কার্তিক-ইশানের পর আদিত্যতে মজেছেন অনন্যা, প্রেমের গুজব উষ্কে আদিত্য রায়কাপুরের সঙ্গে স্পেনে গেলেন নায়িকা

আদিত্য রায় কাপুরের সঙ্গে বহুদিন ধরে সম্পর্কের রয়েছেন অনন্যা পান্ডে। দুজনে প্রকাশ্যে কিছু না বললেও, তাদের মধ্যে যে বিশেষ সম্পর্ক আছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবার সেই বিতর্কে উষ্কে আদিত্য রায় কাপুরের সঙ্গে স্পেনে গেলেন অনন্যা।

Sayanita Chakraborty | Published : Jul 12, 2023 9:18 AM
110
আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডে

একান্তে সময় কাটাতে ব্যস্ত অনন্যা পান্ডে ও আদিত্য রায়কাপুর। সদ্য স্পেনে গেলেন দুই তারকা। এমনই খবর বলিপাড়া। স্পেন ও প্রতিবেশী দেশগুলোতে এক সঙ্গে ভ্রমণে ব্যস্ত আদিত্য ও অনন্যা।

210
আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডে

জানা গিয়েছে, একটি কনসার্টে যোগ দিতে গিয়েছেন স্পেনে। স্পেনের মাদ্রিদে একটি কনসার্টের যোগ দিতে গিয়েছেন তারা। অনন্যা ইংরেজি রক ব্যান্ড Arctic Monkeys-র ছবি পোস্ট করেছেন। সঙ্গে লেখেন, তাঁর প্রিয় গান।

310
আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডে

এর কয়েক ঘন্টা পরেই আদিত্য সেই একই কনসার্টের ছবি শেয়ার করেছেন। ইঙ্গিত করেন, অনন্যার সঙ্গে তিনিও এই কনসার্টে যোগ দিয়েছিলেন। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করেন। এর পরই শুরু হয়েছে জল্পনা। ফের প্রেমের গুঞ্জন সর্বত্র।

410
আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডে

আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডে প্রেমের গুঞ্জন চলছে ২০২২ সাল থেকে। প্রথম মনীশ মালহোত্রার পার্টিতে দেখা গিয়েছিল তাঁদের। তারপর একসঙ্গে ল্যাকমে ফ্যাশন উইকে দেখা যায় তাঁদের। অনেকেরই ধারণা সে সময় থেকে চলছে আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডের প্রেম।

510
আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডে

এরপর একবার বাবা-মা এবং আদিত্যের ভাই কুনাল রায় কাপুরের সঙ্গে ফিফা বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন অনন্যা। তাছাড়া মুম্বইয়ে বেশ কয়েকবার ডেটিং-এ দেখা গিয়েছে আদিত্য ও অনন্যাকে।

610
আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডে

মার্চ মাসে ডিজাউনার মনীশ মালহোত্রার জন্য ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে হেঁটেছিলেন দুজন। এরপর ক্যামেরার সামনে পোজ দেন। একাধিক রোম্যান্টিক ছবিতে দেখা যায় আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডেকে। যা আরও উষ্কে দিয়েছে তাঁদের প্রেমের গুঞ্জন।

710
আরিয়ান ও অনন্যা পান্ডে

তবে, এই প্রথম নয়। এর আগে একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছিল অনন্যার। এক সময় শাহরুখ পুত্র আরিয়ান ও অনন্যা রায় কাপুরের প্রেম নিয়ে বিস্তর জল্পনা ছিল বলিপাড়ায়। কিন্তু, পরে জানা যায় তাঁর ছোট থেকে ভালো বন্ধু।

810
কার্তিক ও অনন্যা পান্ডে

কার্তিক আরিয়ানের সঙ্গে অনন্যা পান্ডের সম্পর্কের গুঞ্জনে এক সময় সরগরম ছিল বলিপাড়া। তাঁরা দীর্ঘদিন ডেটিং করেন। কিন্তু, সে সম্পর্ক টেকেনি। একবার কফি উইথ করণ-এ তাঁকে প্রশ্ন করা হয়, প্রাক্তন প্রেমিক কার্তিকের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখেন কী করে। উত্তরে তিনি বলেছিলেন, আমি অতীত নিয়ে ভাবি না। আমরা শুধু ভালো বন্ধু।

910
ইশান ও অনন্যা

এক সময় ইশান খট্টরের সঙ্গে সম্পর্কের কথা শোনা গিয়েছিল। রটেছিল তিনি ইশান ও কার্তিককে একই সঙ্গে ডেটিং করছেন। সে সময় তাঁকে সরাসরি প্রশ্ন করা হলে অনন্যা বলেছিলেন তিনি সিঙ্গেল।

1010
আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডে

সে যাই হোক, আপাতত আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডের প্রেমের জল যে অনেক দূর গড়িয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এখন দেখার এই প্রেম কদিন টেকে। বর্তমানে আদিত্য রায়কাপুরের সঙ্গে স্পেনে গিয়েছেন অনন্যা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos