Published : Mar 07, 2023, 10:43 AM ISTUpdated : Mar 07, 2023, 10:59 AM IST
সারা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে হোলি উৎসব। দোলের এই রঙে মানুষ এতটাই রঙিন হয়ে ওঠে, যে চেনা মানুষকেও চিনতে কষ্ট হয়ে যায়। তেমনই চেনা যাচ্ছে না কার্তিক আরিয়ানকে। আমেরিকায় হোলি সেলিব্রেশনে মত্ত কার্তিক আরিয়ান।
ডলাস হোলি উৎসবে কার্তিকের উপস্থিতি যেন সকলের মধ্য়ে উন্মাদনা বাড়িয়ে তুলেছে। অনুরাগীদের হাত থেকে রং মেখে নিয়েছেন কার্তিক আরিয়ান।
47
রঙের উৎসবে মার্কিন মুলুকে এই প্রথমবার উপস্থিত হলেন কার্তিক আরিয়ান। অভিনেতাকে দেখতে উপচে পড়েছিল ভিড়। অভিনেতাকে কাছ থেকে এক ঝলক দেখতেই মরিয়া ছিলেন অনুরাগীরা।
57
ডলাস হোলি উৎসবে অনুরাগীদের থেকে ভালবাসা পেয়ে মুগ্ধ কার্তিক আরিয়ান। বিদেশের মাটিতে এই অভিজ্ঞতা তার প্রথম। হোলি উৎসবের ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
67
ব্লু ডেনিম ও সাদা শার্ট পরে হোলি সেলিব্রেশনে মজেছেন কার্তিক আরিয়ান। ভুল ভুলাইয়া ২ ছবির হরে রাম হরে রাম গানে নাচতে দেখা গেছে কার্তিককে।
77
ডলাস হোলি উৎসবের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কার্তিক লিখেছেন, বিদেশের মাটিতে সকলের ভালবাসা পেলে পরিবার ও বন্ধুদের সঙ্গে হোলির পাগলামি মিস করবেন এবং মায়ের হাতের গুজিয়া ভীষণভাবে মিস করবেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।