রণবীর-আলিয়ার সঙ্গে মর্নিং ওয়াকে বেরিয়েছে একরত্তি রাহা, ভাইরাল ছবিতে ভালবাসায় ভরিয়ে দিল ভক্তরা

Published : Jan 13, 2023, 11:07 PM IST
Alia Bhatt

সংক্ষিপ্ত

এই প্রথমবার প্রকাশ্যে দেখা গেল রণবীর ও আলিয়ার একরত্তিকে। বাবা ও মায়ের সঙ্গে মর্নিং ওয়াকে বেরিয়েছেন একরত্তি রাহা। কালো সোয়েট শার্ট এবং জর্গাসে দেখা মিলল আলিয়া ভাটকে।

গত ৬ ডিসেম্বর আলিয়া ও রণবীরের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। ২৯ বছরেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন আলিয়া ভাট। মেয়ের বয়স সবে মাত্র দু-মাস। মেয়েকে সময় দিতেই বেশি ব্যস্ত নতুন মা। এই মুহূর্তে রালিয়ার একরত্তিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। যদিও খুদের ছবি এখনও প্রকাশ্যে আনেননি রণবীর-আলিয়া।

এই প্রথমবার প্রকাশ্যে দেখা গেল রণবীর ও আলিয়ার একরত্তিকে। বাবা ও মায়ের সঙ্গে মর্নিং ওয়াকে বেরিয়েছেন একরত্তি রাহা। কালো সোয়েট শার্ট এবং জর্গাসে দেখা মিলল আলিয়া ভাটকে। রণবীরও বউয়ের সঙ্গে টুইনিং করে কালো পোশাকে দেখা গেছে। রালিয়ার সঙ্গে রয়েছে আলিয়ার দিদি শাহিনও। তবে রাহাকে এখনও প্রকাশ্যে আনননি রণবীর ও আলিয়া। প্র্যামের মধ্যে শুয়ে ছিল বেবি রাহা। এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

 

 

মা হওয়ার পর যেন মুহূর্তে বদলে গেছে আলিয়া ভাটের রোজনামচা। গত কয়েকটা দিনেই বদলে গিয়েছে আলিয়ার পুরোনো রুটিন। আসলে মা হওয়ার পর প্রতিটা মায়েরই একই অবস্থা হয়। তেমনটাই হয়েছে আলিয়া ভাটেরও। একরত্তির দিকে তাকিয়েই যেন দিন-রাত কেটে যাচ্ছে। বিয়ের বছর এখন ঘোরেনি, মাত্র সাত মাসের মধ্যে মা হয়ে সকলকে চমকে দিয়েছেন আলিয়া ভাট। মা ও মেয়েকে নিয়েই ব্যস্ত নেটদুনিয়া। দুজনের খুনসুটি দেখতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। মা হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতেও সেভাবে দেখা যায়নি আলিয়া ভাটকে। আসলে মেয়েকে সময় দিতেই বেশি ব্যস্ত নতুন মা। চোখে -মুখে স্পষ্ট মাতৃত্বের আভা। কালো পোশাকে বলিপাড়ার নতুন মাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। ছবিতে একদম স্লিম অ্যান্ড ট্রিম লুকেই ধরা দিলেন আলিয়া। মা হওয়ার পর শরীরে বেবি ফ্যাটও বিশেষ জমেনি। ছিমছাম লুকে আলিয়াকে দেখে ভালবাসায় ভরিয়ে দিলেন ভক্তরা। সন্তান প্রসবের খবর জানিয়ে আবেগঘন পোস্ট করেন আলিয়া ভাট। অভিনেত্রীর পোস্টে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। পোস্টে দেখা যাচ্ছে সিংহ, সিংহী, শাবকের ছবি । যেখানে দেখা যাচ্ছে,আমাদের জীবনের সেরা খবর, আমাদের সন্তান হয়েছে, ও এক মায়াবী কন্যা। সঙ্গে লাল হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছে। আমরা ভালবাসায় পরিপূর্ণ ও আশীর্বাদপ্রাপ্ত এবং আবেগঘন মা-বাবা। আলিয়া এবং রণবীরের পক্ষ থেকে রইল অনেক অনেক ভালবাসা। আলিয়ার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা।

আরও পড়ুন-

বদলে গেছে নতুন মায়ের রোজনামচা,মা হওয়ার পর প্রথম পোস্টে কী বললেন আলিয়া ভাট

সিজারিয়ান ডেলিভারি এড়াতে প্রস্তুতি নিয়েছিলেন আলিয়া, অধীর আগ্রহে অপেক্ষায় 'দাদা' মহেশ ভাট

বলিউডে ১০টি বসন্ত পার করে আলিয়া ভাট শুধু কাপুর পরিবারের 'লক্ষ্মী' নন, বক্স অফিসেও লক্ষ্মীমন্ত

PREV
click me!

Recommended Stories

বাবার মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ডিনো মোরিয়ার
অস্কার ২০২৬: শর্টলিস্টেড 'হোমবাউন্ড', আরও এক ধাপ এগিয়ে গেল ভারত, আবেগঘন পোস্ট করণ জোহরের