স্বেচ্ছায় পর্যটকদের ফেলে যাওয়া আবর্জনা পরিষ্কার করেন অমিত, সামনে এল অভিনেতার বিশেষ গুণের কথা

ভ্রমণের সময় এক প্রকৃতি প্রেমীর দায়িত্ব পালন করেছেন অমিত সাধ। তাঁর ভ্রমণে রয়েছে এক বিশেষত্ব। আর তা হল, তিনি বিভিন্ন জায়গা পরিষ্কার ও সুন্দর রাখার চেষ্টা করে থাকেন।

Sayanita Chakraborty | Published : Sep 19, 2023 4:20 AM IST

বাইকে করে এদিকে ওদিক অজানা স্থানে ভ্রমণ করা অমিত সাধের এক অন্যতম শখ। তিনি বালাসিনোর, আহমেদাবাদ, যোধপুর, জয়পুর, দিল্লি, চন্ডীগড়, থিওগ, সাংলা, কাজা, জিসপা, পূর্ণে, পদুম, কার্গিল এবং লেহ-সহ অনেক জায়গায় ভ্রমণ করেছেন। তবে, জানেন কি ভ্রমণের সময় এক প্রকৃতি প্রেমীর দায়িত্ব পালন করেছেন অমিত সাধ। তাঁর ভ্রমণে রয়েছে এক বিশেষত্ব। আর তা হল, তিনি বিভিন্ন জায়গা পরিষ্কার ও সুন্দর রাখার চেষ্টা করে থাকেন।

সূত্রের খবর, অমিত দেশকে ভালোবাসে ও পরিবেশের বিষয় বেশ সতর্ক সে। সেই কারণে অমিত স্বেচ্ছায় পর্যটকদের ফেলে যাওয়া আবর্জনা জড়ো করে এলাকা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছিল। তার কর্মগুলো একটি গভীর বিশ্বাসকে প্রতিফলিত করে।

Latest Videos

আর তাঁর এই কাজ প্রশংসিত হয়েছে সর্বত্র। তিনি যেভাবে পরিবেশ রক্ষা করার চেষ্টা করে চলেছেন তা সত্যিই প্রশংসাযোগ্য। প্রতি মুহূর্তে একজন নাগরিকের দায়িত্ব পালন করে চলেছেন অমিত।

 

 

এদিকে মাত্র ২০ বছর বয়সে অমিত সাধ অভিনয় জগতে পা রাখেন। অভিনয় করেন ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক কিঁউ হোতা হ্যায় তে। মাত্র ২১ বছর বয়সে পঞ্জাবের বাড়ি ছাড়েন অভিনেতা। মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন অমিত। বিভিন্ন সূত্র অনুসারে, ছোট পর্দার ধারাবাহিকে সাফল্য পাওয়ার পর গ্যাং ব্যাংগিংয়েক শিকার হন। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ পাননি। সে সময় জটিল পরিস্থিতির মধ্যে দিন কেটেছিল অভিনেতার। এরপর ফের তাঁকে দেখা যায় বড় পর্দায়। ২০১০ সালে পরিচালক রামগোপাল ভর্মার ছবি দিয়ে বড় পর্দায় পা রাখেন। তাঁর কেরিয়ারে আসে এক নতুন মোড়। সে সময় তাঁর একাধিক সাক্ষাৎকার ভাইরাল হয়েছিল। তিনি বারে বারে জানিয়েছিলেন, ছোট পর্দা থেকে তাঁকে নির্বাসিত করা হয়েছিল। টেলিভিশনে কাজ করা একাধিক মানুষ একে অপরকে ফোন করে বলেছিলেন ওকে কাজ দিও না। সে সময় তিনি বড় পর্দায় মন দেন। বুঝেছিলেন কেরিয়ারে এগিয়ে যাওয়ার সময় এসেছে। একাধিক বলিউড ছবিতে দেখা যায় তাঁকে। কাই পো চে, গুড্ডু রঙ্গিলা, সুলতান-র মতো ছবিতে অভিনয় করেন। সকলের নজর কাড়েন অমিত। সর্বত্র প্রশংসিত হয় তাঁর অভিনয়। অন্যদিকে, পড়াশোনায় তুখোড় ছিলেন। লখনউ-র কলেজ থেকে স্নাতক হন। কিন্তু, অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল তাঁর ছোট থেকেই। আর সে স্বপ্ন পূরণ করতেই মুম্বই আসেন অভিনেতা। ছোট পর্দা ও বড় পর্দায় তৈরি করেন নিজের পরিচিতি।

 

আরও পড়ুন

Ganesh Chaturthi 2023: সলমন থেকে শিল্পা শেট্টি- দশ বলিউড তারকার বাড়িতে পুজিত হন গণপতি বাপ্পা, দেখে নিন তালিকা

বাল গণেশ থেকে গণেশ লীলা- রইল পাঁচটি ছবির কথা, সিদ্ধিদাতা গণেশের কাহিনি নিয়ে তৈরি এই সকল অ্যানিমেটেড ছবি

গণেশ চতুর্থী উপলক্ষ্যে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন উরফি জাভেদ এবং প্রতীক সেহজপাল

Share this article
click me!

Latest Videos

৫০০০ টাকা ধার শোধ করতে না পারায় যা ঘটল! দুপক্ষই থানার দ্বারস্থ | Berhampore News Today | Bangla News
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today