আলিয়া ভাটের সবচেয়ে বেশি আয় করা ছবি। আলিয়া ভাট ৩২ বছরে পা দিলেন। তাঁর জন্মদিনে জেনে নিন তাঁর সবচেয়ে বেশি রোজগার করা ছবিগুলোর ব্যাপারে। জানিয়ে রাখি, ২০১২ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির মাধ্যমে আলিয়া বলিউডে আত্মপ্রকাশ করেন।
আলিয়া ভাট ৩২ বছরে পা দিলেন। তাঁর জন্মদিনে জেনে নিন তাঁর সবচেয়ে বেশি রোজগার করা ছবিগুলোর ব্যাপারে। যার দৌলতে তিনি ইন্ডাস্ট্রিতে একজন সুপারস্টার হয়ে উঠেছেন।
211
১. ২০১২ সালে মুক্তি পাওয়া আলিয়া ভাটের ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ১০৯ কোটি টাকার ব্যবসা করেছিল। ছবিটির বাজেট ছিল ৫৫ কোটি টাকা।
311
২. ২০১৪ সালে মুক্তি পাওয়া আলিয়া ভাটের ছবি '২ স্টেটস'-ও দারুণ ব্যবসা করেছিল। ৪৫ কোটি টাকার বাজেটের এই ছবি ১৭৫ কোটি টাকা আয় করেছিল।
৩. ২০১৬ সালে মুক্তি পায় আলিয়া ভাটের ছবি 'কপূর অ্যান্ড সনস'। ৩৫ কোটি টাকার বাজেটের এই ছবি ১৪৪ কোটি টাকার ব্যবসা করেছিল।
511
৪. ২০১৭ সালে মুক্তি পায় আলিয়া ভাটের ছবি 'বদ্রিনাথ কি দুলহনিয়া'। ৪৫ কোটি টাকার বাজেটের এই ছবি ২০২ কোটি টাকা আয় করেছিল।
611
৫. ২০১৮ সালে মুক্তি পায় আলিয়া ভাটের ছবি 'রাজি'। ৪০ কোটি টাকার বাজেটের এই ছবি ১৯৫ কোটি টাকার ব্যবসা করেছিল।
711
৬. ২০১৯ সালে মুক্তি পায় আলিয়া ভাটের ছবি 'গলি বয়'। ৭৫ কোটি টাকার বাজেটের এই ছবি ২৩৪ কোটি টাকার ব্যবসা করেছিল।
811
৭. ২০২২ সালে মুক্তি পায় আলিয়া ভাটের ছবি 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। ১০০ কোটি টাকার বাজেটের এই ছবি ২০৮ কোটি টাকা আয় করেছিল।
911
৮. ২০২২ সালেই মুক্তি পায় আলিয়া ভাটের ছবি 'আরআরআর'। ৫০০ কোটি টাকার বাজেটের এই ছবি ১২৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল।
1011
৯. ২০২২ সালে মুক্তি পায় আলিয়া ভাটের ছবি 'ব্রহ্মাস্ত্র'। ৩৫০ কোটি টাকার বাজেটে তৈরি হওয়া এই ছবি ৪৩১ কোটি টাকা আয় করেছিল।
1111
১০. ২০২৩ সালে মুক্তি পায় 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। আলিয়া ভাটের এই ছবি ১৫০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল এবং এটি ৩৫৭ কোটি টাকা আয় করেছিল।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।