Independence Day 2023: প্রকাশ্যে এসেছে কোনও ছবির ফার্স্ট লুক তো চলছে কোনও ছবির শ্যুটিং, শীঘ্রই মুক্তি পাবে এই কয়টি দেশাত্মবোধক ছবি

Published : Aug 15, 2023, 08:33 AM ISTUpdated : Aug 15, 2023, 10:36 AM IST
Maidaan

সংক্ষিপ্ত

ভারতের ইতিহাসে উল্লেখ আছে স্বাধীনতা সংগ্রামের সেই সকল কঠিন দিনের কথা। যা মাঝেমধ্যেই উঠে আসে ছবির পর্দায়।

পালিত হচ্ছে ৭৭ তম স্বাধীনতা দিবস। জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়ের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ১৫ অগস্ট ১৯৪৭ সালে ২০০ বছরেরও বেশি ব্রিটিশ শাসনের সমাপ্তি হয়। দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। অনেকে অনেক মানুষ প্রাণ হারায় এবং ১ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষ বাস্তুহারা হন। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ভগত সিং, চন্দ্র শেখর আজাদ, সুভাষ চন্দ্র বসু সহ আরও অনেক নেতা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তাঁদের ত্যাগ ও লড়াই স্বাধীন করেছিল ভারত মাতাকে। ভারতের ইতিহাসে উল্লেখ আছে স্বাধীনতা সংগ্রামের সেই সকল কঠিন দিনের কথা। যা মাঝেমধ্যেই উঠে আসে ছবির পর্দায়। আজ রইল কয়টি ছবির কথা। এর মধ্যে প্রকাশ্যে এসেছে কোনও ছবির ফার্স্ট লুক। তো চলছে কোনও ছবির শ্যুটিং, শীঘ্রই মুক্তি পাবে এই কয়টি দেশাত্মবোধক ছবি। রইল তালিকা।

ম্যায় অটল হুন

রবি যাদব পরিচালিক, ম্যায় অটল হুন ছবিটি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক। ছবির প্রধান চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে। সম্ভব ডিসেম্বরে মুক্তি পাবে ম্যায় অটল হুন। ছবি বিনোদ ভানুসালি ও সন্দীপ সিং তৈরি করছেন এই ছবি।

পিপ্পা

ঈশান খট্টর ও মৃণাল ঠাকুর অভিনীত পিপ্পা আসছে শীঘ্রই। তরুণ ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার জীবন নিয়ে তৈরি হচ্ছে পিপ্পা। যা মুক্তি পাবে ২ ডিসেম্বর। ১৯৭১ সালের ভারক পাকিস্তানের মুক্তি যুক্ত উঠে আসতে চলেছে ছবিতে।

সাম বাহাদুর

ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আসছে সাম বাহাদুর। ছবিরতে সেনাবাহিনী প্রধান সেনাপতি স্যাম মানকেশ-র জীবন উঠে আসতে চলেছে। ছবির প্রধান চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। থাকবেন মনোজ বাজপেয়ী, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা।

ময়দান

আসছে স্পোর্চস ড্রামা ফিল্ম ময়দান। ১৯৫২-১৯৬২ সালের ভারতীয় ফুটবলের সোনালী যুগ উঠে আসবে ছবিতে। দেশাত্মবোধক এই ছবিতে দেখা যাবে অজয় দেবগণ, প্রিয়ামণি, গজরাজ রাওকে।

ইয়ে ওয়াতন মেরে ওয়াতন

ইয়ে ওয়াতন মেরে ওয়াতন আসতে চলেছে অ্যামজন প্রাইমে। এটিও ভারত ছাড়ো আন্দোলন নিয়ে তৈরি ছবি। ছবির প্রধান চরিত্রে দেখা দেবেন সারা আলি খান। এক তরুণ কলেজেরে মেয়ের জীবন উঠে আসবে ছবিতে। তিনি কীভাবে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন তা দেখানো হবে ইয়ে ওয়াতন মেরে ওয়াতন ছবিতে। 

 

আরও পড়ুন

Sanjay Dutt: শ্যুটিং সেটে গুরুতর আহত সঞ্জয় দত্ত, মাথায় পড়ল সেলাই

Gadar 2: সোমবার ছবির আয় হল ৩০ কোটি, রইল সানি দেওল ও আমিশা অভিনীত ‘গদর ২’ ছবির আয়ের হিসেব

হাতে টর্চ নিয়ে জঙ্গলে কোয়েল! ধরা পড়বে শিকারিরা? 'জঙ্গলে মিতিন মাসি' পোস্টার লঞ্চ

 

PREV
click me!

Recommended Stories

পরিণীতির মতো আপনিও 'ন' অক্ষর দিয়ে ছেলের নাম রাখতে চান? রইল সেরা ও আধুনিক নামের তালিকা
‘ভুল পথে গেছি’, শিবার পুনঃমুক্তিতে স্বীকারোক্তি রামগোপাল বর্মার, কী বললেন পরিচালক