কঠিন সময় পাশে ছিল না কেউ, সহকর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন রাহুল রায়

Published : Jul 17, 2023, 07:58 AM IST
rahul roy

সংক্ষিপ্ত

মণীষা কৈলারা, রবিনা টন্ডন থেকে করিশ্মা কাপুর- কেউ পাশে ছিলেন না। এমনকী, তাঁর পরিবরের কোনও সদস্যও সাহায্য করেনি।

এক সাক্ষাৎকারে রাহুল বলেন, মহেশ ভাট, পূজা ভাট-সহ একাধিক সহকর্মীরা কেই তাঁর খোঁজ নেননি। মণীষা কৈলারা, রবিনা টন্ডন থেকে করিশ্মা কাপুর- কেউ পাশে ছিলেন না। এমনকী, তাঁর পরিবরের কোনও সদস্যও সাহায্য করেনি, তাঁর খারাপ সময় কেউ পাশে ছিল না। শুধু ছিলেন ভাইজান।

কদিন ধরে খবরে রাহুল রায়ের এক সাক্ষাৎকার। যেখানে নিজের কঠিন সময়ের কথা বলেন রাহুল রায়। এক সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন নায়ক। সে অসুস্থতার সময় কঠিন দিনের কথা স্মৃতি চারণা করে বারে বারে খবরে আসছেন রাহুল রায়।

জানা গিয়েছে, এলএসি লাইভ দ্য ব্যাটেল ইন কার্গিলে শ্যুট করার সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রাহুল রায়। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে মস্তিষ্ক ও হার্টের এনজিওগ্রাফি করান। পরে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। সেখানে আইসিইউতে ভর্তি ছিলেন অভিনেতা। দেড় মাস থাকতে হয়েছিল তাঁকে। এই কঠিন দিনে কাউকে পাশে পাননি। অর্থের অভাবে দেখা দিয়েছিল কঠিন সময়।

রাহুলের এক বোন জানান, সে সময় অর্থের অভাব হয়েছিল। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন। হছাৎ করে সলমন খানের থেকে সাহায্য পান। এমন কথা জানালেন রাহুল রায় নিজেও। এক সাক্ষাৎকারে রাহুলের বোন জানান, রাহুল যখন অসুস্থ ছিলেন সেই সময় একদিন হঠাৎ সলমন খানের ফোন আসে। জানতে চান, কোনও সাহায্য লাগবে কি না। এরপর পুরো বিল মিটিয়ে দেন সলমন। সে সময় ২ লক্ষ ৩০ হাজার টাকা মতো বিল বাকি ছিল।যা ভাইজান দিয়েছিলেন।

রাহুলের বোন বলেন, সলমন খানের সব থেকে বড় গুণ হল এই নিয়ে এতদিনে একবারও মিডিয়ার কাছে বলে বেড়াননি সলমন। তিনি এতটাই ভালো মানুষ। রাহুল রায় বলেন, ‘আমি বলব সলমন খান পরোপকারী। আমার জন্য মহান মানুষ।’

তবে, শুধু রাহুল নয়। বহু তারকাকে সাহায্য করেছেন ভাইজান। অমেকে যেমন তার দৌলতে বলিউডে কাজ পেয়েছেন তেমনই আর্থিক সাহায্য করেছেন অনেককে। সে যাই হোক, আপাতত কেটে গিয়েছে রাহুলের জীবনের জটিল পরিস্থিতি। এখন তিনি পুরোপুরি সুস্থ। এক সময়ের এই হিট নায়ককে আপাতত সেভাবে দেখা যায়নি ছবির পর্দায়।সদ্য ভাইরাল হয়েছে তাঁর সাক্ষাৎকার। যেখান জানা গিয়েছে তাঁর জীবনের লড়াই।

 

আরও পড়ুন

Parineeti-Raghav: প্রকাশ্যে রিসেপশনের ভেনু, দেখে নিন কোথায় হবে রাঘব ও পরিণীতির রিসেপশন পার্টি

Shehnaaz Gill : লাল টুকটুকে ল্যাহেঙ্গায় নববধূ বেশে শেহনাজ, অভিনেত্রীকে দেখে মুগ্ধ অনুরাগীরা

ফ্রান্সে মোদী-ম্যাক্রোঁর সঙ্গে এক ফ্রেমে সুপারস্টার মাধবন, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

PREV
click me!

Recommended Stories

বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?
কেন মাত্র ১৯ বছর বয়সে প্রকাশ কৌরকে বিয়ে করেন ধর্মেন্দ্র, প্রকাশ্যে এল অজানা তথ্য