Ranveer Singh: পদ্মাবত থেকে বেফিকরে- জন্মদিনে দেখে নিন রণবীরের সেরা ১০ টি Box Office Hits, জেনে নিন কোন ছবি আয় করেছিল কত

৬ জুলাই ৩৮-এ পা দিলেন রণবীর সিং। বলিউডে পা রাখার পর থেকে একের পর এক হিট দিয়েছেন দর্শকদের। পদ্মাবত থেকে রামলীলা কিংবা সিম্বার মতো একাধিক ছবি রয়েছে তাঁর কেরিয়ারে। জন্মদিনে জেনে নিন প্রিয় অভিনেতার সেরা ১০ টি Box Office Hits কোনগুলো, দেখে নিন এক ঝলকে।

Sayanita Chakraborty | Published : Jul 6, 2023 6:07 AM IST / Updated: Jul 06 2023, 11:45 AM IST
110

পদ্মাবত

আলা উদ্দিন খিলজি-র চরিত্রে অভিনয় করেছিলেন পদ্মাবত ছবিতে। চেনা ছকের বাইরে দেখা গিয়েছিল রণবীর সিং-কে। ছবিটি আয় করেছিল ৩০২ কোটি টাকা।

210

বাজিরাও মস্তানি

রণবীর সিং-র কেরিয়ারে আরও এক উল্লেখযোগ্য ছবি বাজিরাও মস্তানি। ছবিতে দীপিকা ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রণবীর সিং। ছবিটি আয় করেছিল ১৮৪ কোটি টাকা।

310

সিম্বা

সারা আলি খানের সঙ্গে সিম্বা ছবিতে দেখা গিয়েছিল রণবীর সিং-কে। ছবির গান থেকে কাহিনি-সবই মন কেড়েছিল দর্শকদের। ছবিটি আয় করেছিল ২৪০ কোটি টাকা। ব্লকব্লাস্টার ছবি ছিল সিম্বা।

410

গল্লি বয়

রণবীর সিং-র কেরিয়ারে আরও এক উল্লেখযোগ্য ছবি গল্লি বয়। আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রণবীর। ছবিটি ব্যাপক ভালে সফল হয়েছিল। ১৩৯ কোটি আয় করেছিল ছবিটি।

510

দিল ধড়কনে দো

রণবীর সিং-র কেরিয়ারে আরও এক উল্লেখযোগ্য ছবি দিল ধড়কনে দো। অনিল কাপুর, প্রিয়াঙ্কার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রণবীর। ছবিটি আয় করেছিল ৭৬ কোটি টাকা।

610

৮৩

ক্রিকেট তারকা কপিল দেবে-র বায়োপিক ছবিতে অভিনয় করেন রণবীর সিং। কপিল দেবের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এই ছবিটি আয় করেছিল ১০৮ কোটি। রণবীর সিং-র কেরিয়ারে আরও এক উল্লেখযোগ্য ছবি এটি। এই ছবিতেও রণবীরের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে।

710

সার্কাস

৩৫ কোটি টাকা আয় করেছিল সার্কাস। ছবিতে রণবীরের অভিনয় নজর কেড়েছিল সকলের। ব্যবসার দিক দিয়ে সেভাবে আয় করতে না পারলেও ছবিটি রণবীরের কেরিয়ারের অন্যতম একটি ছবি। ২০২২ সালে মুক্তি পেয়েছিল সার্কাস।

810

ব্যান্ড বাজা বারাত

রণবীরের কেরিয়ারের অন্যতম একটি ছবি হল ব্যান্ড বাজা বারাত। ১৫ কোটি বাজেটের এই ছবি আয় করেছিল ৩৩ কোটি। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। ছবিতে অনুষ্কা শর্মার সঙ্গে জুটি বেঁধেছিলেন রণবীর। এই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন রণবীর। বিট্টু শর্মার চরিত্রে রণবীরের অভিনয় ব্যাপক সাড়া ফেলেছিল।

910

বেফিরে

বানি কাপুরের সঙ্গে দুটি বেঁধেছিলেন বেফিরে ছবিতে। ৬০ কোটি টাকা আয় করেছিল ছবিটি। ছবিতে রণবীরের অভিনয় তো বটেই সঙ্গে তাঁর ডান্স পারফরমেন্স ব্যাপক ভাবে সাড়া ফেলেছিল বক্স অফিসে। ছবিতে বানি কাপুরের সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি নজর কেড়েছিল সকলের।

1010

রামলীলা

সঞ্জয়লীলা বনসলি অভিনীত রামলীলা ছবিতে দীপিকা পাড়ুকোণের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রণবীর সিং। ছবির গল্প থেকে গান, সবই ব্যাপক ভাবে হিট করেছিল। ছবিটি আয় করেছিল ১১৭ কোটি টাকা। রণবীর সিং-র কেরিয়ারে আরও এক উল্লেখযোগ্য ছবি এটি।

Share this Photo Gallery
click me!

Latest Videos