Akshay Kumar: ‘দিল অউর সিটিজেনশিপ দোনো হিন্দুস্তানি, স্বাধীনতা দিবসে ভক্তদের সুখবর দিলেন খিলাড়ি কুমার

ভারত সরকারের কিছু নথির ছবি রয়েছে। আর এর ক্যাপশনে লেখা, ‘দিল অউর সিটিজেনশিপ দোনো হিন্দুস্তানি। হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে। জয় হিন্দ।’

স্বাধীনতা দিবসে দিন ভক্তদের দিলেন বিশেষ সুখবর। বললেন, দিল আর সিটিজেনশিপ দুটোই হিন্দুস্তানি। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করেন অক্ষয়। যেখানে ভারত সরকারের কিছু নথির ছবি রয়েছে। আর এর ক্যাপশনে লেখা, ‘দিল অউর সিটিজেনশিপ দোনো হিন্দুস্তানি। হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে। জয় হিন্দ।’

অবশেষে ভারতের নাগরিকত্ব পেলেন অক্ষয়। পাঞ্জাবের অমৃতসরে জন্ম অক্ষয় কুমারের। তাঁর বাবা ছিল আর্মি অফিসার। তিনি অল্প বয়সে তাইল্যান্ডের ব্যাংককে গিয়ে মার্শার আর্ট শেখেন। সেখানে বেশ কিছুদিন ছিলেন। তারপর ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। শেষে ঢাকায় একটি হোটেলে শেফের কাজও করেন। ২০১১ সালে কানাডার নাগরিকত্ব লাভ করেন। পরে প্রকাশ্যে আসে তাঁর ভারতীয় নাগরিকত্ব ও পাসপোর্ট নেই। এরপর থেকে অনেক দিন ধরে তিনি ভারতের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছিলেন। অবশেষ সফল হলেন। আর সেই সুখবর জানালেন ভক্তদের। গুরুত্বপূর্ণ নথির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর জানান যে তিনি এখন থেকে ভারতীয়।

Latest Videos

তবে, নাগরিকত্ব না থাকার কারণে এর আগে বার বার নানান কটু কথার সম্মুখীন হতে হয়েছিল অক্ষয়কে। তিনি বারে বারে বলেছেন, তিনি মন থেকে ভারতীয়। এবার তার প্রমাণও দিলেন। মন তো ছিলই এবার তাঁর নাগরিকত্ব হল ভারতের।

 

 

এদিকে সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত OMG 2। জড়ান বিতর্কে। এদিকে অভিনেতার বিরুদ্ধে অভিযগো ওঠে, ওএমজি তে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন অক্ষয় কুমার। আর সেই প্রেক্ষিতে সবক শেখাতে ভয়ঙ্কর ঘোষণা করে আগ্রার হিন্দু সংগঠন। তারা বলেন, কেউ অক্ষয়কে থুতু ছেটালে ও চড় মারলে ১০ লক্ষ টাকা পুরস্কার পাবেন সেই ব্যক্তি।

এই ছবির কেন্দ্রে এক শিব ভক্তের কাহিনি। কান্তি শরণ মুদগলে শিবের ভক্ত। সে শিবের নিত্য পুজারী। নিজের ছেলেকে নিয়ে পড়েছেন বিপদে। তাঁর ছেলে এমন এক কান্ড ঘটিয়েছে স্কুলে যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর সে জড়ায় আইনী মামলায়। স্কুলের নামে মামলা করেন কান্তি। কোর্টে তাঁর সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছে ইয়ামি গৌতমকে। কান্তি শরণ মুদগলকে বিপদ থেকে রক্ষা করতে স্বর্গ থেকে এলেন শিবের দূত। সে কীভাবে শিব ভক্তকে রক্ষা করবে তা নিয়ে ছবিটি।১১ অগস্ট মুক্তি পেয়েছে ওএমজি ২। তারপর থেকেই খবরে অক্ষয় কুমার

 

আরও পড়ুন

Independence Day 2023: রইল সেরা ১০টি ছবির কথা, দেশাত্ববোধক এই সকল ছবি আজও রয়েছে সেরার তালিকায়

Independence Day 2023: প্রকাশ্যে এসেছে কোনও ছবির ফার্স্ট লুক তো চলছে কোনও ছবির শ্যুটিং, শীঘ্রই মুক্তি পাবে এই কয়টি দেশাত্মবোধক ছবি

Sanjay Dutt: শ্যুটিং সেটে গুরুতর আহত সঞ্জয় দত্ত, মাথায় পড়ল সেলাই

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari