বসেছিল বলিউড তারকাদের চাঁদের হাট, ভাইরাল হল আলিয়া কাশ্যপের রিসেপশনে ছবি
আলিয়া কাশ্যপ এবং শেন গ্রেগোইয়ারের বিয়ের অনুষ্ঠানে ছিল বলিউড তারকাদের ভিড়। সুহানা খান, অভিষেক বচ্চন থেকে শুরু করে সানি লিওন পর্যন্ত, অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন।
Sayanita Chakraborty | Published : Dec 12, 2024 10:50 AM IST / Updated: Dec 12 2024, 04:21 PM IST
আলিয়া কাশ্যপ এবং শেন গ্রেগোইয়ার বুধবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাত পাকে ঘোরার পর দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে সুহানা খান, অভিষেক বচ্চন, অগস্ত্য নন্দ সহ অনেক বলিউড তারকা উপস্থিত ছিলেন।
আলিয়া কাশ্যপ এবং শেন গ্রেগোইয়ারের বিয়ের অনুষ্ঠানে আলায়া এফ উপস্থিত ছিলেন। অন্যদিকে, কনের বাবা অনুরাগ কাশ্যপ সিল্কের ধুতি-কুর্তা পরে দেখা গেল।
আলিয়া কাশ্যপ-শেন গ্রেগোইয়ারের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে সানি লিওনি স্বামীর সাথে উপস্থিত ছিলেন।