজও দিয়েছেন রিনা দত্ত ও কিরণ রাও। মা রিনা দত্তর সঙ্গে একাধিক ছবিত নজর কেড়েছেন আমিরের প্রথম সন্তান ইরা খান। বাগদানে পুরোনো স্ত্রীদের নিয়ে হাসিমুখেই নজর কেড়েছেন বলিউডের মি.পারফেকশনিস্ট।
নীল রঙের শাড়ি পরে মেয়ের বাগদানে নজর কেড়েছেন কিরণ রাও। আমির খানের মা জিনাত হুসেনও হাজির হয়েছিলেন নাতনির বাগদানের অনুষ্ঠানে। মেয়ের বাগদানের সমস্ত কিছু দেখভাল করেন স্বয়ং আমির নিজেই।
ধুতি-পাঞ্জাবি পরে মেয়ের অনুষ্ঠানে দেখা গেছে আমির খানকে। এদিন লাল টকটকে কাঁধ খোলা গাউন পরে হাজির হয়েছিলেন আমির কন্যা ইরা খান। এবং সাদা ও কালো ট্যাক্সিডোতে সেজেছিলেন নূপুর শিখর। সকলের আশীর্বাদ নিয়ে জীবনের নয়া অধ্যায় শুরু করলেন ইরা খান।
কে এই নূপুর শিখার। বলিউডের নামকরা ফিটনেস ট্রেনারদের মধ্যে তিনি অন্যতম। মুম্বইয়ের ফিটনেজম ফিটনেস এক্সপার্ট-এর মালিক তিনি। এছাড়া সুস্মিতা সেনের ব্যক্তিগত ট্রেনারও ছিলেন নূপুর। আমির খানেরও বর্তমান ট্রেনার।
২৩ বছরের ইরার সঙ্গে আমিরের ট্রেনার নূপুর শিখরের প্রেম নিয়ে রীতিমতো হৈ চৈ বি-টাউনে। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খান অন্যান্য স্টারকিডদের মতো অভিনয়ে আসতে চান না। ভবিষ্যতে ছবি পরিচালনা করতে অনেক বেশি আগ্রহী তিনি। বর্তমানে বলি ইন্ডাস্ট্রিতে জমি শক্ত করার চেষ্টা চালাচ্ছেন আমির কন্যা। পরিচালনাতেও একটু একটু করে হাত পাকাচ্ছেন। ইতিমধ্যেই একটি থিয়েটারও পরিচালনা করেছেন ইরা খান।