
প্রায়শই নিজের বোল্ডনেসের কারণে খবরে আসেন শার্লিন চোপড়া। এমন সকল আকর্ষণীয় পোশাক পরেন, যা ঘুম কাড়ে দর্শকদের। তাঁর সেক্সি ফিগার সব সময় উঠে আসে খবরের শিরোনামে। তবে, এবার নিজের ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ ফিগার নয়। সদ্য সম্পর্কে জড়িয়েছেন শার্লিন।
সদ্য ডিনার ডেটে দেখা গেল শার্লিনকে। সঙ্গে ছিলেন আদিল দুরানি। দীর্ঘদিন ধরে রাখি সাওয়ান্তের কারণে খবরে ছিলেন তিনি। রাখির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। সম্পর্ক, বিচ্ছেদ থেকে শুরু করে পুলিশি লড়াই- এক সময় খবরের শীর্ষে ছিলেন আদিল। এবার সেই আদিলের মন গেল শার্লিন চোপড়ার দিকে। এমন বলছে তাঁদের আচরণ। সদ্য শার্লিনকে নিয়ে ডিনার ডেটে গিয়ে খবরে আদিল। তাঁর সাহস দেখে চমক পেলেন সকলে। রাখির সঙ্গে সম্পর্কের পর এমন বোল্ড শার্লিনের সঙ্গে সম্পর্কে জড়ানো চারটি খানি কথা নয়। এমন দুঃসাহস যে কেউ দেখাতে পারে তা আগে আশা করতে পারেনি। আদিলের এই দুঃসাহকে প্রশংসা করেছেন অনেকে।
তবে, আপাতত তাঁদের সম্পর্ক নিয়ে কোনও নিশ্চিত খবর মেলেনি। বোল্ড অ্যান্ড বিউটিফুল শার্লিনের সঙ্গে রেস্তোরাঁয় গেলেন আদিল দুরানি। তাও গেলেন বিরাট কোহলির রেস্তোরাঁয়। সেদিন শার্লিন পরেছিলেন কালো রঙের শর্ট ড্রেস। যার বিভিন্ন অংশ ছিল খোলা। বরাবরের মতো হট দেখাচ্ছিল শার্লিনকে। আদিল পরেছিলেন কালো টিশার্ট জিন্স ও সাদা জ্যাকেট। দুজনে গাড়ি থেকে নেমে পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দেন। এদিন বেশ রোম্যান্টিক মুডে দেখা গিয়েছিল আদিল খান দুরানি ও শার্লিনকে। ফলে, সকলের মনে একটাই প্রশ্ন উঠেছে, সত্যিই কি প্রেম করছেন আদিল ও শার্লিন?
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
Aishwarya Rai Bachchan: বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে ঐশ্বর্য-র, ফের জোড়ালো ভাঙনের গুঞ্জন
গৌতম হালদারের আকষ্মিক প্রয়াণে শোকাহত বিনোদন জগত, তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে কলকাতায় আসছে বিদ্যা বালন
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।