সংক্ষিপ্ত
দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেল টিজার। যেখানে শিব ঠাকুরের বেশে দেখা যাচ্ছে অক্ষয়কে। অক্ষয় ছাড়াও ছবিতে থাকছেন ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠী-সহ আরও অনেকে।
‘ভগবান আছেন নাকি নেই, তার উত্তর মানুষই দিতে পারেন। আস্তিক বা নাস্তিক হয়ে। কিন্তু, ঈশ্বর ভেদাভেদ করেন না। তা সে নাস্তিক কাঞ্জিলাল মেহেতা হোক বা আস্তিক কান্তি সরণ।...’ টিজারের শুরুটা খানিকটা এরকম। শুরুতে নাস্তিক কাঞ্জিলাল মেহেতা এবং আস্তিক কান্তি সরণের সঙ্গে সাক্ষাৎ ঘটবে। এরপরই গঙ্গা থেকে উঠতে দেখা যাচ্ছে অক্ষয়কে। মাথায় জটা গলায় রুদ্রাক্ষ। তিনি যেখানে যাচ্ছেন পিছনে রয়েছেন নন্দী। মানুষের বেশে নিজের ভক্তদের আশীর্বাদ করছেন তিনি। সঙ্গে বাজছে বাজছে ‘হর হর মহাদেব’ গানটি। টিজারে আস্তিক কান্তি সরণকে বলতে শোনা গেল, ভক্ত আস্তিক হোক বা নাস্তিক, ঈশ্বর সর্বদা নিজের সন্তানের প্রয়োজনে তাঁকে বিপদ থেকে উদ্ধার করতে আসেন।
একেবারে অন্যরকম গল্প নিয়ে আসছে ‘OMG 2’। দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেল টিজার। যেখানে শিব ঠাকুরের বেশে দেখা যাচ্ছে অক্ষয়কে। অক্ষয় ছাড়াও ছবিতে থাকছেন ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠী-সহ আরও অনেকে। টিজার দেখে বোঝা যাচ্ছে, কান্তি সরণ শিবের উপাসক। তাঁর পরিবার কোনও সমস্যায় আছেন। তাদের উদ্ধার করতে মানুষের বেশ ধরে মর্ত্যে আসবেন ভগবান শিব। তেমনই টিজারে আত্মহত্যার ঘটনা দেখানো হয়েছে। ছবির মধ্য দিয়ে যে এক ভক্তের বিশ্বাস ফুটে উঠবে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।
‘OMG 2’ নিয়ে বক্স অফিসে চর্চা চলছে বহুদিন। OMG ছবি মুক্তির প্রায় ১১ বছর পর আসছে সিক্যুয়েল ছবি। OMG মুক্তি পেয়েছিল ২০১২ সালে। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি। সেই সাফল্যের রেশ ধরে আসছে সিক্যুয়েল। OMG ছবিতে কৃষ্ণের অবতারে দেখা গিয়েছিল অক্ষয়কে। এবার তিনি দেখা দেবেন শিবের অবতারে। এটি নিয়ে দর্শকদের আশা রয়েছে তুঙ্গে। তা পূরণ হয় কিনা তা তো সময় বলবে। তবে, সদ্য মুক্তি পাওয়া ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই ছবির টিজার। শিবের অবতারে অক্ষয় কতটা সফল হন তা সময় বলবে।
এর আগে ‘OMG’ ছবিতে শ্রীকৃষ্ণ রূপে দেখা গিয়েছিল তাঁকে। ভক্তদের দুঃখ-কষ্ট দূর করতে মানুষের বেশে পৃথিবীতে এসেছিলেন তিনি। রোম্যান্স, কমেডি, ভক্তি সব নিয়ে মুক্তি পায় ছবিটি। এবার সেই সাফল্য ধরে আসছে ‘OMG 2’। এবারও ছবিতে উঠে আসছে চলেছে ভক্তির এক বিশেষ রূপ উঠে আসতে চলেছে। ভক্তের টানে ভগবান শিব নেমে এলেন মর্ত্যে।
আরও পড়ুন
দেখে নিন Jawan ছবির জন্য কোন তারকার পকেটে ঢুকল কত কোটি
Jawan: সত্যিই কি শাহরুখের মা হচ্ছেন দীপিকা? 'জওয়ান' ছবির প্রিভিউ ভিডিও দিল চমক