বডিকন ড্রেসে উপচে পড়ছে সুডৌল বক্ষের খাঁজ, হট ক্লিভেজ ফ্লন্টস করতেই চরম ট্রোলড নোরা

হট সেনসেশন নোরা ফতেহি মানেই টানটান উত্তেজনা। শরীরী উষ্ণতায় ভক্তদের ধরে রাখতে সিদ্ধহস্ত নোরা। সম্প্রতি স্কিনফিট বডিকন পোশাকে সেক্সি ক্লিভেজ দেখিয়ে ঝড় তুললেন নোরা ফতেহি। ছবি পোস্ট করতেই ধেয়ে এল কটাক্ষ।

 

Web Desk - ANB | Published : Nov 10, 2022 3:06 PM / Updated: Nov 10 2022, 03:36 PM IST
110

বলিউডের কুসু কুসু গার্ল নোরা ফতেহি,যার হট মুভসে কাঁপে আসমুদ্র হিমাচল। তার হটনেসের দাপটে রাতের ঘুম উড়ে যায় পুরুষ ভক্তদের। বি-টাউনের হট ডিভা-কে নিয়ে সর্বদাই চর্চা চলছে। 
তার চাবুক ফিগার, কার্ভি কোমরের ভাঁজে সকলেই যেন ঘায়েল হন নিমেষে।  

210

টিনসেল টাউনের হট সেনসেশন নোরা ফতেহি মানেই টানটান উত্তেজনা। শরীরী উষ্ণতায় ভক্তদের ধরে রাখতে সিদ্ধহস্ত নোরা। একের পর এক ছবিতেই ঘায়েল করছেন ভক্তদের। এক মুহুর্তে পুরুষদের ধুকপুকানি বাড়াতে সিদ্ধহস্ত নোরা ফতেহি । 

310

নোরা ফতেহি মানেই শরীরী উত্তেজনা,নোরা ফতেহি মানেই একরাশ উষ্ণতা। সম্প্রতি স্কিনফিট বডিকন পোশাকে সেক্সি  ক্লিভেজ দেখিয়ে ঝড় তুললেন নোরা ফতেহি। ছবি পোস্ট করতেই ধেয়ে এল কটাক্ষ। কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। 

410

লাল রঙের স্কিনফিট বডিকনে উপচে বেরোচ্ছে বক্ষের একাংশ। সুডৌল স্তন দেখাতে গিয়েই এবার সমালোচনার শিকার হলেন নোরা ফতেহি। হাই থাই স্লিট গাউনে নোরার রূপের ছটায় ঘায়েল হয়েছেন ভক্তরা।
 

510

লো নেক পোশাকে বক্ষ-বিভাজিকায় নেশা ধরালেন নোরা। পোশাকের সঙ্গে ম্যাচ করে সোনালি রঙের শিকলের ডিজাইনের নেকপিস পরেছেন নোরা, সঙ্গে ম্যাচিং কানের দুল । গ্লিটারস পোশাকে নোরাকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা।

610


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ঝলক দিখলা জা-র সেট থেকে একটি রিল ভিডিও শেয়ার করেছেন নোরা ফতেহি। সিডাকটিভ এই ভিডিও দেখে অশ্লীল কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। হট পোজে ভাইরাল হতে গিয়েই ট্রোলড হয়েছেন নোরা ফতেহি।
 

710

শরীরী উষ্ণতায় ভক্তদের ধরে রাখতে সিদ্ধহস্ত নোরা। এবার নয়া মুকুট জু়ড়ল নোরার মুকুটে। কাতার বিশ্বকাপের মঞ্চ কাঁপাবেন বলিউডের কুসু কুসু গার্ল নোরা ফতেহি। প্রতিবেদন সূত্রে জানা গেছে, আসন্ন কাতার বিশ্বকাপে এবার নাচ করবেন নোরা ফতেহি। নোরা ফতেহিকে ফিফা বিশ্বকাপ ২০২২-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। এই গ্লোবাল প্ল্যাটফর্মে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলিউডের সাকি গার্ল।

810

 খুব অল্প সময়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন। ভারতের গন্ডি পেরিয়ে নোরার খ্যাতি এখন বিশ্বজুড়ে। হলিউড সেনসেশন জেনিফার লোপেজ ও 'ওয়াকা ওয়াকা' খ্যাত তারকা শাকিরা, পিটবুলের মতো সেলিব্রিটির পর এবার ফিফা বিশ্বকাপে নেচে মঞ্চ কাঁপাতে চলেছেন মরোক্কোন সুন্দরী নোরা ফতেহি। 

910

 খুব অল্প সময়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন। ভারতের গন্ডি পেরিয়ে নোরার খ্যাতি এখন বিশ্বজুড়ে। হলিউড সেনসেশন জেনিফার লোপেজ ও 'ওয়াকা ওয়াকা' খ্যাত তারকা শাকিরা, পিটবুলের মতো সেলিব্রিটির পর এবার ফিফা বিশ্বকাপে নেচে মঞ্চ কাঁপাতে চলেছেন মরোক্কোন সুন্দরী নোরা ফতেহি। ফিফা অ্যান্থেমে নাচের পাশাপাশি হিন্দিতে কন্ঠও মেলাবেন নোরা ফতেহি। 

1010

পারফেক্ট ফিগারই যেন নোরার জাদুকাঠি। শরীরী বিহঙ্গে সর্বদাই নেটদুনিয়ায় ঝড় তুলছেন নোরা ফতেহি। বলিউডের সাকি গার্লকে নিয়ে উত্তেজনার পারদ সবসময়েই তুঙ্গে। তার হটনেসের দাপটে রাতের ঘুম উড়ে যায় পুরুষ ভক্তদের। বলিউডের বেলি ডান্সার বললেই নোরা ফতেহির  নামই এককথায় মনে আসে।  অভিনেত্রীর সেক্সি ফিগার, কার্ভি কোমর, বিগ সাইজের নিতম্ব এবং সুডৌল স্তন পুরুষ হৃদয়ে ঝড় তুলেছে। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos