একান্ত ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই রেগে আগুন আলিয়া, বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ রাহার মাম্মা

Published : Feb 22, 2023, 11:43 AM IST
Alia Bhatt

সংক্ষিপ্ত

বাড়িতে থাকাকালীন একান্ত ব্যক্তিগত মুহূর্তে লেন্সবন্দি হলেন আলিয়া। ঝড়ের গতিতে সেই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা দেখা মাত্রই নিজেকে আর সামলাতে পারেননি অভিনেত্রী। চরম রেগে গেছেন রণবীর ঘরনি।

বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে বি-টাউনে বেশ নাম-ডাক রয়েছে আলিয়া ভাট। বরাবরই স্পষ্ট ভাষায় কথা বলতে ভালবাসেন অভিনেত্রী। তারকাদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সর্বদাই মুখিয়ে থাকেন পাপারাৎজিরা। তারা কখন কী করছেন, কোথায় যাচ্ছেন-সবটা মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় নিয়ে চলে আসেন আলোকচিত্রীরা, তা বলে বাড়িতেও। বাড়িতে যে শান্তিতে থাকবেন তারও উপায় নেই তারকাদের। আর সেই কারণেই মেজাজ হারিয়ে ফেলেন সেলিব্রিটিরা।

মঙ্গলবার রাতে আলিয়া ভাটের সঙ্গে এমনটাই হল। বাড়িতে থাকাকালীন একান্ত ব্যক্তিগত মুহূর্তে লেন্সবন্দি হলেন আলিয়া। ঝড়ের গতিতে সেই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা দেখা মাত্রই নিজেকে আর সামলাতে পারেননি অভিনেত্রী। চরম রেগে গেছেন রণবীর ঘরনি। শুধু তাই নয়, মেয়ে রাহার সুরক্ষা নিয়েও বেজায় চিন্তিত হয়ে পড়েছেন তিনি। মঙ্গলবার বিকেলবেলা বাড়িকে কাচের জানলার পাশে বসে ছিলেন অভিনেত্রী আলিয়া। বাড়ির পোশাকেই দেখা গিয়েছে আলিয়াকে। আলিয়ার বাড়ির বৈঠকখানার এই ছবি ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজিরা। ছবিতে আলিয়া ছাড়া কাউকে দেখা যায়নি। আর এই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। যা অভিনেত্রীর নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন।

আলিয়া ভাট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে লেখেন, এটা কোন ধরনের রসিকতা। নিজের বাড়িতে একটা স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম। তবে বৈঠকখানা ঘরে যাওয়া মাত্রই মনে হচ্ছিল কেউ নজরদাড়ি চালাচ্ছে আমার উপর। আর তখন দেখি দুজন ব্যক্তি আমার প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা করে তাক লাগাচ্ছে। আলিয়া আরও বলেন, কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়, এই ধরনের কাজের অনুমতি কোথায় রয়েছে, এটা একজনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ। সবকিছুর একটা সীমা রয়েছে, যা কখনও পার করা উচিত নয়। এরা এবার সবকিছু অতিক্রম করে ফেলছে। এখানেই শেষ নয়, নিজের এই পোস্টে মুম্বই পুলিশকে ট্যাগ করে সাহায্য চান অভিনেত্রী। উল্লেখ্য, বিয়ের সাত মাসের মধ্যে মা হয়ে সকলকে চমকে দিয়েছিলেন আলিয়া ভাট।গত ৬ ডিসেম্বর আলিয়া ও রণবীরের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। ২৯ বছরেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন আলিয়া ভাট। ক্যাসানোভা ইমেজ ঝেড়ে ফেলে রণবীর কাপুর এখন হ্যাপিলি ম্যারেড। প্রেমিক-প্রেমিকার ট্যাগলাইন এখন অতীত। ওরা বিবাহিত, ওরা স্বামী-স্ত্রী, এটাই এখন ওদের পরিচয়। দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হয়েছে রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের।

 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত