Salman Khan: ২৫ বছর পর সলমন-করণ জুটি, শীঘ্রই করণের ছবিতে দেখা যাবে সলমন খানকে

ফের খবরে ভাইজান। বেশ কিছুদিন ধরে খবরে রয়েছেন সলমন খান। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ‘কিসি কা ভাই, কিসি কি জান’। এরই মাসে খবরে এল তাঁর আরও এক নতুন ছবির কথা।

Sayanita Chakraborty | Published : May 1, 2023 6:22 AM IST
110

‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবি নিয়ে দর্শক মনে দীর্ঘদিন ছিল উত্তেজনা। ২১ এপ্রিল মুক্তি পেল সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। ঈদে ধামাকা দিলেন ভাইজান। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভীরাম-র কাহিনি নিয়ে তৈরি এই ছবিতে। পরিচালনার দায়িত্বে ফারহাদ শামদি। চিত্রনাট্য লিখেছেন সাজিন নাদিয়াদওয়ালা।

210

‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবির গান মুক্তির পরই তা হিট করেছে। সেখানে দেখা গিয়েছে ভেঙ্কাটেশ ও রামচরণকে। ছবিতে রয়েছে, পূজা হেগড়ে, শেহনাজ গিল, পালক তিওয়ারি, রাঘম জুয়াল, জ্যাসি গিল, আবদু রোজিকের মতো একাধিক স্টার।

310

এদিকে এবছর মুক্তি পাবে ‘টাইগার ৩’। টাইগার সিরিজের যে কয়টি ছবি মুক্তি পেয়েছে সব কয়টি পেয়েছে সাফল্য। এবার আসছে টাইগার ৩। এই ছবিতে সলমন খান তো বটেই। থাকছেন ক্যাটরিনা, ইমরান হাসমি।

410

এরই মাঝে নতুন ছবি নিয়ে খবরে এলেন সলমন। শীঘ্রই করণের ছবিতে কাজ করবেন ভাইজান। ২০২৪-র ইদে আসছে ধর্মা প্রোডাকশনের নতুন ছবি। সেই ছবিতে কাজ করবেন সলমন খান।

510

ভাইজান ও করণের জুটি বাঁধবেন এমন খবর বেশ কিছুদিন ধরে ছিল খবরে। সদ্য এই খবরে শিলমোহর দিলেন সলমন। তিনি আপ কি আদালত অনুষ্ঠানে এমনই কথার ইঙ্গিত দেন। ২৫ বছর পর দেখা যাবে সলমন-করণ জুটি।

610

সলমন বলেন, করণ নিজেই সলমনকে ধর্মা প্রোডাকশনের ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবে সম্মতি জানান ভাইজান। পাশাপাশি যশরাজ ফিল্মসের ব্যানারেও কাজ করবেন ভাইজান। বর্তমানে নিজের প্রযোজনা সংস্থা ছাড়াও করণ জোহর ও আদিত্য চোপড়ার ছবিতে কাজ করবেন তিনি।

710

এদিক সদ্য মুক্তি পাওয়া ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবি প্রথম দিনে ছবির আয় ছিল ১৫ কোটি ৮১ লক্ষ টাকা। তারপর এক ধাক্কায় আয় বেড়ে যায় ৬৩ শতাংশ। দ্বিতীয় দিনে আয় হয়েছিল ২৫ কোটি ৭৫ লক্ষ টাকা। আর তৃতীয় দিন অর্থাৎ রবিবার আয় ছিল ৬৬ কোটি ৫০ লক্ষ টাকা। অর্থাৎ রবিবার ঝুলিতে এল ৬৬ কোটি ৫০ লক্ষ টাকা।।

810

এদিকে ছবি মুক্তির পর ছবির প্রথম দিনের আয় নজর কেড়েছিব সকলের। এবার দ্বিতীয় দিনে আয় গড়েছিল রেকর্ড। তখন সমালোচকরা আশা করেছিলেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ তৃতীয় দিনেও যে রেকর্ড করবে ছবিটি। অনেকে অনেকেই বলেছিলেন, রবিবার ১০০ কোটির ঘরে প্রবেশ করবে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। তা না হলেও ছবির আয় বেশ নজর কাড়ল।

910

এর পরই কমতে থাকে ছবির আয়। এক সপ্তাহে ছবির আয় পের হতে পারেনি ১০০ কোটি। ৮ নম্বর দিনে এসেও তেমন আয় করনি ছবিটি। শুক্রবার পর্যন্ত মোট আয় ছিল ৯৪.৭৮ কোটি। ২২ এপ্রিল আয় করেছিল ১৫৮১ কোটি। ২৩ এপ্রিল আয় করেছিল ২৫.৭৫ কোটি।

1010

রবিবার ২৪ এপ্রিল আয় করেছিল ২৬.৬২ কোটি। ২৫ এপ্রিল আয় করেছিল ১০.১৭ কোটি। ২৬ এপ্রিল আয় করেছিল ৬.১২ কোটি। ২৭ এপ্রিল আয় ছিল ৪.২৮ কোটি। ২৯ এপ্রিল আয় ছিল ২.৫০ কোটি। সব মিলিয়ে এক সপ্তাহে ১০০ কোটির ঘরে প্রবেশ করতে পারেনি তি

Share this Photo Gallery
click me!

Latest Videos