Gadar 2: ‘উদজা কালে’-গানের পর তৈরি হবে ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গানটি, ‘গদর ২’ ছবি জুড়ে থাকছে নস্টালজিয়া

Published : Jun 30, 2023, 12:37 PM ISTUpdated : Jun 30, 2023, 12:40 PM IST
gadar 2 song udd jaa kaale kaava out

সংক্ষিপ্ত

আগেই টিমের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এই ছবির জন্য ‘উদ জা কালে কাভা’ গানটি পুনঃনির্মান করা হচ্ছে। এবার এল আরও বড় চমক।

ছবি নিয়ে ফের এক বড় ঘোষণা করলেন পরিচালক অনিল শর্মা। ‘গদর ২’ ছবিতে উঠে আসতে চলেছে পুরনো নস্টালজিয়া। এর আগেই টিমের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এই ছবির জন্য ‘উদ জা কালে কাভা’ গানটি পুনঃনির্মান করা হচ্ছে। এবার এল আরও বড় চমক। জানা গিয়েছে, ‘গদর ২’ ছবিতে থাকছে ‘গদর’ ছবির হিট গান ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’। উদজা কালে’-গানের পর তৈরি হবে ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গানটি।

এর সাক্ষাৎকারে পরিচালক অনিল শর্মা জানান, অধিকাংশ সময় ছবিতে ফোক গানের ব্যবহার করা হয়। কিন্তু, এটি প্রথম গান যা ফোক গান হিসেবে খ্যাতি পেয়েছে। এখন রাজস্থানের সব জায়গায় এই গান বাজে। এটা উত্তম সিং এবং আনন্দ বক্সীর বড় অর্জন। তিনি আরও বলেন, ছবির যে নতুন সংস্করণ তৈরি হচ্ছে তাতে ব্যবহৃত শব্দ থেকে সঙ্গীত সবই হবে আধুনিক। তবে, তিনি জানান থাকবে ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গানটি। তিনি বলেন, যখন ছবিতে আপনারা তারা ও সাকিনার সম্পর্কের রসায়নের সঙ্গে গানটি দেখতে পাবেন তখন নিশ্চিত নস্টালজিক হয়ে পড়বেন। তিনি বলেন, এই গান তার নয়। এটি জনসাধারণের গান।

সানি দেওল ও আমিশা প্যাটেল থাকছেন ‘গদর ২’ ছবিতে। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা যাবে তাঁদের। এবার এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠতে চলেছে। ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করবেন।

১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি। আর এই ছবির বড় পাওনা হল ছবিতে থাকছে গদর ছবির হিট গান ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’। এবার এই গানটিকে ফোক গানের মতো করে উপস্থাপনা করা হবে বলে আন্দাজ সকলের। এদিকে ২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে। সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি। ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি সে সময় আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হচ্ছে গদর ২। চলতি বছর মুক্তি পাবে ছবিটি। ছবিতে থাকছে পুরনো সেই নস্টালজিয়া। ফের তারা সিং ও সাকিনার প্রেমের ঝলক মিলতে চলেছে এই ছবিতে।

 

আরও পড়ুন

Adipurush: আয় ঠেকেছে ১ কোটিরও নীচে, সঙ্গে কুম্ভকর্ণের বিস্ফোরক মন্তব্যে আরও জোড়ালো হল বিতর্ক

নির্ধারিত দিনের আগেই ওটিটি-তে আদিত্য-অনীল জুটি, মুক্তি পেল ‘দ্য নাইট ম্যানেজার ২’

'ছবি বাঁচাতে নওয়াজের পাশে ছিলেন কঙ্গনা', বলিউড কুইনের প্রসঙ্গে বিরূপ মন্তব্য করে প্রচারের আলোয় আলিয়া

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য