হিন্দি চলচ্চিত্র জগতে তাঁকেই প্রথম ‘সুপারস্টার’ হিসেবে বিবেচিত করেছিলেন ছবির প্রযোজকরা। তবে, শুধু হিন্দি নয়, তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় চলচ্চিত্র মঞ্চেও সদর্পে দক্ষতা প্রমাণ করেছিলেন বনি কাপুরের স্ত্রী।
27
সেই শ্রীদেবী-র জন্মদিনে আবেগঘন পোস্ট দিলেন তাঁর দুই মেয়ে জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর।
37
ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে একসাথে থেকে থেকে বড় হয়েছেন দুই তন্বী।
47
তাঁদের বেড়ে ওঠার মধ্যে সুপারস্টার অভিনেত্রীর প্রভাব ছিল স্পষ্ট।
57
২০১৮ সালে তাঁর আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই স্তব্ধ হয়ে যায় সিনেমা জগত। স্বামী বনি কাপুর এবং দুই কন্যার মনেও চিরতরে গেঁথে যায় তাঁকে হারানোর ক্ষত।
67
সেই দুঃখ ভুলতে এখন একযোগে মা-কে স্মরণ করেন দুই বোন। জাহ্নবী এবং খুশি কাপুর।
77
'হ্যাপি বার্থডে মাম্মা', ১৩ অগাস্ট মায়ের জন্মদিনে ছোটবেলার ছবি শেয়ার করে ইন্সটাগ্রামে পোস্ট দিলেন অভিনেত্রী খুশি কাপুর। সেই ছবিতে অভিনেত্রী জাহ্নবী কাপুরের ছোটবেলার মুখও দেখা যাচ্ছে।