কঠিন সময় পাশে ছিল না কেউ, সহকর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন রাহুল রায়

মণীষা কৈলারা, রবিনা টন্ডন থেকে করিশ্মা কাপুর- কেউ পাশে ছিলেন না। এমনকী, তাঁর পরিবরের কোনও সদস্যও সাহায্য করেনি।

এক সাক্ষাৎকারে রাহুল বলেন, মহেশ ভাট, পূজা ভাট-সহ একাধিক সহকর্মীরা কেই তাঁর খোঁজ নেননি। মণীষা কৈলারা, রবিনা টন্ডন থেকে করিশ্মা কাপুর- কেউ পাশে ছিলেন না। এমনকী, তাঁর পরিবরের কোনও সদস্যও সাহায্য করেনি, তাঁর খারাপ সময় কেউ পাশে ছিল না। শুধু ছিলেন ভাইজান।

কদিন ধরে খবরে রাহুল রায়ের এক সাক্ষাৎকার। যেখানে নিজের কঠিন সময়ের কথা বলেন রাহুল রায়। এক সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন নায়ক। সে অসুস্থতার সময় কঠিন দিনের কথা স্মৃতি চারণা করে বারে বারে খবরে আসছেন রাহুল রায়।

Latest Videos

জানা গিয়েছে, এলএসি লাইভ দ্য ব্যাটেল ইন কার্গিলে শ্যুট করার সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রাহুল রায়। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে মস্তিষ্ক ও হার্টের এনজিওগ্রাফি করান। পরে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। সেখানে আইসিইউতে ভর্তি ছিলেন অভিনেতা। দেড় মাস থাকতে হয়েছিল তাঁকে। এই কঠিন দিনে কাউকে পাশে পাননি। অর্থের অভাবে দেখা দিয়েছিল কঠিন সময়।

রাহুলের এক বোন জানান, সে সময় অর্থের অভাব হয়েছিল। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন। হছাৎ করে সলমন খানের থেকে সাহায্য পান। এমন কথা জানালেন রাহুল রায় নিজেও। এক সাক্ষাৎকারে রাহুলের বোন জানান, রাহুল যখন অসুস্থ ছিলেন সেই সময় একদিন হঠাৎ সলমন খানের ফোন আসে। জানতে চান, কোনও সাহায্য লাগবে কি না। এরপর পুরো বিল মিটিয়ে দেন সলমন। সে সময় ২ লক্ষ ৩০ হাজার টাকা মতো বিল বাকি ছিল।যা ভাইজান দিয়েছিলেন।

রাহুলের বোন বলেন, সলমন খানের সব থেকে বড় গুণ হল এই নিয়ে এতদিনে একবারও মিডিয়ার কাছে বলে বেড়াননি সলমন। তিনি এতটাই ভালো মানুষ। রাহুল রায় বলেন, ‘আমি বলব সলমন খান পরোপকারী। আমার জন্য মহান মানুষ।’

তবে, শুধু রাহুল নয়। বহু তারকাকে সাহায্য করেছেন ভাইজান। অমেকে যেমন তার দৌলতে বলিউডে কাজ পেয়েছেন তেমনই আর্থিক সাহায্য করেছেন অনেককে। সে যাই হোক, আপাতত কেটে গিয়েছে রাহুলের জীবনের জটিল পরিস্থিতি। এখন তিনি পুরোপুরি সুস্থ। এক সময়ের এই হিট নায়ককে আপাতত সেভাবে দেখা যায়নি ছবির পর্দায়।সদ্য ভাইরাল হয়েছে তাঁর সাক্ষাৎকার। যেখান জানা গিয়েছে তাঁর জীবনের লড়াই।

 

আরও পড়ুন

Parineeti-Raghav: প্রকাশ্যে রিসেপশনের ভেনু, দেখে নিন কোথায় হবে রাঘব ও পরিণীতির রিসেপশন পার্টি

Shehnaaz Gill : লাল টুকটুকে ল্যাহেঙ্গায় নববধূ বেশে শেহনাজ, অভিনেত্রীকে দেখে মুগ্ধ অনুরাগীরা

ফ্রান্সে মোদী-ম্যাক্রোঁর সঙ্গে এক ফ্রেমে সুপারস্টার মাধবন, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Share this article
click me!

Latest Videos

'এদের পুরো টাকাই ফেরত দিতে হবে', প্রমোটার ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন Suvendu Adhikari
সতর্ক থাকুন, আজ এই ৪ রাশির দিনটা ভালো কাটবে না! দেখুন আজকের রাশিফল | Rashifal Today | Horoscope
রাতের অন্ধকারে পুলিশের চরম তাণ্ডব! রক্ষকই মহিলার সঙ্গে এইরকম করবে ভাবেনি কেউ | North 24 Parganas
'শুধু সঞ্জয় কেন, সন্দীপ ও বিনীতকে দোষী সাব্যস্ত করলে খুশি হতাম' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral