
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপর সাত পাকে বাঁধা পড়ার পালা। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আজ পাবে পরিণতি। সকল প্রস্তুতি ইতিমধ্যে সমাপ্ত। এমনকী শুরু হয়ে গিয়েছে বিয়ের বাকি অনুষ্ঠান। সিদ্ধার্থ-কিয়ারার রাজকীয় আসর বসছে রাজস্থানের ঐতিহ্যবাহী সূর্যগড় প্যালেসে। সবেতেই যেন রাজকীয় ছোঁয়া থাকছে। ৬৫ একর জায়গার ওপর নির্মিত এই প্রাসাদ। বর্তমানে তা সেজে উঠেছে। প্রাসাদের ১০ কিলোমিটারের আশেপাশে কোনও জনসংখ্যা নেই। বিলাশবহুল রাজপ্রাসাদের অন্দরমহল পুরোটাই পাথররে খোদাই করে নকশা করা। এই প্রাসাদে মোট ৮৪টি কক্ষ, ৯২টি বেডরুম, দুটো বড় বাগান, একটি কৃত্রিম লক, সুইমিং পুল, জিম, বার, পাঁচটি ভিলা ও দুটো রেস্তোরাঁ, মিনি চিড়িয়াখানা, ইনন্ডোর গেমস, অর্গানিক গার্ডেন আছে। সূর্যগড় প্রাসাদ মাত্র ১০০ জনের উপস্থিতিতে বিয়ে করবেন তার। বিয়েতে নিমন্ত্রিতদের জম্য বিলাসবহুল বন্দোবস্ত করছেন সিদ্ধার্থ ও কিয়ারা। এই কারণে ৮০টি বালাসবহুল ঘর নিয়েছেন তারা। যার ভারা শুরু ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত।
ফলে বিয়েতে যে মোটা টাকা ব্যয় করছেন তা বলার অপেক্ষা রাখে না। তেমনই বিয়ের পরও এই জুটির রয়েছে বিস্তর পরিকল্পনা। শোনা যাচ্ছে, বিয়ের পর জুহুতে শিফট করবে তাঁরা। সেখানে সমুদ্রমুখী বাংলোতে বাঁধতে নতুন সংসার। এক রিপোর্ট অনুসারে ৩,৫০০ বর্গফুটের বাংলোতে নতুন সংসার বাঁধতে চলেছেন তাঁরা। সম্পত্তির মূল্য প্রায় ৭০ কোটি। এই বাজেটে ভিকি ডোনার-র মতো ১২টি ছবি তৈরি করা যেতে পারে। ভিকি ডোনার সিনেমার বাজেট ছিল মাত্র ৫ কোটি। তবে, এখনও স্বপ্নের বাড়ি চূড়ান্ত করেনি তারা। তাই স্বপ্নের বাংলো প্রস্তুত না হওয়া পর্যন্ত তারা থাকবে পালি পাহাড়ের বাড়িতেই।
এদিকে ২০১৮ সালে লাস্ট স্টোরি ছবির পার্টিতে সাক্ষাৎ হয়েছিল কিয়ারা ও সিদ্ধার্থের। শের শাহ ছবি থেকে বাড়ে ঘনিষ্ঠতা। ২০১৯ সালে নতুন বছরের ছুটি উপভোগ করতে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন তারা। দীর্ঘদিন সম্পর্কে থাকলেও জনসমক্ষে প্রেম নিয়ে কিছু বলেননি। একবার কফি উইথ করণের অনুষ্ঠানে সিদ্ধার্থ বলেন, কিয়ারা আডবানির নম্বর তার ফোনে কি নামে সেভ করে। জানিয়েছিলেন তাঁর ফোনে স্পিড ডায়েলে নাকি আছে কিয়ারার নম্বর। সে যাই হোক, দীর্ঘদিনের প্রেম আজ পরিণতি পেতে চলেছে। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কিয়ারা ও সিড।
আরও পড়ুন
সিদ্ধার্থ-কিয়ারার জুটি নিয়ে বিশেষ মন্তব্য, দেখে নিন কী বললেন জুহি চাওলা
কত কোটির মালিক করিনা কাপুর, সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনারও
গর্জিয়াস গাউনে সুপারবোল্ড শুভশ্রী, চোখের মায়াবী চাহনিতে নেশা জাগল ভক্তদের
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।