Satyaprem Ki katha: রেকর্ড গড়ল কার্তিক-কিয়ারা, ১০০ কোটির ঘরে পা দিল 'সত্যপ্রেম কি কথা'
অবশেষে ১০০ কোটির ঘরে পা দিল সত্যপ্রেম কি কথা। বকরি ইদের দিন মুক্তি পেয়েছে ছবিটি। এই নিয়ে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করলেন কিয়ারা ও কার্তিক।
Sayanita Chakraborty | Published : Jul 11, 2023 3:57 PM / Updated: Jul 11 2023, 04:03 PM IST
কিয়ারা ও কার্তিকের প্রেম নিয়ে মুক্তি পেয়েছে ছবিটি। ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে দেখা যায়, কার্তিক আইনের ছাত্র। কিন্তু, পড়াশোনায় খুবই খারাপ। পরীক্ষায় ফেল করেছে সে। তাঁর জীবনের সবেতেই ব্যর্থতা। সারাক্ষণ মা ও বোনের থেকে কটু কথা শোনে। হঠাৎ তার জীবনে আসে কিয়ারা। বড়লোক বাবার মেয়ে। সুন্দরী, শিক্ষিত মেয়েটির প্রেমে পড়ে সত্য ওরফে কিয়ারা।
কার্তিক সিদ্ধান্ত নেয় কিয়ারাকে দূর থেকেই ভালোবাসবে। কারণ দুজনের মধ্যে আছে বিস্তর ফারাক। কিন্তু, হঠাৎ ভালোবাসা প্রকাশ করার সুযোগ পায় সে। ব্যাস গল্পে এল নতুন মোড়া। শুরু হল কিয়ারা ও কার্তিকের প্রেম কাহিনি। তবে, গল্পের কেন্দ্রে শুধু প্রেম নয়। বরং এক বিশেষ বার্তা দিয়েছেন পরিচালক।
ছবি পরিচালনা করেছেন সমীর বিধ্বংস। ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানি, সুপ্রিয়া পাঠক, গজরাজ রাও, শিখা তালসানিয়া, ঋতু শিবপুরী, কৌশিক মাহাতো, সিদ্ধার্থ রানদেরিয়া।
এবার এই ছবি পা রাখল ১০০ কোটির ঘরে। বিশ্বব্যাপী আয়ের ১০০ কোটি পার করেছে ছবিটি। ভারতে আপাতত মোট আয় ৬৮.০৬ কোটি। তবে, সপ্তাহান্তের পর সোমবার কমেছে আয়।
বক্স অফিস রিপোর্ট বলছে ‘সত্যপ্রেম কি কথা’ ছবির ব্যবসা তেমন খারাপ হয়নি। এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছিল ‘সত্যপ্রেম কি কথা’ ছবিটি প্রথন দিনে আয় করেছে প্রায় ৯ কোটির কাছাকাছি। ৮.৫ থেকে ৯ কোটির মধ্যে রয়েছে আয়ের অঙ্ক। তারপর ক্রমে উত্থান ও পতন রয়েছে এই রেখায়।
শেষ সোমবার অর্থাৎ ১০ জুলাই সত্যপ্রেম কি কথা আয় করেছে ২ কোটি মতো। শনি ও রবি দারুণ লক্ষ্মীলাভ হওয়ার পর সোমবার কমেছে আয়। তবে, তারপরই ছবিটি পা রাখল ১০০ কোটির ঘরে। যা দেখে বেজায় খুশি প্রযোজকরা।
রবিবার অর্থাৎ ৯ জুলাই ৬৬ শতাংশ বেড়েছিল আয়। সেদিন আয় হয়েছিল ৫.২৫ কোটি। কিন্তু, সোমবার আয় এক ধাক্কায় অনেক কমে যায়। সোমবার মাত্র ২ কোটি আয় করেছে ছবিটি।
এদিকে ভুলভুলাইয়া প্রথম সপ্তাহেই আয় করেছিল ৯২ কোটি। ১৮৫ কোটি আয় করেছিল ছবিটি। সেখানে এতদিন পর ১০০ কোটির ঘরে পা দিন সত্যপ্রেম কি কথা।
এরই মাঝে নতুন বাড়ি কিনে খবরে এসেছেন কার্তিক। মুম্বইয়ের জুহুতে ১৭.৫০ কোটি দিয়ে ফ্ল্যাট কিনলেন কার্তিক। জুহুর প্রেসিডেন্সি কর্পোরেটিভ সোসাইটির সিদ্ধিবিনায়ক বাল্ডিং-এ নতুন অ্যাপার্টমেন্ট কেনেন।
১৯১৬ বর্গফুট জায়গার এই বাড়ি। ১.০৫ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি কিনেছেন এই বাড়ির জন্য। তাঁর মা মালা তিওযারির নামে অর্থ অর্থ লেনদেন করেন বলে শোনা গিয়েছে।