নওয়াজকে ভুলে নতুন সম্পর্কে মজেছেন আলিয়া, প্রেমের কথা স্বীকার করে জানালেন সে কেমন মানুষ

Published : Jun 06, 2023, 09:48 AM ISTUpdated : Jun 06, 2023, 09:51 AM IST
Nawazuddin Siddiqui

সংক্ষিপ্ত

বললেন, হ্যাঁ, আমরা দুজনেই এই সম্পর্কটা থেকে বের হয়ে গিয়েছে। এখন বরং আমরা বন্ধু। আমাদের মধ্যে আর কোনও প্রতিশ্রুতি এখন নেই। এখন আমি আমার মতো জীবন কাটাতে পারি…।

ফের খবরে ‘নওয়াজ পত্নী’ আলিয়া। ‘নওয়াজ পত্নী’ তকমা ঘোচানোর জন্য তিনি দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছেন। বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটছেন তাঁরা। এই নিয়ে দীর্ঘদিন ধরে চলছে জলঘোলা। নওয়াজ-আলিয়ার ব্যক্তিগত দ্বন্দ্ব বলিউডের হট গসিপ। কারণ বিচ্ছেদ পাওয়ার জন্য কাদা ছোড়াছুঁড়ি হয়েছে। সে যাই হোক, ফের ব্যক্তিগত সম্পর্কের কারণে খবরে এলেন আলিয়া।

সদ্য প্রকাশ্যে এসেছে নতুন প্রেমিকের সঙ্গে আলিয়ার ছবি। এই প্রসঙ্গে মুখ খুললেন ‘নওয়াজ পত্নী’। বললেন, হ্যাঁ, আমরা দুজনেই এই সম্পর্কটা থেকে বের হয়ে গিয়েছে। এখন বরং আমরা বন্ধু। আমাদের মধ্যে আর কোনও প্রতিশ্রুতি এখন নেই। এখন আমি আমার মতো জীবন কাটাতে পারি, আমি আমার বাচ্চাদের সঙ্গে রয়েছি, ওদের সমস্যায় পড়তে দিতে চাই না।

সম্পর্কের ব্যাপারে আলিয়া বলেন, উনি একজন দারুণ মানুষ, ভীষণই ভালো। আমি ওঁর বুদ্ধিমত্তায় মুগ্ধ। শুধু মাত্র অর্থই সুখ আনতে পারে না। উনি আমাকে শ্রদ্ধা করেন। তবে উনি এদেশীয় নন, ইতালির, আমাদের দুবাইতে আলাপ হয়। আমরা অনেক দিনের বন্ধু। উনি আমাকে যথেষ্ট সম্মান দেন।

বর্তমানে দুই সন্তানকে নিয়ে দুবাইয়ে থাকেন আলিয়া। কদিন আগে নওয়াজ গিয়েছিলেন পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে। সে আলিয়া জানান দুবাইয়ে তাঁদের বাড়ি সংক্রান্ত কাজে নওয়াজ সেখানে গিয়েছিল। আদালতের নির্দেশ অনুসারে, নওয়াজ বর্তমানে টাকা পয়সা দিচ্ছে সে বিষয়ও জানিয়েছিলেন আলিয়া। কিন্তু, নওয়াজের দুবাই যাওয়া প্রসঙ্গে, অনেকেরই মত ভিন্ন। অধিকাংশই মনে করেন বাড়ির কাজ শুধুমাত্র অছিলা। আসলে তাঁদের দাম্পত্য অশান্তি বর্তমানে মিটে গিয়েছে। কিন্তু, বাস্তবে যে তা নয় তাই স্পষ্ট হল। সদ্য প্রকাশ্যে এল আলিয়ার নতুন প্রেমিকের ছবি। যা প্রমাণ করল, ভাঙছে আলিয়া- নওয়াজের সম্পর্ক।

এদিকে, টিকু ওয়েডস শেরু ছবিতে কঙ্গনার সঙ্গে কাজ করেছেন নওয়াজ। ছবিটি প্রযোজনা করেছে মণিকর্নিকা ফিল্ম ব্যানার। নওয়াজ অভিনীত টিকু ওয়েডস শেরু প্রযোজনা করেছেন কঙ্গনা। টিকু ওয়েডস শেরু ছবিটি কমেডি ছবি। যে ছবিতে নওয়াজের বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভিনীত কৌরক। এদিকে নওয়াজের হাতে রয়েছে একাধিক প্রোজেক্ট। সদ্য মুক্তি পেয়েছে আফওয়া। তারপর মুক্তি পায় যোগিরা সারা রা রা। এরপর আছে হাড্ডি, অদ্ভুত, নূরানি চেহরা মতো ছবি। এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যেই খবরে আসেন নওয়াজ। বিচ্ছেদের পথে হাঁটছেন নওয়াজ ও আলিয়া।

 

 

আরও পড়ুন

Neha Kakkar: ইন্ডিয়ান আইডল থেকে বাদ যাওয়ার পর কীভাবে হলে সফল গায়িকা, জন্মদিনে রইল নেহার কেরিয়ারের খুঁটিনাটি

Shahid Kapoor: হলিউড নয় দক্ষিণী ছবিতে কাজ করতে চান, ছবি মুক্তির আগে বিশেষ বার্তা শাহিদের

ভক্তরা জানেনও না, মারণ রোগে ভুগছেন বলিউডের এই তাবড় অভিনেতা অভিনেত্রীরা

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল