Housefull 5: বড় ঘোষণা, ২০২৪ সালের দিওয়ালিতে আসছে 'হাউসফুল ৫', জুটি বাঁধবেন অক্ষয়-রীতেশ

Published : Jun 30, 2023, 04:12 PM IST
akshay kumar announces film housefull 5

সংক্ষিপ্ত

বর্তমানে হিট ছবির সিক্যুয়েল তৈরির ট্রেন্ড চলছে বলিউডে। তৈরি হবে হাউসফুল ৫। বড় ঘোষণা করলেন অক্ষয় কুমার।

বড় ঘোষণা করলেন অক্ষয় কুমার। ভক্তদের দিলেন সুখবর। আসছে হাউসফুল সিরিজের নতুন ছবি। আজ সোশ্যাল মিডিয়ায় এই কথা জানান অক্ষয়। একটি ছবি পোস্ট করেন। যেখানে লেখা হাউসফুল ৫। পোস্টারে লেখা সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজনাত হাউসফুল পরিচালনা করবেন তরুণ মনসুখালি। ছবিতে থাকবে রীতেশ দেশমুখ, অক্ষয় কুমারের মতো তারকারা।

২০১০ সালে প্রথম মুক্তি পেয়েছিল হাউসফুল। ৩০ এপ্রিল ২০১০ সালে। সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত এই ছবি ছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অর্জুন রামপাল, লারা দত্ত, দীপিকা পাড়ুকোন। ২০১২ সালে মুক্তি পায় হাউসফুল ২। ৫ এপ্রিল ২০১২ সালে মুক্তি পায় হাউসফুল ২। ঋষি কাপুর, অক্ষয় কুমার, মিঠুন চক্রবর্তী, জন আব্রাহাম। তারপর ২০১৬ সালে মুক্তি পায় হাউসফুল ৩। ৩ জুন ২০১৬ সালে মুক্তি পায় ছবিটি। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ। এরপর ২০১৯ সালে মুক্তি পায় হাউসফুল ৪। ২৫ অক্টোবর মুক্তি পেয়েছিল ছবিটি। সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত ছবির প্রধান চরিত্রে দেখা যায় অক্ষয় কুমার, ববি দেওল, রীতেশ দেশমুখ, কৃতি শ্যান, পূজা হেগড়ে ও রানা ডাগ্গুবতীর মতো তারকাকে।

এদিকে অক্ষয়ের হাতে রয়েছে একাধিক কাজ। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সেলফি। এবছর মুক্তি পেতে পারে ওএমজি ২। এছাড়া হাতে আছে দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ, ফির হেরা ফিরি- সিক্যুয়েল সহ আরও একাধিক ছবি। সঙ্গে তাঁকে শীঘ্রই দেখা যাবে জলি এলএল বি ৩ ছবিতে। সেই ছবিতে আবার জুটি বাঁধবেন আরশদ ওয়ার্সির সঙ্গে। ‘জলি এলএলবি’ এবং ‘জলি এলএলবি ২’ ছবিটি বেশ সাড়া ফেলেছিল বক্স অফিসে। এবার সেই সাফল্যের রেশ টেনেই আসছে ‘জলি এলএলবি ৩’। আর এই ছবিতে থাকবেন আরশদ ওয়ার্সি এবং অক্ষয় কুমার দুজনেই। এমনই খবর বলিপাড়ায়। আপাতত ছবির কাস্ট নির্বাচন থেকে শুরু করে প্রি প্রোডাকশনের কাজ চলছে। এই সকল কাজ শেষ হলে শুরু হবে শ্যুটিং।

সে যাই হোক, এখন বেজায় ব্যস্ত নায়ক। বর্তমানে হিট ছবির সিক্যুয়েল তৈরির ট্রেন্ড চলছে বলিউডে। এর আগও একাধিক ছবির সিক্যুয়েল তৈরি হতে দেখা গিয়েছে। এবার অক্ষয়ের হাতে রয়েছে একাধিক সিক্যুয়েল ছবি। আজই তিনি সিক্যুয়েল ছবি হাউসফুল ৫-র কথা ঘোষণা করেন। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি

 

আরও পড়ুন

Satyaprem Ki Katha: দেখে নিন কার্তিক-কিয়ারা ম্যাজিক কতটা সফল হল, প্রথম দিনে আয় করল ছবিটি

Gadar 2: ‘উদজা কালে’-গানের পর তৈরি হবে ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গানটি, ‘গদর ২’ ছবি জুড়ে থাকছে নস্টালজিয়া

Adipurush: আয় ঠেকেছে ১ কোটিরও নীচে, সঙ্গে কুম্ভকর্ণের বিস্ফোরক মন্তব্যে আরও জোড়ালো হল বিতর্ক

 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত