ছবির প্রচারে গিয়ে অসুস্থ নায়িকা, হাসপাতালের বিছানায় শুয়ে লাইভ করলেন শেহনাজ

Published : Oct 10, 2023, 04:25 PM IST
shehnaaz gill admitted in hospital

সংক্ষিপ্ত

ভিডিওতে শেহনাজকে বলতে শোন গেল, ‘…স্যান্ডউইচ খেয়েছিলাম, সেখান থেকেই এই অবস্থা। আপনাদেরও অনুরোধ করছি, বাইরের খাবার এড়িয়ে চলুন, বাড়ির খাবারই সবচেয়ে স্বাস্থ্যকর।’

কদিন ধরে চলছে প্রমোশন। এবার প্রমোশনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ। সেখান থেকে সোজা গেলেন হাসপাতালে। সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে হাসপাতালে বিছানায় শুয়ে দেখা যাচ্ছে শেহনাজকে। ভিডিওতে শেহনাজকে বলতে শোন গেল, ‘বন্ধুরা আমি এখন বেশ ভালো আছি। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, খাবার থেকে সংক্রমণ হয়েছিল। বাড়ির বাইর থাকাকালীন একটা স্যান্ডউইচ খেয়েছিলাম, সেখান থেকেই এই অবস্থা। আপনাদেরও অনুরোধ করছি, বাইরের খাবার এড়িয়ে চলুন, বাড়ির খাবারই সবচেয়ে স্বাস্থ্যকর।’

জানা গিয়েছে, ছবির প্রচার করতে গিয়ে খবরে এলেন নায়িকা। সেখানে গিয়ে স্যান্ডউইচ খেয়েছিলেন। তারপরই শরীর খারাপ হয়ে যায়। অসুস্থ হয়ে পড়েন নায়িকা। হাসপাতালে ভর্তি হন নায়িকা। তারপর হাসপাতালে শুয়ে ভিডিও শ্যুট করলেন নায়িকা। তবে, তিনি জানা ইনস্টাগ্রাম লাইভে এলে আমি আপনাদের সবার সহানুভূতি পাব। তবে এটা আমি চাই না।

শীঘ্রই আসছে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। এই ছবিটি প্রযোজক ও সোনম কাপুরের বোন রিয়া কাপুর। ৬ অক্টোবর মুক্তি পেল ছবিটি। ছবি পরিচালনা করেছে করণ বোলানি। একেবারে অন্যরকম গল্প নিয়ে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিতে অভিনয় করেছেন শেহনাজ গিল, ভূমি পদনেকর, শিবানী বেদী, কুশন কপিলা, অনিল কাপুর-সহ আরও অনেকে। এবছর বলিউডে পা রেখেছেন নায়িকা। প্রথম ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন সলমন খানের সঙ্গে। এবছর মুক্তি পেয়েছে কিসি কি ভাই কিসি কি জান। এই ছবিতে দেখা গিয়েছিল শেহনাজ গিলকে। এর পর মুক্তি পেল থ্যাঙ্ক ইউ ফর কামিং।

 

 

 

আরও পড়ুন

শিল্পীর হাতের ছোঁয়া লাগলেই মৃত্যু, আসছে টোটার রহস্যে মোড়া নতুন সিরিজ ‘পিকাসো’

Bagha Jatin: ‘…তৈরি হও ভবিষ্যত লেখার জন্য’, ‘বাঘা যতীন’ ছবির ট্রেলার জুড়ে একের পর এক চমক

ইজরায়েল-হামাস সংঘর্ষ প্রসঙ্গে মন্তব্য করে বিপাকে মিয়া খলিফা, প্লেবয় ম্যাগাজিন থেকে বরখাস্ত পর্নতারকা

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী