প্রযোজককে ‘হ্যাঁ’ বলার পর সরে দাঁড়িয়েছেন ছবি থেকে, দেখে নিন কোন কোন তারকা ঘটিয়েছেন এমন কান্ড

ভালো ছবিতে কাজ করতে চান সকল তারকা। দীর্ঘ পথ অনুসরণ করার পর ভালো ছবি হাতে আসে। কিন্তু, এমন কিছু তারকা আছে যারা প্রযোজকে ‘হ্যাঁ’ বলার পর সরে গিয়েছেন ছবি থেকে। রইল তালিকা।

Sayanita Chakraborty | Published : Jul 12, 2023 6:05 AM IST / Updated: Jul 12 2023, 11:38 AM IST
19

ভিকি কৌশল

উড়ি ছবি দিয়ে বলিউডে পরিচিতি গড়েছেন ভিকি। এরপর দর্শকদের দিয়েছেন একাধিক হিট ছবি। জানা যায়, দ্য ইমমর্টাল অশ্বত্থামা ছবিতে কাজ করার কথা ছিল তাঁর। রাজি হওয়ার পর সরে যান ছবি থেকে।

29

ক্যাটরিনা কইফ

জি লে জারা ছবিতেও এমন কান্ড ঘটান ক্যাটরিনা কইফ। ফারহান আখতারের এই প্রোজেক্টে ক্যাটরিনা কইফ, প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের কাজ করার কথা ছিল। কিন্তু ক্যাটরিনা প্রথমে রাজি হলেও পরে সরে যান।

39

বরুণ ধাওয়ান

মিস্টার লিলি ছবির প্রস্তাব এসেছিল বরুণ ধাওয়ানের কাছে। প্রথমে রাজি হলেও পরে ছবি থেকে সরে দাঁড়ান বরুণ ধাওয়ান। তিনিও প্রযোজককে হ্যাঁ বলার পর ছবি থেকে সরে যান।

49

সলমন খান

কুছ কুছ হোতা হ্যায় ছবির পর সলমন খান ও করণ জোহরের একসঙ্গে কাজ করার কথা ছিল। সুদ্ধি ছবিতে জুটি বাঁধতেন তারা। প্রথমে রাজি হলেও পরে ছবি থেকে যান সলমন। এই চরিত্রে কাজ করতে পারেন বরুণ। তেমনই ইনশাআল্লাহ ছবিতেও কাজ করার কথা ছিল ভাইজানের। প্রথমে রাজি থাকলেও পরে সরে দাঁড়ান তিনি।

59

শাহরুখ খান

শোনা যায়, সারে যারা সে আচ্ছা ছবিতে কাজ করবেন শাহরুখ খান। প্রযোজককে হ্যাঁ বললেও পরে ছবি থেকে সরে যান বাদশা। অন্য প্রোজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন নায়ক।

69

প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড প্রোজেক্টে কাজ করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। ফারহান আখতারের জি লে জারা প্রোজেক্টে ক্যাটরিনা কইফ, প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের কাজ করার কথা ছিল। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া প্রথমে রাজি হলেও পরে সরে যান।

79

শাহিদ কাপুর

ফর্জ ছবিতে কাজ করার কথা ছিল শাহিদের। ছবির প্রস্তাব এসেছিল তাঁর কাছে। প্রথমে রাজি হলেও পরে ছবি থেকে সরে দাঁড়ান শাহিদ। অন্য কাজে ব্যস্ত হয়ে দাঁড়ান নায়ক।

89

এভাবে একাধিক তারকা প্রযোজকে হ্যাঁ বলার পরে ছবি থেকে সরে যান। আবার কোনও কোনও তারকা নিজেই বাদ পড়লেন ছবি থেকে। এমনও দেখা গিয়েছেস সব ঠিক ঠাক হওযার পর ছবি থেকে বাদ পড়েছেন তারা।

99

তেমনই পরিচালক-প্রযোজকের প্রথম পছন্দ হয়েও ছবিতে শেষ পর্যন্ত কাজ করেননি সেই সকল তারকা। নানান জটিলতার কারণে নয় তারকারা সরে দাঁড়িয়েছেন তো কখনও কখনও পরিচালক বা প্রযোজক বাদ দিয়েছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos