Holi 2023: বিদেশের মাটিতে হোলি সেলিব্রেশন, অনুরাগীদের হাত থেকে রং মাখলেন কার্তিক আরিয়ান

 সারা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে হোলি উৎসব। দোলের এই রঙে মানুষ এতটাই রঙিন হয়ে ওঠে, যে চেনা মানুষকেও চিনতে কষ্ট হয়ে যায়। তেমনই চেনা যাচ্ছে না কার্তিক আরিয়ানকে। আমেরিকায় হোলি সেলিব্রেশনে মত্ত কার্তিক আরিয়ান।

 

Web Desk - ANB | Published : Mar 7, 2023 5:13 AM IST / Updated: Mar 07 2023, 10:59 AM IST
17

আকাশে-বাতাসে যেন রঙের মেলা বসেছে।  বাঙালির দোল আর অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। বলিউডের একাধিক তারকারাও হোলির উৎসবে মেতে ওঠেন । তেমনই হোলি উৎসবে মেতেছেন কার্তিক আরিয়ান।

27


আমেরিকায় ডলাস হোলি উৎসবে হাজির হয়েছেন কার্তিক আরিয়ান। প্রবাসী ভারতীয়দের সঙ্গে রঙের উৎসবে মেতেছেন বলিউড অভিনেতা।

37

ডলাস হোলি উৎসবে কার্তিকের উপস্থিতি যেন সকলের মধ্য়ে উন্মাদনা বাড়িয়ে তুলেছে। অনুরাগীদের হাত থেকে রং মেখে নিয়েছেন  কার্তিক আরিয়ান।

47

রঙের উৎসবে মার্কিন মুলুকে এই প্রথমবার উপস্থিত হলেন কার্তিক আরিয়ান। অভিনেতাকে দেখতে উপচে পড়েছিল ভিড়।  অভিনেতাকে কাছ থেকে এক ঝলক দেখতেই মরিয়া ছিলেন অনুরাগীরা।
 

57

ডলাস হোলি উৎসবে অনুরাগীদের থেকে ভালবাসা পেয়ে মুগ্ধ কার্তিক আরিয়ান। বিদেশের মাটিতে এই অভিজ্ঞতা তার প্রথম। হোলি উৎসবের ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। 

67


ব্লু ডেনিম ও সাদা শার্ট পরে  হোলি সেলিব্রেশনে মজেছেন কার্তিক আরিয়ান। ভুল ভুলাইয়া ২ ছবির হরে রাম হরে রাম গানে নাচতে দেখা গেছে কার্তিককে।
 

77

ডলাস হোলি উৎসবের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কার্তিক লিখেছেন, বিদেশের মাটিতে সকলের ভালবাসা পেলে পরিবার ও বন্ধুদের সঙ্গে হোলির পাগলামি মিস করবেন এবং মায়ের হাতের গুজিয়া ভীষণভাবে মিস করবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos