Sara Ali Khan: এই ছয় নায়কের সঙ্গে নাম জড়িয়েছিল সারা আলি খানের, জন্মদিনের রইল নায়িকার প্রেমের খবর
২৮-এ পা দিলেন সারা আলি খান। সইফ আলি খান ও অমৃতা রাও কন্যা অল্প বয়সেই নাম করছেন বলিউডে। আজ নায়িকার জন্মদিনে রইল নায়িকার প্রেমের খবর। এই ছয় নায়কের সঙ্গে নাম জড়িয়েছিল সারা আলি খানের।
Sayanita Chakraborty | Published : Aug 12, 2023 10:43 AM IST / Updated: Aug 12 2023, 04:17 PM IST
সুশান্ত সিং রাজপুত
অনেকেই বলেন কেদার নাথ শ্যুটিং-র সময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে জড়ান সারা আলি খান। সে সময় বেশ গাঢ় হয়েছিল সুশান্ত সিং রাজপুত ও সারার প্রেম।
কার্তিক আরিয়ান
মজার ছলে অনেকবারই সারা বলেছিলেন তিনি কার্তিক আরিয়ানকে ডেট করতে চান। অনেকেই বলেন কার্তিক আরিয়ান ও সারার মধ্যে সম্পর্ক ছিল। তবে, তা কতটা সত্য তা এখনও জানা যায়নি।
ইশান খট্টর
শাহিদ কাপুরের ভাই ইশান খট্টরের সঙ্গে সারা আলি খানের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডে। তবে, সে সম্পর্ক বেশিদিন টেঁকেনি। জনসমক্ষে প্রেমের কথা স্বীকার না করলেও অনেকে বলেন, তারা সম্পর্কে ছিলেন।
বিজয় দেবকোন্ডা
দক্ষিণী স্টার বিজয় দেবকোন্ডার মহিলা ভক্তের অভাব নেই। তাঁর প্রেমে পড়েছেন বহু তারকা। শোনা যায়, সারা আলি খানের সঙ্গে নাকি সম্পর্ক ছিল বিজয় দেবকোন্ডা। তবে এই খবরে এখনও শিলমোহর পড়েনি।
হর্ষবর্ধন কাপুর
অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল বক্স অফিসে। কিন্তু, হর্ষবর্ধনের সঙ্গে সারা সম্পর্কের অমৃতার পছন্দ ছিল না। সে কারণে বিচ্ছেদ হয় তাদের।
শুভম গিল
ক্রিকেট তারকা শুভম গিলের সঙ্গেও নাম জড়িয়েছিল সারা আলি খানের। তারা নাকি দীর্ঘদিন ডেট করছিলেন বলে শোনা যায়। তবে, সম্পর্ক কতটা গাঢ় হল তা কেউই জানতে পারেনি।
এদিকে কদিন আগে এক সাক্ষাৎকারের কারণে খবরে আসেন সারা। বলেছিলেন, তাঁর কাছে কোনও ডিজাইনার পোশাক নেই। তিনি বলেন, বিমানবন্দরে যেতে হবে কিংবা অন্য কোথাও আমি স্নান করে খোলা চুলেই বের হয়ে পড়ি। মেকআপো করি না যদি না প্রযোজন হয়। এ প্রজন্মের তারকা হিসেবে আমি আমার শিল্পীসত্ত্বা নিয়ে গর্বিত।
আরও বলেন, আমার আলমারিতে একটাও ডিজাইনার পোশাক নেই. এমন পোশাক নিজের সততা ঢেকে রাখার চেষ্টা করেন না বলে জানান সারা। এই কারণে নাকি শুরুর দিতে তাঁকে নিয়ে নানান কথা বলতেন লোকজন। তবে, এখন তিনি যেমন, সেভাবে সকলে তাঁকে দেখে।
সে সময় তিনি আরও বলেন, তাঁর এই জীবনযাপনের সঙ্গে লোকজন নিজেদের সঙ্গে তাঁর অনেক মিল পায়। এতে সে খুশি। সাক্ষাৎকার মুহূর্তে ভাইরাল হয়েছে। সারা আলি খানের মতো নবাব কন্যার আলমারিতে কোনও ডিজাইনার পোশাক নেই- এমনটা হতে পারে না বলে অনেকে মনে করেছে।
কেউ তাঁকে ঝুটি বলেছেন। কেউ বলেছে, তিনি জোর করে নিজেকে সাধারণ বোঝাতে চাইছেন। আবার কেউ বলেন, সইফের পরিবারের ১৫০ মিলিয়ন সম্পত্তি। আর তার কোন ডিজাইনার পোশাক নেই?