Rocky Aur Rani Ki Prem Kahani: ছবির প্রচারে শহর তিলোত্তমায় হাজির আলিয়া-রণবীর, প্রকাশ্যে এল ছবির নতুন গান

ছবির প্রচারে শহরে এলেন আলিয়া ভাট ও রণবীর সিং। সঙ্গে ছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরী। ছবির প্রচারের সঙ্গে প্রকাশ্যে এল ছবির নতুন গান। মুক্তি পেল টিন্ডোরা বাজে রে। সদ্য শহরের এক পাঁচ তারা হোটেলে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান।

চলতি সপ্তাহেই মুক্তি পাবে রকি অউর রানি কি প্রেম কাহিনি। তার আগে ছবির প্রচারে শহরে এলেন আলিয়া ভাট ও রণবীর সিং। সঙ্গে ছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরী। ছবির প্রচারের সঙ্গে প্রকাশ্যে এল ছবির নতুন গান। মুক্তি পেল টিন্ডোরা বাজে রে। সদ্য শহরের এক পাঁচ তারা হোটেলে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান।

এদিন গোলাপী শাড়িতে দেখা যায় আলিয়াকে। চোখে কাজল আর ঠোঁটে হালকা মেকআপ। ছিমছাম সাজে হাজির হন নায়িকা তেমনই রণবীর পরেছিলেন সারা শার্ট আর সাদা-কালো স্ট্রাইপ করা ট্রাউজার। চোখে ছিল মোটা ফ্রেমের সানগ্লাস। দুজনের সাজের সঙ্গে মিল ছিল ছবির চরিত্রের। ছবিতে এক বাঙালি মেয়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। ছবিতে আলিয়ার মা ও বাবার ভূমিকায় থাকছে টলিউডে চূর্ণী ও টোটা। এই প্রথম এদের দুজনকে দেখা যাবে করণ জোহরের ছবিতে। যা নিয়ে বেশ খুশি বাংলার দর্শকরে।

Latest Videos

এদিন ছবির প্রচারে এসে নিজের অভিজ্ঞতার কথা জানান তারকারা। আলিয়া বলেন, করণের শ্যুটিং ফ্লোরে টেনশন বলে কিছু নেই। সিরিয়াস দৃশ্যে অভিনয় করার পরও তাঁরা হাসি ঠাট্টা করেছেন। সঙ্গে রণবীর বলেন, করণের ছবিতে কাজ করতে পেরে সে আনন্দিত। তেমনই আলিয়ার রিল লাইফের বাবা ও মা অর্থাৎ চূর্ণী ও টোটা আলিয়া ও রণবীরের পেশাদারিত্বের বিস্তর প্রশংসা করেন।

চলতি শুক্রবার অর্থাৎ ২৮ জুলাই মুক্তি পাবে রকি অউর রানি কি প্রেম কাহিনি। গতকালই মিলেছে সেন্সার বোর্ডের ছাড়পত্র। U/A সার্টিফিকেট পেয়েছে তাঁরা। ছবিতে রয়েছেন, আলিয়া ভাট, রণবীর সিং, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী, ধর্মেন্দ্র, আছেন জয়া বচ্চন। এছাড়াও রয়েছেন, আমির বশির, ক্ষিতি জোগ রান্ধাওয়াস, অঞ্জলি আনন্দ-সহ আরও অনেকে। চট্টোপাধ্যায় ও রান্ধাওয়াস দুই পরিবারের গল্প নিয়ে আসছে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। একেবারে রোম্যান্টি ঘরানার ছবিটি এটি। ছবিতে আলিয়া ও রণবীরের প্রেম ও সেই প্রেমের পরিণতি নিয়ে পুরো কাহিনি। তাদের দুজনের পরিবারের সকলে সদস্যের মানসিকতা থেকে সংস্কৃতি সবই আলাদা। এতো অমিল সত্ত্বেও তাদের ভালোবাসার জোড়ে দুই পরিবারের মিল হয় কি না তা নিয়ে তৈরি রকি অউর রানি কি প্রেম কাহিনি। সে যাই হোক, সদ্য প্রকাশ্যে এল ছবির আরও এক নতুন গান। এখন অপেক্ষা ছবি মুক্তির।

 

 

 

 

আরও পড়ুন

Ananya Pandey-Aditya: চলছে ‘খুল্লম খুল্লা’ প্রেম, ফের ডেটিং-এ হাজির আদিত্য-অনন্যা, জেনে নিন কোথায় গেলেন এই লাভবার্ড

Hrithik Roshan: পরিচালনার কাজে হৃতিক, অভিনয় ছেড়ে ক্যামেরার পিছনের কাজে আগ্রহী গ্রিক গড

কলকাতায় রণবীর সিং ও আলিয়া ভাট, প্রচার সারলেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari