অপারেশন সিঁদুর নিয়েও নিশ্চুপ অমিতাভ! রহস্যময় পোস্টে কেন ক্ষুব্ধ নেটিজেনরা?

Published : May 07, 2025, 01:19 PM IST
অপারেশন সিঁদুর নিয়েও নিশ্চুপ অমিতাভ! রহস্যময় পোস্টে কেন ক্ষুব্ধ নেটিজেনরা?

সংক্ষিপ্ত

অমিতাভ বচ্চনের এক রহস্যময় পোস্টে নেটদুনিয়ায় হইচই। এয়ার স্ট্রাইকের আগে শুধু কিছু সংখ্যা লেখা পোস্ট ঘিরে জল্পনা। কী তাৎপর্য এই পোস্টের?

৬ ও ৭ মে'র মাঝরাতে পাকিস্তানে এয়ার স্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় বিমানবাহিনী। ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়েছে এই অভিযানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের নাম দিয়েছেন 'অপারেশন সিঁদুর'। সেনাবাহিনীর এই পদক্ষেপে উল্লসিত সমগ্র দেশ। বলিউড তারকারাও প্রকাশ করেছেন উচ্ছ্বাস। কিন্তু এই সময়ে মহানায়ক অমিতাভ বচ্চনকে শুনতে হচ্ছে সমালোচনা একটি পোস্টের জন্য।

অমিতাভ কী লিখেছিলেন পোস্টে?

মঙ্গলবার রাত ১টায় অমিতাভ বচ্চন একটি পোস্ট করেন। তাতে শুধু কিছু সংখ্যা লেখা ছিল, কোনও ব্যাখ্যা ছিল না। অমিতাভের পোস্টটি হল, "T 5371 -", অনেকে এই পোস্টকে 'অপারেশন সিঁদুর'-এর প্রতি তার প্রতিক্রিয়া হিসেবে দেখছেন এবং তাকে সমালোচনা করছেন।

 

 

কী ধরনের মন্তব্য এসেছে অমিতাভের পোস্টে?

অমিতাভের খালি পোস্ট দেখে একজন নেটিজেন লিখেছেন, "স্যার এ কী 'বাজে কথা' লিখছেন।" আরেকজন লিখেছেন, "নীরবতা বলছে অমিতাভের অন্তরের ইকবাল জঙ্গিদের মার খাওয়ায় শোকাহত।" একজন লিখেছেন, "স্যার, 'অপারেশন সিঁদুর' হচ্ছে, এবার তো কিছু বলুন।" আরেকজন লিখেছেন, "এইভাবে মনোযোগ আকর্ষণ করা বন্ধ করতে পারেন কি? বিশেষত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সময়।"

'অপারেশন সিঁদুর' নিয়েই কি বিগ বি'র টুইট?

আসলে বিগ বি'র খালি টুইটটি পাকিস্তানে এয়ার স্ট্রাইকের প্রায় আধঘণ্টা আগে পোস্ট করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, বিমানবাহিনী রাত প্রায় ১:৩০ মিনিটে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে, যাতে অনেক জঙ্গি মারা গেছে বলে জানা গেছে। এর আগেই অমিতাভের টুইটটি প্রকাশিত হয়েছিল। তবে বিগ বি এখনও 'অপারেশন সিঁদুর' নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

PREV
click me!

Recommended Stories

মুক্তি পেল বর্ডার ২ ছবির টিজার, সানি দেওল প্রস্তুত ধামাকা দিতে, রইল টিজারের চমক
বিয়ের পরেই ভাইরাল সামান্থার সেই পুরোনো মন্তব্য, জেনে নিন কী বলেছিলেন নায়িকা