অবিবাহিত মহিলাদের ‘বোঝা’ বলায় কড়া জবাব অমিতাভের, জেনে নিন প্রতিযোগী কী বললেন বিগ বি

Published : Aug 30, 2024, 01:54 PM IST
Amitabh Bachchan

সংক্ষিপ্ত

বিগ বি বলেন, একটি কথা বলি, মেয়েরা কখনওই বোঝা নয়। একজন নারী হল পরিবারের সম্মান।  

কড়া জবাব দিলেন বিগ বি। অবিবাহিত মহিলাদের ‘বোঝা’ বলার জন্য প্রতিযোগীকে কড়া ভাষায় শাসন করলেন অমিতাভ বচ্চন। কৌন বনেগা ক্রোড়পতি সিজিন ১৬-র একটি শো-র ক্লিপিংস হল ভাইরাল।

এই শো-তে প্রতিযোগী কৃষ্ণা সেলুকর বলেন, একটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা সত্ত্বেও লকডাউনের সময় তিনি তাঁর চাকরি হারান। তাঁর অবস্থানকে একজন অবিবাহিত নারীর সঙ্গে তুলনা করেন। বলেন, আমি যদি বলি যে একজন অবিবাহিত মেয়ে তার পরিবারের বোঝা, তাহলে কি স্যাক একটি নির্দিষ্ট বয়সের পর একজন বেকেল ছেলেও বোঝা।

এর উত্তরে বিগ বি বলেন, একটি কথা বলি, মেয়েরা কখনওই বোঝা নয়। একজন নারী হল পরিবারের সম্মান। এটা সব সময় সম্মানের।

এদিকে অভিনয়ের সঙ্গে জমিয়ে সঞ্চালনা করছেন বিগ বি। শেষ তাঁকে দেখা গিয়েছে কাল্কি ২৮৯৮ এডি ছবিতে। তারপর দীপিকা পাড়ুকোণের সঙ্গে কাজ করবেন বিগ বি। দেখা যাবে দ্য ইন্টার্ন ছবিতে। বর্তমানে বলিউড ছবির সঙ্গে সমান তালে দক্ষিণী ছবিও করে চলেছেন বিগ বি। সঙ্গে চলছে সঞ্চালনা। রজনীকান্তের সঙ্গেও কাজ করছেন বিগ বি। টিজে জ্ঞানভেলের ভেট্টিয়ানে ছবিতে দেখা যাবে তাঁকে। অমিতাভ বচ্চন ছাড়াও থাকবেন ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবতি, মঞ্জু ওয়ারিয়ার, রিতিকা সিং, দুশারা বিজয়ন, রোহিনী রাও, রমেশ সহ আরও অনেকে।

২০০০ সাল থেকে কেবিসি- সঞ্চালক রয়েছেন অমিতাভ বচ্চন। শোটি-র সিজন ১৬ চলতি মাসের শুরুতে সোনি টিভিতে শুরু হবে। এই সিজনের প্রথম পর্বের সময় বিগ বি আবেগপ্রবণ হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে তিনি সঞ্চালনা করে চলেছেন। বর্তমানে চলছে সিজন ১৬। 

 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে