অবিবাহিত মহিলাদের ‘বোঝা’ বলায় কড়া জবাব অমিতাভের, জেনে নিন প্রতিযোগী কী বললেন বিগ বি

বিগ বি বলেন, একটি কথা বলি, মেয়েরা কখনওই বোঝা নয়। একজন নারী হল পরিবারের সম্মান। 

 

Sayanita Chakraborty | Published : Aug 30, 2024 8:24 AM IST

কড়া জবাব দিলেন বিগ বি। অবিবাহিত মহিলাদের ‘বোঝা’ বলার জন্য প্রতিযোগীকে কড়া ভাষায় শাসন করলেন অমিতাভ বচ্চন। কৌন বনেগা ক্রোড়পতি সিজিন ১৬-র একটি শো-র ক্লিপিংস হল ভাইরাল।

এই শো-তে প্রতিযোগী কৃষ্ণা সেলুকর বলেন, একটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা সত্ত্বেও লকডাউনের সময় তিনি তাঁর চাকরি হারান। তাঁর অবস্থানকে একজন অবিবাহিত নারীর সঙ্গে তুলনা করেন। বলেন, আমি যদি বলি যে একজন অবিবাহিত মেয়ে তার পরিবারের বোঝা, তাহলে কি স্যাক একটি নির্দিষ্ট বয়সের পর একজন বেকেল ছেলেও বোঝা।

Latest Videos

এর উত্তরে বিগ বি বলেন, একটি কথা বলি, মেয়েরা কখনওই বোঝা নয়। একজন নারী হল পরিবারের সম্মান। এটা সব সময় সম্মানের।

এদিকে অভিনয়ের সঙ্গে জমিয়ে সঞ্চালনা করছেন বিগ বি। শেষ তাঁকে দেখা গিয়েছে কাল্কি ২৮৯৮ এডি ছবিতে। তারপর দীপিকা পাড়ুকোণের সঙ্গে কাজ করবেন বিগ বি। দেখা যাবে দ্য ইন্টার্ন ছবিতে। বর্তমানে বলিউড ছবির সঙ্গে সমান তালে দক্ষিণী ছবিও করে চলেছেন বিগ বি। সঙ্গে চলছে সঞ্চালনা। রজনীকান্তের সঙ্গেও কাজ করছেন বিগ বি। টিজে জ্ঞানভেলের ভেট্টিয়ানে ছবিতে দেখা যাবে তাঁকে। অমিতাভ বচ্চন ছাড়াও থাকবেন ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবতি, মঞ্জু ওয়ারিয়ার, রিতিকা সিং, দুশারা বিজয়ন, রোহিনী রাও, রমেশ সহ আরও অনেকে।

২০০০ সাল থেকে কেবিসি- সঞ্চালক রয়েছেন অমিতাভ বচ্চন। শোটি-র সিজন ১৬ চলতি মাসের শুরুতে সোনি টিভিতে শুরু হবে। এই সিজনের প্রথম পর্বের সময় বিগ বি আবেগপ্রবণ হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে তিনি সঞ্চালনা করে চলেছেন। বর্তমানে চলছে সিজন ১৬। 

 

Share this article
click me!

Latest Videos

১৩ সেপ্টেম্বর শুক্রবার এই ব্যক্তিদের ব্যবসায় ভালো আয় হতে পারে, দেখুন জ্যোতিষ কথা | ajker rashifal
Mamata Banerjee Live: হঠাৎ জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে হাজির মমতা, কী বার্তা, দেখুন সরাসরি
'ওই পাপিষ্ঠ মুখে দেবী দুর্গার নাম উচ্চারণ করবেন না' মমতাকে বেলাগাম আক্রমণ দেবশ্রী চৌধুরীর | R G Kar
বোস্টনের রাজপথে আরজি কর কাণ্ডের প্রতিবাদ! গানের সঙ্গে চলল আন্দোলন । RG Kar Protest
ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড নামখানা! ভেঙে পড়েছে একাধিক বাড়ি ও দোকান | Heavy Rain in South Bengal