Ameesha Patel: ‘গদর ৩’ ছবিতে না থাকার ইঙ্গিত দিলেন আমিশা, ভাইরাল নায়িকার বিশেষ যুক্তি

বহুদিন ধরেই দর্শকেরা আশায় রয়েছেন, কখন পরিচালক অনিল শর্মা গদর ৩ ছবির কথা ঘোষণা করবেন। কিন্তু, এরই মাঝে ভাইরাল হল আমিশার এক সাক্ষাৎকার। যেখানে তিনি ইঙ্গিত দিলেন গদর ৩ ছবিতে না থাকার কথা।

ফের খবরে গদর। তবে, এবার গদর ২ ছবির আয় নয়। বরং, গদর ৩ ছবি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে বক্স অফিসে। বহুদিন ধরেই দর্শকেরা আশায় রয়েছেন, কখন পরিচালক অনিল শর্মা গদর ৩ ছবির কথা ঘোষণা করবেন। কিন্তু, এরই মাঝে ভাইরাল হল আমিশার এক সাক্ষাৎকার। যেখানে তিনি ইঙ্গিত দিলেন গদর ৩ ছবিতে না থাকার কথা।

এক সাক্ষাৎকারে আমিশা বলেন, তারা ও শাকিনাকে সকলে একসঙ্গে দেখতে চান। এবার আমাদের নিঃস্বার্থ অভিনেতা হতে হবে। তারা-সাকিনাকে ব্যাক সিটে রাখতে হবে। কারণ আমরা একটি ভিন্ন ধরনের ছবি তৈরি করতে চাই। শাকিনা আবার পাকিস্তানে গিয়ে ধরা পড়তে পারবে না। শাকিনা আশরাফ আলীর মেয়ে জেনেও তাকে আবার পাকিস্তানে নিয়ে গিয়ে বিপদে ফেলতে পারেনি তারা। আমিশা বলেন, ছবির প্রথমার্ধে তিনি ও দ্বিতীয়ার্ধে সানি দেওলের অভিনয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল। তাঁর কথায় স্পষ্ট বোঝা যায় গদর ৩ তৈরি হলে সেখানে তিনি থাকবেন না। কারণে টাইটনিক ছবির সঙ্গে গদর ছবির তুলনা করে আমিশা বলেন, উইন্সলেট এবং লিওনার্দো ডিক্যাপ্রিও ছাড়া টাইটনিক থাকতে পারে না।

Latest Videos

আমিশার এই কথা থেকে স্পষ্ট, গদর ৩ ছবিতে তাঁর চরিত্রের তেমন গুরুত্ব না থাকলে তিনি ছবি থেকে সরে দাঁড়াবেন।

২০০১ সালে মুক্তি পেয়েছিল গদর এক প্রেম কথা। ২০০১ সালে মুক্তি পাওয়া সুপার হিট ছবি গদর-র সিক্যুয়েল গদর ২। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন সানি দেওল ও আমিশা প্যাটেল। তেমনই তাদের সন্তানের চরিত্রে অভিনয় করেন উৎসর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে বাবা ও ছেলের সম্পর্কের এক বিশেষ বন্ধন ফুটে উঠেছে। ছবিতে সকলের অভিনয় নজর কেড়েছে দর্শকদের। সঙ্গে গড়েছে রেকর্ড। ২২ বছর পর মুক্তি পেয়েছে গদর ছবির সিক্যুয়েল।

এদিকে আবার শোনা যাচ্ছে, অস্কারে যাচ্ছে ‘গদর ২’। এমন কথার ইঙ্গিত মিলল পরিচালকের কথায়। এক সাক্ষাৎকারে ‘গদর ২’-র পরিচালক অনিল শর্মা বলেন, ‘লোকেরা আমাকে বারে বারে ফোন করছে ছবিটি অস্কারে পাঠানোর জন্য। গদর এক প্রেম কথা ছবিটি ১৯৪৭ সালের দেশভাগের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। আমরা গল্পটি ভিন্নভাবে বলেছিলাম। এটি একটি নতুন ও মৌলিক গল্প ছিল। তেমনই ‘গদর ২’ ছবিটিও একটি নতুন ও মৌলিক গল্প।’ এই কারণে ছবিটি যেতে পারে অস্কারে।

 

 

আরও পড়ুন

Swastika-Chanchal: স্বস্তিকার বিপরীতে এবার চঞ্চল চৌধুরী, বাংলাদেশের ছবিতে অভিনয় করতে রাজি বিতর্কিত নায়িকা

Jagaddhatri: কর্মক্ষেত্রের সমস্যা মেটাতে সক্ষম জ্যাস, পরিবারের অবস্থা কী?

Neem Phuler Modhu: বিয়েবাড়িতে অপমানিত পর্ণা, 'নিম ফুলের মধু'-র জমজমাট পর্ব

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News