বিমানবন্দর থেকে গ্রেফতার কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রান্যা রাও, উদ্ধার হল প্রায় ১৫ কেজি সোনা

Published : Mar 05, 2025, 12:57 PM IST
Kannada Actress Ranya Rao Smuggling Gold

সংক্ষিপ্ত

কন্নড় অভিনেত্রী রান্যা রাও বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার। তাঁর কাছ থেকে প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার করেছে গোয়েন্দারা। পোশাকের মধ্যে সোনা লুকিয়ে পাচারের চেষ্টার অভিযোগ।

দক্ষিণ ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রান্যা রাও। সদ্য খবরে এলেন নায়িকা। তবে কোনও ভালো কারণে নয়। গ্রেফতার হলেন তিনি। সোমবার বেঙ্গালুরু আন্তর্জাতির বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দা আধিকারিকেরা।

রান্যা রাও-র কাছ থেকে উদ্ধার হল সোনা। প্রায় ১৪.৮ কোটি সোনা উদ্ধার হল জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রান্যা রাও-র কাছ থেকে।

সূত্রের খবর, জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রান্যা রাও তাঁর পোশাকের মধ্যে সোনার হার লুকিয়ে পাটার করার চেষ্টা করেছিলেন। তিনি সম্প্রতি চারবার দুবাই গিয়েছিলেন। যার ফলে কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে। তিনি অনেক ছলচাতুরির চেষ্টা করেছিলেন কিন্তু সফল হন নি।

জানা গিয়েছে, তিনি নিজের খ্যাতিকে হাতিয়ার করে কাস্টমস চেক পার করতে চেয়েছিলেন। তিনি চেকিং-র সময় নিজেকে কর্ণাটকের পুলিশ মহাপরিচালকের মেয়ে হিসেবে পরিচয় দেন। এমনকী, স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বাড়ি যেতে চেয়েছিলেন। কিন্তু, শেষ রক্ষা হয়নি। শেষে বেঙ্গালুরু আন্তর্জাতির বিমানবন্দর থেকে গ্রেফতার হন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রান্যা রাও। প্রায় ১৫ কেজি সোনা পাচার করতে যাচ্ছিলেন নায়িকা।

এই খবর মুহূর্তে হয় ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য় করেন। দুঃখ প্রকাশ করেছেন নায়িকার ভক্তরা। তেমনই অনেকে মনে করছেন ফাঁসানো হয়েছে তাঁকে।

কন্নড় চলচ্চিত্র জগতে বেশ পরিচিত জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রান্যা রাও। তিনি কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলে কাজ করেছেন। সে কারণে তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তবে, এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও কেন এমন কাজ করলেন তা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন অনেকেই।

অনেকেরই অনুমান এমন কাজের সঙ্গে বেশ কিছুদিন যুক্ত ছিলেন নায়িকা। সোমবার রাতেই তিনি দুবাই থেকে বেঙ্গালুরু ফেরেন। ১৫ দিনের মধ্যে প্রায় ৪ বার দুবাই গিয়েছিলেন নায়িকা। সেখান থেকেই সোনা পাচারের মতো কাজ করছেন নায়িকা।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক