সিদ্ধার্থ-কিয়ারার জুটি নিয়ে বিশেষ মন্তব্য, দেখে নিন কী বললেন জুহি চাওলা

Published : Feb 07, 2023, 08:24 AM IST
kiara advani chooda and mehendi ceremony

সংক্ষিপ্ত

কালই বিমানবন্দরে পৌঁছান জুহি চাওলা ও জয় মেহতা। সাংবাদিকদের সামনে বিয়ে নিয়ে মন্তব্য করেন জুহি চাওলা। দেখে নিন কী বললেন।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চলছে জল্পনা। অবশেষ আজ সাত পাকে বাঁধা পড়ার পালা। ৫ ফেব্রুয়ারি বহু বর ও কনে দুজনেই পরিবারের সঙ্গে রাজস্থান পৌঁছে গিয়েছেন। সেখানে করণ জোহর, ইশা আম্বানি-সহ একাধিক তারকাও পোঁছে গিয়েছেন। প্রথমে কথা ছিল ৫ ফেব্রুয়ারি হবে সঙ্গীত ও মেহেন্দি। ৬ জানুয়ারি বসবে বাসর। শেষ পর্যন্ত বদলে গেল সব। বলিপাডার এই জনপ্রিয় জুটির বিয়ে ৬ নয় হবে ৭ ফেব্রুয়ারি।

এদিকে এরে একে নিমন্ত্রিতরা জয়সলমেরে উপস্থিত হতে শুরু করে গিয়েছেন। কালই বিমানবন্দরে পৌঁছান জুহি চাওলা ও জয় মেহতা। সাংবাদিকদের জুহি চাওলা জানান, আমি বিয়ের জন্য এখানে এসেছি। ওদের জন্য অনেক শুভ কামনা জানাই। সিদ্ধার্থ কিয়ারার জুটি খুবই সুন্দর। আমাদের আশীর্বাদ রইল ওদের জন্য।

এদিকে বলি সেলেবদের বিয়ের দিকে সকলেই তাকিয়ে থাকেন। রাজকীয় বিয়ের আসন দেখা যায় তাদের। এবারও তার অন্যথা হল না। সিদ্ধার্থ-কিয়ারার রাজকীয় আসর বসছে রাজস্থানের ঐতিহ্যবাহী সূর্যগড় প্যালেসে। সবেতেই যেন রাজকীয় ছোঁয়া থাকছে। ৬৫ একর জায়গার ওপর নির্মিত এই প্রাসাদ। বর্তমানে তা সেজে উঠেছে। প্রাসাদের ১০ কিলোমিটারের আশেপাশে কোনও জনসংখ্যা নেই। বিলাশবহুল রাজপ্রাসাদের অন্দরমহল পুরোটাই পাথররে খোদাই করে নকশা করা। এই প্রাসাদে মোট ৮৪টি কক্ষ, ৯২টি বেডরুম, দুটো বড় বাগান, একটি কৃত্রিম লক, সুইমিং পুল, জিম, বার, পাঁচটি ভিলা ও দুটো রেস্তোরাঁ, মিনি চিড়িয়াখানা, ইনন্ডোর গেমস, অর্গানিক গার্ডেন আছে। সূর্যগড় প্রাসাদ মাত্র ১০০ জনের উপস্থিতিতে বিয়ে করবেন তার। বিয়েতে নিমন্ত্রিতদের জম্য বিলাসবহুল বন্দোবস্ত করছেন সিদ্ধার্থ ও কিয়ারা। এই কারণে ৮০টি বালাসবহুল ঘর নিয়েছেন তারা। যার ভারা শুরু ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত।

সে যাই হোক, আর কয়েক ঘন্টা পরই সাত পাকে বাঁধা পড়বেন তারা। সিদ্ধার্থ ও কিয়ারার মেহেন্দি হয়েছে ৫ ফেব্রুয়ারি। জানা গিয়েছে, পরিবারের সদস্যরা দম্পতির জন্য একটি বিশেষ পারফরম্যান্সের আয়োজন করেছিল। দম্পতিরা তাদের হিট নম্বর নেচেছে। সন্ধ্যায় কালা চশমা, বিজলি, রঙ্গিসারি, ডিসকো দিওয়ানের মতো ডান্স নম্বর বেজেছে। সব মিলিয়ে জমজমাট ভাবে চলছে সিড কিয়ারার বিয়ে। আজ সাত পাতে বাঁধা পড়বেন তারা। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সিড ও কিয়ারা। আজ সেই সম্পর্ক পরিণতি পাওয়ার পালা।

 

আরও পড়ুন

কত কোটির মালিক করিনা কাপুর, সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনারও

গর্জিয়াস গাউনে সুপারবোল্ড শুভশ্রী, চোখের মায়াবী চাহনিতে নেশা জাগল ভক্তদের

সামনে ঢাকা পিছনে খোলা, নিতম্ব উন্মুক্ত করে কালো অন্তর্বাসে মিরর ভিডিওতে ঝড় তুললেন উরফি

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল