ভোগ ম্যাগাজিনের কভার পেজে অনবদ্য রেখা। সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় তাঁর উষ্ণ ছবিগুলি। 

দেখতে দেখতে ৬৮টি বসন্ত পার করেছেন হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী রেখা। কিন্তু এখনও যে তার মাদকতা কমেনি, সমান জনপ্রিয়। আবার প্রবল উন্মাদনা ছড়াতে পারেন তিনি তা আবারও প্রমাণ করলেন বলিউড ডিভা। তাঁর সমকালীন অভিনেত্রীদের অনেকেই গ্ল্যারাম দুনিয়াকে বাইবাই করেছেন। কিন্তু রেখা তেমনভাবে কাজ না কলেও গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যে তাঁর যে তার যোগ ছিন্ন হয়নি তা আবারও তিনি প্রমাণ করে দিলেন। ভোগ-এর মত জনপ্রিয় ম্যাগাজিনের আরবিয়া সংস্করণের কর্ভার গার্ল রেখা। আর প্রতিটি ছবিতেই তিনি উষ্ণতা ছড়িয়ে গেছেন। তাঁকে টক্কর দেওয়া হালফিলের বলি-অভিনেত্রীদের কাছে এখনও কঠিন তা আবারও প্রমাণ করে দিলেন রেখা।

রেখা অবশ্য এই বিষয় নিয়ে তেমন মুখ খোলেননি। তবে জানিয়েছেন, মণীষ মলহোত্রার তৈরি করা পোশাকে সেজেছিলেন তিনি। ভোগ -ম্যাগাজিনের জন্য এটাই ছিল তাঁর প্রথম ফোটো শ্যুট।ভোগ ম্যাগাজিনে রেখাতে মোঘল আমলের সাজসজ্জায় দেখা গেছিয়েছে। অত্যান্ত ভারী আর জমকালো পোশাক পরেছিলেন তিনি। কোনও কোনও ছবিতে তাঁর মাথায় ছিল ভারি পাগড়ি। আধুনিক পোশাকের সঙ্গে রেখা যে প্রাচীন যুগের পোশাকেও বেমানান নয় তা আরও একবার প্রমাণ করলেন তিনি। মোটকথা ভোগ ম্যাগাজিনে নতুন করে ধরা দিলেন ৬৮ বছরের অভিনেত্রী।

View post on Instagram

ভোগ ম্যাগাজিনের কভার গার্লকে দেখে বলিউড রীতিমত উৎসহী। শাহরুখ খান থেকে শুরু করে সকলেই রেখার প্রশংসায় পঞ্চমুখ। বলিডের অনেক অভিনেতা - অভিনেত্রী যভোগ ম্যাগাজিনকে জেওয়া সাক্ষাৎকারে রেখার ব্যক্তিত্ব থেকে শুরু করে অভিনয়ের প্রশংসা করেছেন। পাল্টা রেখাও আধুনিক প্রজন্মের কাজে খুশি তা বলেছেন। তিনি আরও বলেছেন, তাঁর প্রজন্মের অনেক অভিনেত্রীকে আধুনিকরা ভুলে গেলেও এখনও তাঁকে সম্মান করে। তার কাজের প্রশংসা করে। যা তাঁর কাছে বড় প্রাপ্য বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন বর্তমান অভিনেতা অভিনেত্রীদেরর কাজ তাঁকে মুগ্ধ করে।

তবে শুধুমাত্র বলিউড নয়, ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ দেখে অবাক নেটিজেনরাও। রেখাকে আধুনিক প্রজন্মের কাছে সমান জনপ্রিয় তা আরও একবার প্রমাণ করল ভোগ ম্যাগাজিনের ছবি। রাজকীয় পোশাকেও তিনি মাদকতা ছড়াতে পারে। যৌন আবেদন রাখতে পারেন। সোশ্যাল মিডিয়াও রীতিমত সরগরম রেখাকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভোগ ম্যাগাজিনের কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যা নিয়ে তুমুল উৎসহ নেটিজেনদের মধ্যে। অনেকেই তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

Scroll to load tweet…

Scroll to load tweet…