আলিয়া ভাটের সবচেয়ে বেশি আয় করা ছবি। আলিয়া ভাট ৩২ বছরে পা দিলেন। তাঁর জন্মদিনে জেনে নিন তাঁর সবচেয়ে বেশি রোজগার করা ছবিগুলোর ব্যাপারে। জানিয়ে রাখি, ২০১২ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির মাধ্যমে আলিয়া বলিউডে আত্মপ্রকাশ করেন।
আলিয়া ভাট ৩২ বছরে পা দিলেন। তাঁর জন্মদিনে জেনে নিন তাঁর সবচেয়ে বেশি রোজগার করা ছবিগুলোর ব্যাপারে। যার দৌলতে তিনি ইন্ডাস্ট্রিতে একজন সুপারস্টার হয়ে উঠেছেন।
211
১. ২০১২ সালে মুক্তি পাওয়া আলিয়া ভাটের ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ১০৯ কোটি টাকার ব্যবসা করেছিল। ছবিটির বাজেট ছিল ৫৫ কোটি টাকা।
311
২. ২০১৪ সালে মুক্তি পাওয়া আলিয়া ভাটের ছবি '২ স্টেটস'-ও দারুণ ব্যবসা করেছিল। ৪৫ কোটি টাকার বাজেটের এই ছবি ১৭৫ কোটি টাকা আয় করেছিল।