অর্জুনের গলায় কি আদৌ মালা দিচ্ছেন মালাইকা, বিয়ে নিয়ে ধোঁয়াশা ওড়ালেন নায়িকা নিজেই

বলিউডে কান পাতলেই মালাইকার বিয়ের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন মালাইকা ও অর্জুন কাপুর। মালাইকার নতুন পোস্ট দেখেই শুরু হয়েছে চর্চা। বিয়ের সমস্ত ধোঁয়াশা ওড়ালেন মালাইকা আরোরা।

 

Web Desk - ANB | Published : Nov 11, 2022 9:54 AM
19

চলতি বছরে বি-টাউনে বিয়ের মরশুমে একে একে  অনেক তারকারই চারহাত এক হয়েছে। এবার পালা মাল্লার। বলিউডে কান পাতলেই মালাইকার বিয়ের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। যা নিয়ে উত্তাল নেটদুনিয়া।
 

29


সকাল সকালই ভক্তদের সুখবর দিলেন মালাইকা আরোরা। কী এমন করলেন যে ফের বিয়ের জল্পনা শুরু হল। হাসিমুখে কপালে হাতে দিয়ে পোজ দিয়েছেন মালাইকা আরোরা। যার ক্যাপশনে লেখা আমি হ্যাঁ বললাম।

39

মালাইকার এই বিশেষ পোস্ট দেখেই শুরু হয়েছে বিয়ের জল্পনা। সত্যিই কি বিয়ের সানাই বাজতে চলেছে বলিপাড়ায়। সকলেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। তবে প্রথমে কিছু বোঝা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়াশা অনেকটাই কেটেছে। 

49

ভক্তদের খুব বেশিক্ষণ অপেক্ষা করাননি মালাইকা আরোরা। বরং  সকলে যখন মালাইকার হাতের আংটি খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই আসল সত্যিটা ফাঁস করলেন মালাইকা আরোরা। যা শুনেই সকলেরই চোখ কপালে উঠেছে।

59


এটা আদতেও কোনও বিয়ের খবর নয়। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে স্ট্রিমিং শুরু হচ্ছে মালাইকার রিয়্যালিটি শো মুভিং উইথ মালাইকা। যা ডিজনি  হটস্টারে দেখা যাবে। আর এই শো-এর জন্যই এতকিছু।
 

69

বয়সে ছোট প্রেমিকের সঙ্গে তার রোম্যান্স যেন সকলের মুখে মুখে।  বলিপাড়ার সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত কাপল বলতে গেলেই সবার আগে রয়েছেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। বলিউডে কান পাতলেই মালাইকার বিয়ের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন মালাইকা ও অর্জুন কাপুর।

79

১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম থেকে লিভ-ইন নিয়েও একাধিকবার  কটুক্তির মুখে পড়তে হয়েছে মালাইকাকে। যদিও এসব কটাক্ষকে পাত্তা না দিয়ে তিনি নিজের মতো থাকতেই বেশি ভালবাসেন। কোনও কিছুকেই পরোয়া না করে একে অপরের হাত ধরে রোম্যান্সে মজে রয়েছেন অর্জুন ও মালাইকা।
 

89

অর্জুন কাপুর ও মালাইকার প্রেম নিয়ে চর্চার শেষ নেই সংবাদমাধ্যমে। কিছুদিন আগেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন বলিউডের মাল্লা। সম্প্রতি এক সাক্ষাৎকারে  মালাইকা জানান, আমাদের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমরা আগামীতে একসঙ্গে কাটাতে চাই। তা নিয়ে কোনও ধন্দ নেই। আমরা এখন যেখানে দাঁড়িয়ে তাতে দুজনেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। এবং তা নিয়ে আলোচনাও করছি। এবং ওর সঙ্গেই সুন্দর জীবন কাটাতে ও বুড়ো হতে চাই।

 

99


মালাইকা আরও বলেন, অর্জুনের সঙ্গে থাকতে নিজেকে অনেক বেশি নিরাপদ লাগে। একে অন্যের প্রতি টান এবং ভালবাসা এই সম্পর্কের পুড়োটা জুড়ে আছে। প্রতিটা দিন কাটে গভীর প্রেমে। এর চেয়ে আর বেশি কিছু বলতে নারাজ মালাইকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos