
১৬ জুন মুক্তি পাবে ‘আদিপুরুষ’। বহুদিন ধরে খবরে রয়েছে ৫০০ কোটি বাজেটের এই ছবি। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি। এবার ছবির পক্ষ থেকে একটি বিশেষ টুইট করা হয়। সেখানে বলা হয়েছে, আদিপুরুষ স্ক্রিনিং-র সময় প্রতিটি থিয়েটারে একটি আসন অবিক্রিত থাকবে। এই অবিক্রিত আসনটি উৎসর্গ করা হবে ভগবান হনুমানকে। মানুষের বিশ্বাস উদযাপনের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আদিপুরুষ ছবির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘যেখানেই রামায়ণ পাঠ করা হয় সেখানেই ভগবান হনুমান উপস্থিত হন। এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসকে সম্মান জানিয়ে, প্রভাসের অভিনীত আদিপুরুষ ছবির প্রেক্ষাগৃহে একটি আসন বিক্রি না করে ভগবান হনুমানের জন্য সংরক্ষিত থাকবে। এভাবে শ্রদ্ধা জানানো হবে রামের সর্বশ্রেষ্ঠ ভক্তকে। আমরা এই মহান কাজটি অজানা উপায় শুরু করেছি।...’ এভাবে ভগবান হনুমানকে সম্মান করা হবে। তাঁদের বিশ্বাস ওই আসনে ভগবান হনুমানের উপস্থিতি ছবিকে সাফল্য এনে দেবে।
১৬ জুন মুক্তি পাবে বহু প্রতীক্ষিত আদিপুরুষ। প্রভাস, কৃতি, সইফ আলি খানের মতো তারকাদের দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। ট্রেলার মুক্তি পেয়েছে ৯ মে। আদিপুরুষ ছবির ট্রেলার লঞ্চের পর মাত্র ২৪ ঘন্টায় মোস্ট ভিউড-র তকমা পেয়েছিল ছবিটি। ছবির প্রতি পরতে রয়েছে এক আলাদা অনুভূতি। শ্রীরামের জীবনকাহিনি ফুটে উঠতে চলেছে ছবিতে।
এদিকে কদিন আগে প্রি রিলিজ ইভেন্ট নিয়ে খবরে এসেছিল ‘আদিপুরুষ’। ৬ জুন অর্থাৎ আজ অনুষ্ঠিত হবে ‘আদিপুরুষ’ ছবির প্রি রিলিজ ইভেন্ট। তিরুপতিতে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। বিস্তর আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান ঘিরে। এই ইভেন্টের জন্য আগেই টুইটারে এক বিশেষ পোস্টারের ঝলক মিলেছে। ইভেন্টের প্রস্তুতি নিয়ে বেজায় ব্যস্ত ছবির টিম। জানা গিয়েছে, ৫০০ কোটির এই বিশেল বাজেটের ছবির শুধু প্রি রিলিজ ইভেন্ট আয়োজন করতে বরাদ্দ করা হয়েছে ৫০ লক্ষ টাকা। তিরুপতির এই ইভেন্টের জন্য মুম্বই থেকে আসছেন শিল্পীরা। তাও ২০০ জন গায়ক ও ২০০ জন নৃত্যশিল্পী আসবে। তিরুপতির এই প্রি রিলিজ ফাংশনকে টক অফ দ্য টাউন করার পরিকল্পনা রয়েছে ছবির টিমের। ইভেন্টে ২০০ জন গায়ক ও ২০০ জন নৃত্যশিল্পী তো থাকবেই সঙ্গে থাকছে আতশবাজি। সে কারণে ‘আদিপুরুষ’ ছবির প্রি রিলিজ ইভেন্টের জন্য বরাদ্দ ৫০ লক্ষ টাকা। এই খবর প্রকাশ্যে আসতেই সকলেই পেয়েছেন চমক। এরই সঙ্গে প্রকাশ্যে এল এমন খবর।
আরও পড়ুন
নওয়াজকে ভুলে নতুন সম্পর্কে মজেছেন আলিয়া, প্রেমের কথা স্বীকার করে জানালেন সে কেমন মানুষ
Shahid Kapoor: হলিউড নয় দক্ষিণী ছবিতে কাজ করতে চান, ছবি মুক্তির আগে বিশেষ বার্তা শাহিদের
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।