আলিয়া থেকে দীপিকা- এই নয় নায়িকাকে দেখা গিয়েছে বাঙালি মেয়ের চরিত্রে, রইল অনস্ক্রিন Bong Beauty-র তালিকা

‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে দেখা দেবেন আলিয়া ভাট। তবে, সে প্রথম নয়। এর আগে একাধিক তারকাকে দেখা গিয়েছে বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করতে। দেখে নিন কোন কোন তারকা অভিনয় করেছেন এমন বাঙালি মেয়ের সাজ।

 

Sayanita Chakraborty | Published : Jul 7, 2023 3:28 AM IST
110

আলিয়া ভাট

আসছে রকি অউর রানি কি প্রেম কাহিনি। এই ছবিতে বাঙালি পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। তিনি চট্টোপাধ্যায় পরিবারের মেয়ের চরিত্রে দেখা দিতে চলেছেন। চলতি মাসেই মুক্তি পাবে ছবিটি। 

210

মাধুরী দীক্ষিত

সঞ্জয় লীলা বনসলি-র দেবদাস ছবিতে মাধুরী অভিনীত চন্দ্রমুখী চরিত্রের সাফল্যের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ছবিতে খুব সুন্দর করে চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন মাধুরী। এই ছবিতে বাঙালি চরিত্রে অভিনয় করেন নায়িকা। কারণ, চন্দ্রমুখীকে বাঙালি মেয়ে হিসেবে দেখানো হয়েছিল।

310

ঐশ্বর্য রাই বচ্চন

সঞ্জয় লীলা বনসলি-র দেবদাস ছবিতে ঐশ্বর্যকেও দেখা গিয়েছিল বাঙালি মেয়ের চরিত্রে। তিনি পারো চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিটি আজও বলিউডের সেরা ছবির তালিকায় স্থান পায়।

410

দীপিকা পাড়ুকোন

বাঙালি মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। পিকু ছবিতে তিনি এমন বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন দীপিকা। পিকু ছবিটি দীপিকার কেরিয়ারের এক অন্যতম ছবি।

510

বিদ্যা বালন

বলিউডের হিট ছবির তালিকায় আজও স্থান পায় পরিণীতা। প্রদীপ সরকার পরিচালিত এই ছবি দিয়ে সকলের নজর কেড়েছিলেন বিদ্যা। ছবিতে বিদ্যাকে দেখা গিয়েছিল বাঙালি মেয়ের চরিত্রে। বিদ্যার কেরিয়ারের সব থেকে উল্লেখযোগ্য ছবি হল পরিণীতা।

610

রানি মুখোপাধ্যায়

রানি মুখোপাধ্যায় অভিনীত শেষ মুক্তি পাওয়া ছবি হল মিস্টার চ্যাটার্জ্জী ভার্সেস নরওয়ে। এই ছবিটি সত্য ঘটনার ওপর কেন্দ্র করে তৈরি। ছবিতে বাঙালি বউ-র চরিত্রে দেখা গিয়েছে রানিকে।

710

প্রিয়াঙ্কা চোপড়া

বরফি ছবিতে ঝিলমিল চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। তিনি প্রতিবন্ধী মেয়ের চরিত্রে অভিনয় করে চমক দিয়েছিলেন সকলকে। প্রিয়াঙ্কা অভিনীত এই ছবিতে ছিলেন ইলিনা ও রণবীর কাপুর। ছবির সাফল্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

810

সোনাক্ষী সিনহা

লুটেরা ছবিতে পাখী রায় চৌধুরীর চরিত্রে দেখা গিয়েছিল সোনাক্ষীকে। ছবিতে রণবীর সিং-র সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। চেনা ছকের বাইরে অভিনয় করেন সোনাক্ষী। ছবিটি আজও হিট বলিউড ছবির তালিকায় আছে।

910

ইলিনা ডিক্রুজ

বরফি ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ইলিনা ডিক্রুজ। রণবীর কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও স্ক্রিন শেয়ার করেন ইলিনা।

1010

এমনই একাধিক তারকাকে বাঙালি মেয়ের চরিত্রে দেখা গিয়েছে। শীঘ্রই আসছে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে দেখা দেবেন আলিয়া ভাট। তার আগে এই নয় তারকে অভিনয় করেছেন এমন চরিত্রে।

Share this Photo Gallery
click me!

Latest Videos