
বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে বি-টাউনে বেশ নাম-ডাক রয়েছে আলিয়া ভাটের। বরাবরই স্পষ্ট ভাষায় কথা বলতে ভালবাসেন অভিনেত্রী। আলিয়াকে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। বিয়ের সাত মাসের মধ্যে মা হয়ে যেমন সকলকে চমকে দিয়েছেন তেমনই মা হওয়ার কয়েকদিনের মধ্যেই বেবি ফ্যাট ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়েছেন আলিয়া ভাট। গত নভেম্বর মাসেই মা হয়েছেন আলিয়া। মা হওয়ার পর থেকেই রাহাকে নিয়ে আপাতত সময় কাটাচ্ছেন বলি নায়িকা।
মাতৃত্বের তিন মাস পার হয়ে গিয়েছে। মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে ফেলেছেন আলিয়া ভাট। এবার কাজে ফিরতে চান আলিয়া ভাট। গত রবিবার সকালেই ডাবিং স্টুডিওর বাইরে দেখা গেল আলিয়াকে। অভিনেত্রীর ট্রান্সফরমেশনে সকলেই মুগ্ধ হয়েছেন। অভিনেত্রীকে দেখেই ঘিরে ধরেন পাপারাৎজিরা। পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছেন নতুন মা আলিয়া ভাট। সেখানেই অভিনেত্রীকে দেখে হতবাক হয়েছেন ভক্তরা। মা হওয়ার মাত্র তিন মাসের মধ্যে এতটা ওজন কীভাবে ঝরিয়ে ফেললেন আলিয়া ভাট, তা নিয়েই নানা মন্তব্য শুরু হয়েছে। ছবিতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। নেটিজেনরা কেউ লিখেছেন, আরে এত তাড়াতাড়ি রোগা হলেন কীভাবে? কেউ আবার বলেছেন মাত্র ৪ মাসের বাচ্চা, আর ওজন ঝরিয়ে আপনাকে পুরো শানায়ার মতো লাগছে, আপনাকে সম্মান করতে হয়। কেউ লিখেছেন, ওনাকেই তো বাচ্চা লাগছে, ওনার আবার বাচ্চা আছে ? পাপারাৎজির শেয়ার করা ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
মা হওয়ার পর যেন মুহূর্তে বদলে গেছে আলিয়া ভাটের রোজনামচা। গত কয়েকটা দিনেই বদলে গিয়েছে আলিয়ার পুরোনো রুটিন। আসলে মা হওয়ার পর প্রতিটা মায়েরই একই অবস্থা হয়। তেমনটাই হয়েছে আলিয়া ভাটেরও। একরত্তির দিকে তাকিয়েই যেন দিন-রাত কেটে যাচ্ছে। বিয়ের বছর এখন ঘোরেনি, মাত্র সাত মাসের মধ্যে মা হয়ে সকলকে চমকে দিয়েছেন আলিয়া ভাট। মা ও মেয়েকে নিয়েই ব্যস্ত নেটদুনিয়া। দুজনের খুনসুটি দেখতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। মা হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতেও সেভাবে দেখা যায়নি আলিয়া ভাটকে। আসলে মেয়েকে সময় দিতেই বেশি ব্যস্ত নতুন মা। ছবিতে একদম স্লিম অ্যান্ড ট্রিম লুকেই ধরা দিলেন আলিয়া। মা হওয়ার পর শরীরে বেবি ফ্যাটও বিশেষ জমেনি। ছিমছাম লুকে আলিয়াকে দেখে ভালবাসায় ভরিয়ে দিলেন ভক্তরা। নতুন মা আলিয়ার এই ছবিই এখন নেটদুনিয়ার হটকেক।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।