নুডুল স্ট্রাপ ব্লাউজ আর সবুজ শাড়িতে স্পষ্ট তাঁর লাস্যময়ী চেহারা, নেটদুনিয়ায় আগুন ধরালেন 'বঙ্গতনয়া' মৌনি

প্রায়শই হট ফোটোশ্যুট করে ভক্তদের চমক দেন এই বঙ্গ তনয়া। এবার হল না তার অন্যথা। সদ্য নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বেশ কিছু ছবি।

আকর্ষণীয় চেহারার দরুন বারে বারে খবরে আসেন মৌনি। তাঁর সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে একাধিক হট ছবি। কোনও ছবিতে স্পষ্ট তাঁর লাস্যময়ী চেহারা, কোনও ছবিতে স্পষ্ট শরীরি বিভাজন তো কোনও ছবিতে নজর কাড়ে তাঁর আকর্ষণীয় চাহনি। প্রায়শই হট ফোটোশ্যুট করে ভক্তদের চমক দেন এই বঙ্গ তনয়া। এবার হল না তার অন্যথা। সদ্য নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বেশ কিছু ছবি।

এবার ধরা দিয়েছেন শাড়িতে। সবুজ রঙের শাড়িতে মৌনিকে দেখে ঘুম উড়েছে নেটিজেনদের। সদ্য স্লিভসেল ব্লাউজ আর সিফন শাড়িতে দেখা গিয়েছে নায়িকাকে। ছবিতে স্পষ্ট তাঁর লাস্যময়ী চেহারা। আর নতুন ফোটোশ্যুটের সকল ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এভাবে নেটমাধ্যমে উষ্ণতা ছড়ালেন মৌনি রায়

Latest Videos

সবুজ রঙের সিকোয়েন্সের কাজ করা শাড়িতে দেখা গিয়েছে মৌনিকে। এর সঙ্গে পরেছিলেন নুডুন স্ট্রাপের ব্লাউজ। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে তার শরীরের বিভাজন। ফুটে উঠেছে লাস্যময়ী চেহারা। সিফন শাড়িতে স্পষ্ট তাঁর হট লুক। এরই সঙ্গে হালকা মেকআপে দেখা গিয়েছে মৌনিকে। ঠোঁটে ছিল মানানসই লিপস্টিক। পায়ে ছিল হাইহিল। এই সাজে সদ্য ফোটোশ্যুট করান মৌনি। আর তা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

 

 

এই ছবি পোস্ট কার মাত্রই তা ভাইরাল হয়েছে। শুরু হয়েছে কমেন্টের বন্যা। কেউ জানিয়েছেন ভালোবাসা, তেমনই কেউ তাঁকে বলেছেন হট। তেমনই কেউ এই ছবিতে কমেন্ট করে প্রশ্ন করেছেন কবে তার নতুন ছবি আসবে। তেমনই তাঁর অনেক ভক্ত দিয়েছেন সবুজ হার্টের ইমোজি। আবার অনেকে বলেছেন, শাড়ি গার্ল। আবার এক ভক্ত তাঁকে শাড়ির বদলে ওয়েস্টার্ন পোশাক পরার পরামর্শ দিয়েছেন। তেমনই কোনও কোনও ভক্ত লিখেছেন, ‘হৃদয় থেকে সম্মান জানাচ্ছি’। এভাবে ফোটোশ্যুট করে খবরে এলেন মৌনি

কদিন আগে অস্কারের মঞ্চ কাঁপিয়েছিলেন মৌনি রায়। সেখানে হাজির হয়েছিলেন তিনি। অস্কারে রেড কার্পেটে রোজই নিত্য নতুন স্টাইলিশ পোশাকে দেখা গিয়েছিল তাঁকে। সে সময় সমস্ত বিশ্ববাসীর নজর কেড়েছিলেন নায়িকা। তাঁর পোশাক থেকে আকর্ষণীয় লুক বারে বারে উঠে এসেছিল খবরে। এবার সবুজ শাড়ি পরে খবরে এলেন নায়িকা। নুডুল স্ট্রাপ ব্লাউজ আর সিফন শাড়িতে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল নায়িকাকে। এর পরই কালো অফ শোল্ডার ড্রেস পরা একটি ছবি পোস্ট করেন। তাও ভাইরাল হয় দ্রুত।

 

আরও পড়ুন

স্ত্রীর প্রাক্তন প্রেমিকের মুখোমুখী ভিকি, রণবীর কাপুরকে টক্কর দিতে প্রস্তুত ভিকি কৌশল

Rekha: ৬৮ বছরেও উষ্ণতা ছড়াচ্ছেন রেখা, ভোগ ম্যাগাজিনের কভার গার্লকে নিয়ে সরগরম নেট দুনিয়া

Bollywood movie: থ্রিলার থেকে রোম্যান্টি কমেডি- গোটা জুলাই জুড়ে মুক্তি পেতে চলেছে একাধিক ছবি, রইল তালিকা

Share this article
click me!

Latest Videos

'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'যারা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পড়িয়েছে তাদের অবস্থা ভয়াবহ হবে' মন্তব্য সুজনের | Bangladesh
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar