Rocky Aur Rani Ki Prem Kahani: কাশ্মিরের জিরো ডিগ্রিতে শিফন শাড়ি পরে কীভাবে করেছিলেন শ্যুটিং, অভিজ্ঞতা জানালেন আলিয়া

ক্যামেরার পিছনে তারকা থেকে ফিল্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কতটা কঠিন পরিশ্রম করতে হয় তা তুলে ধরেছেন নায়িকা। কাশ্মিরের জিরো ডিগ্রিতে শ্যুটিং করা কতটা কঠিন ছিল, তা তুলে ধরেন। 

আমার প্রথম গানের ব্লগ... #তুমকেয়ামিলে। এই লিখে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে বরফের দেশে দেখা যাচ্ছে তাঁকে। ঠান্ডার মধ্যে পরনে সিফন শাড়ি। ভিডিওতে তার পাশে রয়েছেন করণ জোহরও। আবার কোথাও দেখা যাচ্ছে তিনি মনোরম পরিবেশের ভিডিও করেছেন। আবার কোথাও দেখা যাচ্ছে শ্যুটের আগে তিনি নিচ্ছেন প্রস্তুতি। ক্যামেরার পিছনে যা যা আনন্দ করেন তা নিয়ে একটি ব্লগ বানিয়েছেন আলিয়া। এটি তাঁর মেয়ে রাহার জন্মের পর পর প্রথম গানের শ্যুট ছিল। এমনই জানান নায়িকা। সঙ্গে লোকেশনের কোথা কোথায় শ্যুট করবেন, বরফের কোন কোন অংশ দিয়ে হেঁটে যাবেন তা দেখান। এভাবে নিজের অভিজ্ঞতা নিয়ে একটি ব্লগ তৈরি করেছেন নায়িকা। ৭ মিনিটের এই ব্লগে রয়েছে শ্যুটিং-র নানান তথ্য। ক্যামেরার পিছনে তারকা থেকে ফিল্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কতটা কঠিন পরিশ্রম করতে হয় তা তুলে ধরেছেন নায়িকা। কাশ্মিরের জিরো ডিগ্রিতে শ্যুটিং করা কতটা কঠিন ছিল, তা তুলে ধরেন। আর এই ঠান্ডা সিফন শাড়ি পরে কীভাবে তিনি এত সুন্দর একটি গান শ্যুট করেছেন তা তুলে ধরেছেন আলিয়া ভাট।

এভাবে খবরে এলেন আলিয়া। মুহূর্তে ভাইরাল হয়েছে তার তাঁর পোস্ট করা এই ভিডিও। রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবির গানের শ্যুটিং কেমন ছিল তা জানান নায়িকা।

Latest Videos

এবার চট্টোপাধ্যায় ও রান্ধাওয়াস দুই পরিবারের গল্প নিয়ে আসছে ‘রকি অউর রানি কি ফ্রেম কাহিনি’। চট্টোপাধ্যায় পরিবারের মেয়ে আলিয়া ভাট। রান্ধাওয়াস পরিবারের ছেলে রণবীর সিং। এদের সম্পর্ক নিয়ে তৈরি ছবিটি। ২৮ জুলাই মুক্তি পাবে ‘রকি অউর রানি কি ফ্রেম কাহিনি’। করণের ছবিতে এই প্রথম এমন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরী। এই খবরে আপ্লুত পুরো টলিপাড়া। টলিতারকাদের করণ জোহরের ছবিতে কাজ করার খবরে খুশির হাওয়া সর্বত্র। তেমনই, বাঙালি পরিবারের মেয়ে হিসেবে আলিয়া কতটা নজর কাড়ে তা জানতে আগ্রহী সকল ভক্তরা। আর কিছুদিনের অপেক্ষা। তারপরই আসছে রকি আর রানির প্রেম। ইমোশন, ড্রামা, রোম্যান্স-সব মিলিয়ে এক মিষ্টি প্রেমের কাহিনি তুলে ধরতে চলেছেন পরিচালক। ছবির টিজার প্রকাশ্যে আসার পর তা সর্বত্র প্রশংসা কুড়িয়েছে ঠিকই কিন্তু ছবিটি কতটা সফল হয় তাই এখন দেখার অপেক্ষা।

 

 

আরও পড়ুন

Satyaprem Ki katha: রেকর্ড গড়ল কার্তিক-কিয়ারা, ১০০ কোটির ঘরে পা দিল 'সত্যপ্রেম কি কথা'

Ritabhari Ckakraborty: ওয়েব সিরিজে ডেবিউ করবেন ঋতাভরী, এক গর্ভবতী মহিলার কাহিনি ও কন্যাভ্রূণ রক্ষা বার্তা দিতে আসছেন নায়িকা

OMG 2: ভক্তের ডাকে মর্ত্যে এলেন ভগবান শিব, নতুন ধরনের গল্প নিয়ে আসছে অক্ষয়, প্রকাশ্যে টিজার

Share this article
click me!

Latest Videos

Rashifal Bangla : সোমবার কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল | Bangla News
বাংলাদেশ বানাবে? ফিরহাদের পর সিদ্দিকুল্লা! বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু | Suvendu Adhikari
তৃণমূল মানে কি? : শুভেন্দু | Suvendu Adhikari | Shorts | #shorts | #bjpnews | #banglanews
Firhad Hakim ও Siddiqullah Chowdhury-র আসল মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! দেখুন
এ কী ভয়ানক দৃশ্য! ঘর ভেঙে ঢুকে গেল আস্ত গাড়ি, আতঙ্কে South 24 Parganas-এর Basanti | South 24 Pargana