
বলিউডের প্রতিক্রিয়া অপারেশন সিন্দুরে: ভারতীয় সেনাবাহিনী মধ্যরাতে পিওকে-তে জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে পহেলগাঁও হামলার প্রতিশোধ নিয়েছে। খবর অনুযায়ী, অপারেশন সিন্দুরের আওতায় ভারতীয় সেনাবাহিনী পিওকে-তে ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে। খবরে প্রকাশ, এই হামলায় প্রায় ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। অপারেশন সিন্দুর শেষ হতেই সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা প্রতিক্রিয়া জানাচ্ছেন। বলিউড তারকারা लगातार সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন। সবাই উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন - ভারত মাতা কি জয়।
অপারেশন সিন্দুর নিয়ে সবার আগে মন্তব্য করেছেন রীতেশ দেশমুখ। তিনি বলেছেন- “জয় হিন্দ কি সেনা... ভারত মাতা কি জয়, #OperationSindoor.” সোনু নিগমও অপারেশন সিন্দুরে খুশি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন- "ঘরে ঢুকে মেরেছে, কবর তোমার খুঁড়েছে, ভারতের গদিতে বসে, বাপ তোমার মোদী। বুঝলে বাবা পাকিস্তান #OperationSindoor. ঠ
পরিচালক মধুর ভান্ডারকর এই হামলায় প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন- “আমাদের প্রার্থনা আমাদের সেনাবাহিনীর সঙ্গে আছে। একটি জাতি হিসেবে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম। নিম্রত কৌরও ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন- আমাদের সেনাবাহিনীর সাথে ঐক্যবদ্ধ। এক দেশ। এক লক্ষ্য। জয় হিন্দ, অপারেশন সিন্দুর।” রবি কিষাণ লিখেছেন- “জয় হিন্দ, জয় হিন্দ কি সেনা।”
Our prayers are with our forces. One nation, together we stand. Jai Hind, Vande Mataram. 🇮🇳🙏 ছবি
টিভি অভিনেত্রী দেবোলীনা ভট্টাচার্য অপারেশন সিন্দুর নিয়ে মন্তব্য করে লিখেছেন- “ধর্ম জিজ্ঞেস করে গুলি করেছ, এখন বড় মূল্য দিতে হবে ভারতের আত্মায় আঘাত করেছ, এখন মাটিতে মিশে যাবে। মনোজ তিওয়ারি টুইট করে লিখেছেন- ২২ এপ্রিল: মোদীকে জানাও?”
৭ মে: মোদী জানিয়ে দিলেন। কামাল আর খান অপারেশন সিন্দুর নিয়ে পোস্ট করে লিখেছেন- পাকিস্তানের সব মন্ত্রী বলছেন এটা ভারতের বোকামিপূর্ণ হামলা। লোল! ভারত আগেই বলেছিল হামলা করবে… আর করেছে। এখন চুপ থাকো আর জবাব দেওয়ার সাহস কোনোদিন দেখিও না। ভোজপুরি অভিনেতা রীতেশ পাণ্ডে অপারেশন সিন্দুরের ছবি শেয়ার করে লিখেছেন- ভারত মাতা কি জয়, জয় হিন্দ কি সেনা #OperationSindoor. অন্যান্য তারকারাও একইভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন।
অমিতাভ বচ্চনও রাত দুটোয় একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি আবারও রহস্যময় পোস্ট করেছেন। এই পোস্টেও বিগ বি নীরব। পহেলগাঁও জঙ্গি হামলার সময়ও তিনি এমন করেছিলেন। এই পোস্ট এখন অপারেশন সিন্দুরের সঙ্গে জুড়ে দেখা হচ্ছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।